ETV Bharat / state

বর্ধমানে মিনিবাসে উঠলে দেওয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজ়ার

বর্ধমানে মিনি বাসে উঠলেই যাত্রীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে মাস্ক ও স্যানিটাইজ়ার ৷

মিনিবাসে চড়লেই দেওয়া হল মাস্ক ও স্যানিটাইজার
মিনিবাসে চড়লেই দেওয়া হল মাস্ক ও স্যানিটাইজার
author img

By

Published : Jun 6, 2020, 11:12 AM IST

বর্ধমান, 6 জুন: বর্ধমান শহরে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে মিনিবাস পরিষেবা । ভাড়া না বাড়িয়ে শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে বাস চলাচল । বাসে উঠলেই যাত্রীদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার ৷ পরিয়ে দেওয়া হচ্ছে মাস্ক । বাসে যাত্রীদের বসানো হচ্ছে সামাজিক দূরত্ব মেনেই ৷

বর্ধমান টাউন সার্ভিস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের বাস মালিকেরা শুক্রবার থেকেই বর্ধমান শহরে বাস চালানোর সিদ্ধান্ত নেন । পূর্তভবন, নবাবহাট, আলিশা নবাবহাট সহ আরও কিছু রুটে বাস চালানো শুরু করেন তারা । ভাড়া না বাড়িয়ে সকাল থেকেই শুরু হয় বাস চলাচল । বাসে উঠলেই যাত্রীদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার ও মাস্ক । এছাড়া সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের বাসে বসানো হচ্ছে ।

বর্ধমানে মিনিবাসে চড়লেই দেওয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজ়ার
বর্ধমানে মিনিবাসে চড়লেই দেওয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজ়ার

বর্ধমান টাউন সার্ভিস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবলু শর্মা বলেন,"মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বাস পরিষেবা চালু হয়েছে ৷ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রত্যেক সিটে একজন করে যাত্রী বসানো হচ্ছে । যাত্রীদের দেওয়া হচ্ছে মাস্ক ও স্যানিটাইজ়ার । বাস চালাতে গিয়ে ক্ষতির মুখে পড়তে হবে জেনেও কর্মচারীদের কথা ভেবেই বাস চালাতে বাধ্য হচ্ছি । নতুন করে বাস ভাড়া বাড়ানো হয়নি ৷"

বর্ধমান, 6 জুন: বর্ধমান শহরে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে মিনিবাস পরিষেবা । ভাড়া না বাড়িয়ে শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে বাস চলাচল । বাসে উঠলেই যাত্রীদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার ৷ পরিয়ে দেওয়া হচ্ছে মাস্ক । বাসে যাত্রীদের বসানো হচ্ছে সামাজিক দূরত্ব মেনেই ৷

বর্ধমান টাউন সার্ভিস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের বাস মালিকেরা শুক্রবার থেকেই বর্ধমান শহরে বাস চালানোর সিদ্ধান্ত নেন । পূর্তভবন, নবাবহাট, আলিশা নবাবহাট সহ আরও কিছু রুটে বাস চালানো শুরু করেন তারা । ভাড়া না বাড়িয়ে সকাল থেকেই শুরু হয় বাস চলাচল । বাসে উঠলেই যাত্রীদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার ও মাস্ক । এছাড়া সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের বাসে বসানো হচ্ছে ।

বর্ধমানে মিনিবাসে চড়লেই দেওয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজ়ার
বর্ধমানে মিনিবাসে চড়লেই দেওয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজ়ার

বর্ধমান টাউন সার্ভিস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবলু শর্মা বলেন,"মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বাস পরিষেবা চালু হয়েছে ৷ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রত্যেক সিটে একজন করে যাত্রী বসানো হচ্ছে । যাত্রীদের দেওয়া হচ্ছে মাস্ক ও স্যানিটাইজ়ার । বাস চালাতে গিয়ে ক্ষতির মুখে পড়তে হবে জেনেও কর্মচারীদের কথা ভেবেই বাস চালাতে বাধ্য হচ্ছি । নতুন করে বাস ভাড়া বাড়ানো হয়নি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.