ETV Bharat / state

মমতার নির্দেশে বাড়ি গিয়ে ছাগল বিলি মন্ত্রীর

মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামে গ্রামে ছাগল বিলোলেন মন্ত্রী-বিধায়করা ৷ ভবিষ্যতে পশুপালনের জন্য পর্যাপ্ত পরিকাঠামো গড়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তাঁরা ৷

স্বপন দেবনাথ
author img

By

Published : Aug 28, 2019, 1:30 AM IST

Updated : Aug 28, 2019, 4:54 AM IST

বর্ধমান, 28 অগাস্ট : সোমবার বর্ধমানের দাঁড়াতে গ্রাম পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামবাসীদের পাঁচটি করে ছাগল ছানা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন । সেই ঘোষণার 24 ঘন্টার মধ্যেই গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হল ছাগল ৷ সেই সঙ্গে দেওয়া হল হাঁস ও মুরগী ।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে বাড়ি বাড়ি ছাগল ছানা পৌঁছে দিলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মণ্ডল । কিন্তু মুখ্যমন্ত্রী পাঁচটি ছাগল ছানা দেওয়ার কথা বললেও দেওয়া হল একটি করে ছাগল ছানা । বিধায়ক বলছেন, একদিনের মধ্যে এত ছাগল ছানা জোগাড় করা কঠিন । তাছাড়া অনেকের এত ছাগল পোষার মত পর্যাপ্ত জায়গাও নেই ৷ আগামী দিনে তাঁদের আরও ছাগল দেওয়া হবে । ছাগল পালনের জন্য ঘরও বানিয়ে দেওয়া হবে ৷

এদিকে সোমবার বর্ধমানের দাসপাড়াতেও পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে ঝরনা রুইদাসের বাড়িতে বেশ কিছুক্ষন সময় কাটান তিনি ৷ মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় আদিবাসী মহিলারা তাঁর কাছে তাদের অভাব অভিযোগ তুলে ধরেন ৷ তারা বলেন তাঁদের যদি ছাগল হাঁস-মুরগী পালন করার সুযোগ করে দেওয়া হয় তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে ৷ মুখ্যমন্ত্রী প্রাণীসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথকে এই গ্রামে ছাগল,হাঁস,মুরগি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তখন। সেইমতোই মঙ্গলবার স্বপন দেবনাথ ওই গ্রামে গিয়ে একটি করে ছাগল ও পাঁচটি করে হাঁস-মুরগি 12টি পরিবারের হাতে তুলে দেন ।

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, " দাসপাড়ায় 12টি পরিবারকে ছাগল হাঁস মুরগি তুলে দেওয়া হয়েছে । কেউ যদি পশুপালন করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের পশু তুলে দেব। " এদিকে, ছাগল পেয়ে খুশি দাসপাড়ার বাসিন্দারা । মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তাঁরা জানান, দিদি প্রতিশ্রুতি রেখেছেন। তাঁরা ছাগল, হাঁস, মুরগি পেয়েছেন ।

বর্ধমান, 28 অগাস্ট : সোমবার বর্ধমানের দাঁড়াতে গ্রাম পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামবাসীদের পাঁচটি করে ছাগল ছানা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন । সেই ঘোষণার 24 ঘন্টার মধ্যেই গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হল ছাগল ৷ সেই সঙ্গে দেওয়া হল হাঁস ও মুরগী ।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে বাড়ি বাড়ি ছাগল ছানা পৌঁছে দিলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মণ্ডল । কিন্তু মুখ্যমন্ত্রী পাঁচটি ছাগল ছানা দেওয়ার কথা বললেও দেওয়া হল একটি করে ছাগল ছানা । বিধায়ক বলছেন, একদিনের মধ্যে এত ছাগল ছানা জোগাড় করা কঠিন । তাছাড়া অনেকের এত ছাগল পোষার মত পর্যাপ্ত জায়গাও নেই ৷ আগামী দিনে তাঁদের আরও ছাগল দেওয়া হবে । ছাগল পালনের জন্য ঘরও বানিয়ে দেওয়া হবে ৷

