বর্ধমান, 9 অক্টোবর: ভারত সরকার কোনও রাজ্যের প্রতি পক্ষপাতিত্ব করে না। সব রাজ্যের প্রতি সমান নজর দেয়। কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার তৃণমূল অভিযোগের পালটা দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাঁর দাবি, ইউপিএ সরকারের চেয়ে প্রায় চারগুণ বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে 100 দিনের কাজে। সোমবার বর্ধমান সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ৷
কেন্দ্রের তথ্য অনুযায়ী, 100 দিনের কাজে সমীক্ষা করতে এসে ভারত সরকারের টিমের কাছে বেশ কিছু বেনিয়ম চোখে পড়েছে। সরকারি নিয়ম মেনে 60-40 অনুপাতে কাজ হয়নি। এমনকী বিষয়টি রাজ্য সরকারকে দেখতেও বলা হলেও রাজ্য কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। 2019 সালে 100 দিনের কাজের তদন্তের জন্য ভারত সরকারের একটা দল পূর্ব বর্ধমান, হুগলি-সহ বেশ কিছু জেলায় যায়। সেখানে 100 দিনের কাজ সংক্রান্ত বেশ কিছু অনিয়মের সন্ধান তারা পেয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷ তাঁর দাবি, বিষয়টি রাজ্যকে জানিয়ে পদক্ষেপ নিতে কেন্দ্রের তরফে বলা হলেও এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ শুধু তাই নয় কেন্দ্রের পাঠানো টাকা সঠিকভাবে ব্যবহার করা না-হলে টাকা পাঠানো বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
কেন্দ্রীয় মন্ত্রীর মতে 2006 সাল থেকে 2014 সাল পর্যন্ত ইউপিএ সরকারের আমলে রাজ্যের জন্য 100 দিনের কাজে 14 হাজার 965 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই জায়গায় 2014 সাল থেকে এখন পর্যন্ত 100 দিনের কাজের প্রকল্পে 54 হাজার 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা প্রায় চার গুণের কাছাকাছি। কিন্তু একটা নিয়ম মেনে রাজ্যের কাজ করা উচিত যেটা এই রাজ্য সরকার করছে না-বলেও অভিযোগ করেন মন্ত্রী। এদিন কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, "2019 সালে 100 দিনের কাজে তদন্তের জন্য পূর্ব বর্ধমান, হুগলি-সহ বেশ কয়েকটা জেলায় ভারত সরকারের টিম এসেছিল। তদন্ত করতে গিয়ে দুর্নীতির হদিশ পায় তারা। সমস্ত বিষয়টি রাজ্য সরকারকে জানানো হয়। তাদের বিষয়টি দেখতে বলা হয় কিন্তু এখনও পর্যন্ত তারা কোনও পদক্ষেপ নেয়নি। রাজ্য যদি কেন্দ্রের টাকা সঠিক ভাবে ব্যবহার করতে না-পারে তাহলে সেই টাকা পাঠানো বন্ধ রাখা হয়। রিপোর্ট হাতে পেলে সেই টাকা ফের পাঠানো হবে।"
আরও পড়ুন: আপাতত ধরনা প্রত্যাহার অভিষেকের, দাবি পূরণ না হলে 1 নভেম্বর ফের আন্দোলনের হুঁশিয়ারি
তিনি আরও বলেন, "ভারত সরকার সমস্ত রাজ্যের দিকে সমানভাবে নজর দেয়। যেখানে 2006-14 সাল পর্যন্ত যে ইউপিএ সরকার ছিল সেই সময় একশো দিনের কাজে 14 হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল। আর নরেন্দ্র মোদির আমলে 2014 সাল থেকে এখনো পর্যন্ত 54 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভারত সরকার সব রাজ্যকে সমান চোখে দেখে। কারও সঙ্গে পক্ষপাতিত্ব করে না। কিন্তু একটা তো নিয়মকানুন আছে। সেটা মেনে চলতে হবে।" তিনি আরও বলেন, "কেন্দ্রীয় অনেক যোজনার নাম বদলে দেওয়া হয়েছে। আবাস যোজনার ক্ষেত্রেও অনেক দুর্নীতি ধরা পড়েছে। সেই সব ক্ষেত্রেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে টাকা পাঠানো বন্ধ আছে।"