বর্ধমান, 24 জুলাই : বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা প্রকাশ পেয়েছে ৷ কার কার নাম রয়েছে, কে কত নম্বর পেল, তা দেখছেন পড়ুয়ারা ৷ এমন সময় রীতিমতো চমকে উঠলেন একজন ৷ কী ব্যাপার? পাশের জনকে ডেকে দেখাতেই প্রথমে ইয়ার্কি ভাবলেও পরে দেখা গেল সত্যিই তাই ৷ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় এক ছাত্রীর নাম ওয়েস্ট বেঙ্গল !
এক ছাত্রীর নাম কী ভাবে ওয়েস্ট বেঙ্গল হয়, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চরম অস্বস্তিতে পড়েছে ৷ শুধু তাই নয়, ওই ওয়েস্ট বেঙ্গল নামধারী ছাত্রীর নামের পাশে তাঁর ফোন নম্বরও দেওয়া আছে । কী ভিত্তিতে মেধাতালিকায় পড়ুয়াদের ফোন নম্বর প্রকাশ করা হল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷
একাংশের বক্তব্য, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে ছাত্র সংসদের অনেকেই । পড়ুয়াদের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে নামের তালিকা প্রকাশ করেছে তা যে ভুলে ভরা সেটা ছাত্রীর নাম ওয়েস্ট বেঙ্গল থেকেই প্রমাণ হয়ে গেল ৷ পাশাপাশি তাঁরা প্রশ্ন তুলেছেন, কী ভাবে পড়ুয়াদের নামের পাশে তাঁদের ফোন নম্বর প্রকাশ করা হয়েছে ৷ এর ফলে যদি পড়ুয়াদের বিশেষ করে ছাত্রীদের ওই মোবাইল নম্বরে ফোন করে হয়রানি করা হয় তার দায় কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে?
যদিও বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি । বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মণিকাঞ্চন মণ্ডল বলেন, ''ওই মেধাতালিকায় সংস্কৃত বিভাগের মেধাতালিকায় 26 নম্বরে ওয়েস্ট বেঙ্গল নামে এক ছাত্রীর নাম প্রকাশ করা হয়েছে ।" তিনি বলেন, "কোনও বিশ্ববিদ্যালয় যে মেধা তালিকা প্রকাশ করে, সেখানে মেধাতালিকায় শুধুমাত্র পড়ুয়াদের নাম থাকে, কিন্তু কোনওভাবেই তার ফোন নম্বর প্রকাশ করা হয় না । কিন্তু অদ্ভুতভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ফোন নম্বর প্রকাশ করে দিয়েছে ।''
ছাত্র নেতার কথায়, কারও ফোন নম্বর প্রকাশ করে দেওয়ার অর্থ একটা ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়া । কেন সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করল, তা জানতে চাওয়া হয়েছে । পাশাপাশি ওই তালিকায় ওয়েস্ট বেঙ্গল নামে এক ছাত্রীর নাম প্রকাশ করা হয়েছে ৷ এ ধরনের কোনও ছাত্রী আছে বলে কারও জানা নেই বলেও মন্তব্য করেন তিনি । মণিকাঞ্চন বলেন, এই তালিকা কী ভাবে যে তৈরি করা হয়েছে তা নিয়ে সন্দেহ থেকেই যায় । বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল নামে কোনও ছাত্রীর নাম সম্পর্কে অভিযোগ দপ্তরে জমা পড়েনি ৷