এদিকে সোমবার বর্ধমানের দাসপাড়াতেও পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে ঝরনা রুইদাসের বাড়িতে বেশ কিছুক্ষন সময় কাটান তিনি ৷ মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় আদিবাসী মহিলারা তাঁর কাছে তাদের অভাব অভিযোগ তুলে ধরেন ৷ তারা বলেন তাঁদের যদি ছাগল হাঁস-মুরগী পালন করার সুযোগ করে দেওয়া হয় তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে ৷ মুখ্যমন্ত্রী প্রাণীসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথকে এই গ্রামে ছাগল,হাঁস,মুরগি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তখন। সেইমতোই মঙ্গলবার স্বপন দেবনাথ ওই গ্রামে গিয়ে একটি করে ছাগল ও পাঁচটি করে হাঁস-মুরগি 12টি পরিবারের হাতে তুলে দেন ।

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, " দাসপাড়ায় 12টি পরিবারকে ছাগল হাঁস মুরগি তুলে দেওয়া হয়েছে । কেউ যদি পশুপালন করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের পশু তুলে দেব। " এদিকে, ছাগল পেয়ে খুশি দাসপাড়ার বাসিন্দারা । মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তাঁরা জানান, দিদি প্রতিশ্রুতি রেখেছেন। তাঁরা ছাগল, হাঁস, মুরগি পেয়েছেন ।

Intro:মুখ্যমন্ত্রী নির্দেশে ছাগল দেওয়ার জন্য ছাগল ছানা নিয়ে ছুটলেন বিধায়ক

সন্তোষ দাস, বর্ধমান


বর্ধমানের আলিশা সংলগ্ন দাঁড়াতে গ্রাম পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামবাসীদের পাঁচটি করে ছাগল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তার 24 ঘন্টার মধ্যেই দেওয়া হল ছাগল, হাঁস, মুরগী। সেই ছাগল দেওয়ার জন্য দড়িতে ছাগল ছানা বেঁধে ছুটলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল। কিন্তু মুখ্যমন্ত্রী পাঁচটি ছাগল ছানা দেওয়ার কথা বললেও দেওয়া হল একটি করে ছাগল ছানা।যদিও মন্ত্রী বলেছেন একদিনের মধ্যে এত ছাগল জোগাড় করা কঠিন। এছাড়া ওদের অনেক জায়গাও নেই এত ছাগল পোষার।আগামী দিনে তাদের আরো ছাগল দেওয়া হবে। তবে তারা যদি জায়গা দিতে পারে আমরা ছাগল পালনের জন্য খামারবাড়ি বানিয়ে দেব।

সোমবার বর্ধমানের দাসপাড়ায় ঝরনার রুইদাস এর বাড়িতে এসে চা খেয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আদিবাসী মহিলাদের কাছে তাদের অভাব অভিযোগ নিয়ে জানতে চাওয়ার সময় তারা ছাগল হাঁস-মুরগী পালন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী ছাগল হাঁস মুরগি দেওয়ার কথা ঘোষণা করেন। এরপরে মুখ্যমন্ত্রী প্রাণীসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ কে সেগুলি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। স্বপন দেবনাথ আজ ওই গ্রামে গিয়ে একটি করে ছাগল ও পাঁচটি করে হাঁস-মুরগি বারোটি পরিবারের হাতে তুলে দেন।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন ওই এলাকায় দাসপাড়ায় বারোটি পরিবারকে ছাগল হাঁস মুরগি তুলে দেওয়া হয়েছে। এছাড়া ওই দাসপাড়ার বাইরে আরও অনেক বাড়ি আছে তারা যদি প্রাণী পালন করতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের প্রাণী তুলে দেবো। কিন্তু 5 টার জায়গায় একটা ছাগল দেওয়া হলো কেন সেই প্রশ্নে মন্ত্রী বলেন একদিনের মধ্যে এত ছাগল জোগাড় করা সম্ভব নয়, দাসপাড়ায় যাদের বাড়িতে ছাগল হাঁস মুরগি দেওয়া হয়েছে তাদের বাড়িতে জায়গাও নেই। বেশি জায়গা দিতে পারে আগামী দিনে প্রাণী পালন করার জন্য খামার বাড়ি তৈরি করে দেওয়া হবে। ছাগল পেয়ে খুশি ঝর্ণা রুইদাস। তিনি বলেন গতকাল দিদি বলে গিয়েছিলেন। আমরা আজকেই হাঁস ছাগল মুরগির সব পেয়েছি। তবে আমাদের ঘরের অবস্থা খুব খারাপ। মুখ্যমন্ত্রী বাড়িও তৈরি করে দেবেন কথা দিয়ে গেছেন। সেটা পেলে আমাদের মাথা গোঁজার ঠাঁই হবে।Body:মুখ্যমন্ত্রীর Conclusion:নির্দেশে ছুটলেন বিধায়ক
Last Updated : Aug 28, 2019, 4:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.