বর্ধমান, 15 জুন : এবার বেসুরো বর্ধমান পূর্বের সুনীল মণ্ডল । মঙ্গলবার সরাসরি বিজেপি বিরোধী একাধিক মন্তব্য করলেন ৷ তার সঙ্গে তোপ দাগলেন একসময়ের ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীকে ৷
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে একাধিক বিধায়ক, সাংসদকে যেতে দেখা গিয়েছিল ৷ নির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবি হয়েছে ৷ তারপর থেকে বঙ্গ রাজনীতিতে ঢেউটা বদলে গিয়েছে ৷ স্রোতের অভিমুখ আজ বিপরীতে ৷ ঘর ওয়াপসির হিড়িক দেখা দিচ্ছে জোড়াফুলে ৷ মুকুল রায়ের তৃণমূলে ফেরার পর থেকেই যেন পদ্মের প্রতি বেসুরো হওয়ার সংখ্যাটা বাড়ছে ৷ এবার সেই দলে বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল ৷ নির্বাচনের আগেই দল বদলে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন ৷ তবে, এখনও তিনি তৃণমূলের সাংসদ ৷ তাঁর এবং শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবিতে, তৃণমূলের তরফ থেকে লোকসভার অধ্যক্ষকে চিঠি লেখা হয়েছে ৷ এবার সেই নিয়ে সুনীল মণ্ডলের বক্তব্য, "আমি এখনও তৃণমূল কংগ্রেসেরই সাংসদ ৷"
একই সঙ্গেই বর্তমান দল বিজেপি, কেন্দ্রীয় নেতৃত্ব, এবং একসময়ের ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীর উপর ক্ষোভ উগরে দেন তিনি ৷ তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে এসেছেন, তাঁদের বিজেপি সহ্য করতে পারছে না ৷ এবং মানিয়ে নিতে পারছে না ৷ এমনই মত সুনীলের ৷ একইসঙ্গে বলেন, তৃণমূল থেকে বিজেপিতে যাঁরা গেছেন তাঁদের বিজেপির তরফ থেকে বিশ্বাস করা হচ্ছে না ৷
এরপর তথাগত রায় এবং দিলীপ ঘোষের মন্তব্যকে কড়া সমালোচনা করেন তিনি ৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ভিনরাজ্যের যাঁরা এসেছিলেন তাঁরা দুদিনে এসে বাংলার মানুষকে বুঝতে পারে না ৷ কখনই তাঁরা বাংলার ভাষা, সংস্কৃতি বোঝে না ৷ তাঁরা কীভাবে বাংলার গ্রামের মানুষের মন জয় করবেন, সেই নিয়ে তিনি প্রশ্ন তোলেন তিনি ৷ নিজেদের সাংগঠনিক দল হিসাবে দাবি করা বিজেপিকেও এক হাত নেন সুনীল ৷ বলেন, "সাংগাঠনিক দল আমরা আগে করে এসেছি ৷"
একদা শুভেন্দু ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সুনীল এদিন একরাশ ক্ষোভ উগরে দেন রাজ্যের বিরোধী দলনেতার প্রতি ৷ তাঁকে যে প্রতিশ্রুতি শুভেন্দু দিয়েছিল, তার একটি কথাও রাখেননি অধিকারী বাড়ির মেজো ছেলে, এমনই অভিযোগ সুনীলের । তবে শুভেন্দুর শুধু তাঁর সঙ্গেই নয়, আরও অনেকের সঙ্গেই প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন তিনি । শুভেন্দু অধিকারী কারও ফোন ধরেন না বলেও দাবি বর্ধমান পূর্বের সাংসদের ।
তবে তৃণমূল থেকে ডাক পেলে, তা ভেবে দেখবেন তিনি, একথা সাফ জানিয়ে দিলেন বর্ধমান পূর্বের সাংসদ ৷ এরপর বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, তাঁর নিরাপত্তা তুলে নিতে তিনি বলেছেন ৷ তাঁর নিরাপত্তা না থাকলে, কোনও আপত্তি নেই সুনীলের ৷
আরও পড়ুন : শিশির-সুনীলের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষকে ফোন সুদীপের
বিজেপি নেতৃত্ব কথায় কথায় 356 ধারা জারি নিয়ে জুজু দেখাচ্ছে ৷ তার বিরোধিতা করে সুনীল মণ্ডল বলেন, পশ্চিমবঙ্গে একটি সরকার গঠন করা হয়েছে যে সরকারটি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় এসেছে । আমি মনে করি এই সরকারের বিরুদ্ধে 356 অনুচ্ছেদের রাষ্ট্রপতি শাসন জারি করা কোনও যৌক্তিকতা নেই ।