খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান ), 13 সেপ্টেম্বর: ধারের টাকা ফেরত দেওয়া নিয়ে কথা-কাটাকাটি ৷ তার জেরে যুবককে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত যুবকের নাম অভিজিৎ রায় (35)। তাঁর কাঁধে গুলি লাগে। তাঁকে আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । বুধবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কৈয়ড় পঞ্চায়েতের আড়িন গ্রামে ।
খণ্ডঘোষ থানার কৈয়ড় পঞ্চায়েতের আড়িন গ্রামের বাসিন্দা অভিজিৎ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, অভিজিৎ মাধবডিহি থানার বাসিন্দা রিকি শেখের কাছ থেকে গাড়ি কেনার জন্য দেড় লক্ষ টাকা ধার নিয়েছিলেন। বুধবার সকালের সেই টাকা ফেরত নিতে রিকি এক যুবককে সঙ্গে নিয়ে অভিজিতের বাড়িতে আসে। টাকা ফেরত দেওয়া নিয়ে অভিজিতের সঙ্গে রিকির কথা-কাটাকাটি শুরু হয় । অভিযোগ, বাকবিতণ্ডার মাঝে রিকি আচমকাই গুলি চালান অভিজিতের উদ্দেশে ৷ অভিজিতের বুকের পাশে গুলি লাগে । তিনি রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন । এদিকে ঘটনার পরই রিকি বাইকে চেপে অপর ঘটনাস্থল থেকে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খণ্ডঘোষ থানার পুলিশ ।
অভিজিতের কাকিমা সীতা রায় বলেন, "ঘরে পুজো করছিলাম । হঠাৎ একটা আওয়াজ শুনে বাইরে আসি । ভাবলাম কোন টায়ার ফেটেছে হয়তো। তখন দেখি আমার খুড়শ্বশুর গুলি করেছে বলে চিৎকার করছেন । ছুটে গিয়ে দেখি আমার ভাসুরের ছেলের বুকের পাশে গুলি লেগেছে । তাঁর বুক থেকে রক্ত ঝরছে । তখন একটা ছেলেকে দেখি গুলি চালিয়ে বাইকে চেপে পালিয়ে যাচ্ছে । যা শুনলাম ওই ছেলেটার কাছ থেকে গাড়ি কেনার জন্য ভাসুরের ছেলে টাকা ধার নিয়েছিল ৷ এদিন ওই ছেলেটা টাকা চাইতে এসেছিল । তাঁকে ভাসুরের ছেলে দশ হাজার টাকা দেয় । টাকা নিয়ে যাওয়ার সময় সে গুলি চালায়। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়।।"
আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বচসা, শ্বশুরকে গুলি করল জামাই !
অভিজিতের ঠাকুমা সন্ধ্যা রায়ের কথায়, এদিন নাতির কাছ থেকে টাকা নেওয়ার জন্য বাইকে চেপে দু'জন ছেলে আসে । নাতি টাকা দেওয়ার পরে তাঁরা নিজেরা কথা বলছিল । এরপর হঠাৎ দেখলাম ছেলেটা গুলি চালিয়ে গাড়িতে চেপে পালাচ্ছে । নাতি মাটিতে পড়ে আছে । সারা গা রক্তে ভেসে যাচ্ছে । কী নিয়ে কী ঘটল বুঝতে পারছি না । খণ্ডঘোষ থানার পুলিশ জানিয়েছে, আহত ওই যুবককে হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁর চিকিৎসা চলছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।