পূর্ব বর্ধমান, 14 সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রীর জয়ের প্রার্থনা করে পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ৷ ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে হারার পর, ছ’মাসের মধ্যে মমতাকে রাজ্যের যে কোনও একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে ৷ তাই এই উপনির্বাচন মুখ্য়মন্ত্রী পদে মমতার টিকে থাকার লড়াই ৷ সেই লড়াইয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়ের জয়ের জন্য প্রার্থনা করলেন স্বপন দেবনাথ ৷
আজ মঙ্গলবার রাধা অষ্টমী । সেই উপলক্ষে পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় ৷ আর এই শুভ মুহূর্তে সর্বমঙ্গলা মন্দিরে মুখ্য়মন্ত্রীর নামে পুজো দিলেন স্বপন দেবনাথ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেন ৷ পাশাপাশি রাজ্যের মানুষের জন্য মঙ্গল কামনা করেন মন্ত্রী ৷ সেইসঙ্গে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে রেকর্ড ভোটে জয়লাভ করেন সেই প্রার্থনাও করেন তিনি ৷
আরও পড়ুন : State Advocate General: প্রাক্তন বিজেপি নেতার ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় রাজ্যের নয়া অ্যাডভোকেট জেনারেল
সর্বমঙ্গলা মন্দিরের প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য বলেন, ‘‘রাধাষ্টমী উপলক্ষে আমাদের এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল ৷ সেই পুজোতে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে আমরা আমন্ত্রণ করেছিলাম ৷ তিনি মায়ের কাছে পুজো দিয়েছেন ৷ আমরাও মায়ের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা করেছি ৷’’
আরও পড়ুন : Mamata Banerjee : মমতার বিরুদ্ধে হলফনামায় তথ্যগোপনের অভিযোগে কমিশনের দ্বারস্থ বিজেপি
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘‘আজ রাধাষ্টমী উপলক্ষে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়েছি ৷ সেখানে রাজ্যের মানুষের মঙ্গল কামনার পাশাপাশি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর যাতে সুস্থ থাকে সেই প্রার্থনাও করেছি ৷ একই সঙ্গে ভবানীপুর উপনির্বাচনে তিনি যাতে বিপুল ভোটে জয়লাভ করেন সেই প্রার্থনা মায়ের কাছে করেছি ৷’’