ETV Bharat / state

Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল যাত্রীবাহী বাস, আহত 20

বর্ধমানে মর্মান্তিক বাস দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রীবাহী বাস ৷ বাসের মধ্যে প্রায় 60 জন যাত্রী ছিলেন ৷ সকলেই আহত হয়েছে কম-বেশি ৷ তবে মৃত্যুর খবর মেলেনি ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 29, 2023, 3:22 PM IST

বর্ধমান, 29 জুন : নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল যাত্রীবাহী বাস ৷ ঘটনায় আহত হয়েছে 20 জন যাত্রী ৷ বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের দেওয়ানদিঘি থানার বারুইপুরে ৷ কৃষ্ণনগর থেকে বর্ধমান ফেরার পথে একটি টোটো ও মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হলেও, প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশ যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কৃষ্ণনগর থেকে কুসুমগ্রাম হয়ে একটি যাত্রীবাহী বাস বর্ধমানে ফিরছিল। হঠাৎই বর্ধমানের দেওয়ানদিঘি থানার রাইপুর এলাকায় রাস্তার উপরে একটা টোটো ও মোটর সাইকেল চলে আসে । বাসটি তাদের বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উলটে যায় । বাসের 50-60 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রাই উদ্ধারকার্যে হাত লাগায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দেওয়ানদিঘি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়েও দেওয়া হয়।

দুর্ঘটনার কারণ জানতে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছে পুলিশ ৷ জানা গিয়েছে, বৃষ্টির কারণে বাসটির গতি খুব বেশি ছিল না ৷ তবে যাত্রীবোঝাই ছিল ৷ বাসটি ঠিকই যাচ্ছিল ৷ হঠাৎই একটা গরু বাসের সামনে চলে আসে ৷ প্রাণীটিকে পাশ কাটাতে গেলে একটা টোটো ও মোটর বাইক বাসের সামনে চলে আসে ৷ তাদেরকে বাঁচাতে গিয়েই নয়ানজুলিতে উলটে বিপদের কবলে পড়ে বাসটি ৷

আরও পড়ুন: টালিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর আটটি গাড়িকে ধাক্কা বাসের, আহত কয়েকজন

এ প্রসঙ্গেই বাসের মধ্যে থাকা বর্ধমানের রথতলা এলাকার বাসিন্দা বাসন্তী দে বলেন, "কৃষ্ণনগর থেকে বর্ধমান ফিরছিলাম । রাইগ্রামের কাছে একটা টোটো ও গরুকে বাঁচাতে গিয়ে বাসটি উলটে যায়।" ওই বাসের মধ্যে থাকা আর এক যাত্রী তনুশ্রী ভট্টাচার্য ভান্ডারডিহি থেকে বর্ধমানে ফিরছিলেন। তিনি জানান, একটি টোটো সামনে চলে আসায় বাসটা সেই টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি উলটে যায়। বাসে থাকা যাত্রীদের সকলেরই কম বেশী আঘাত লাগে ।

বর্ধমান, 29 জুন : নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল যাত্রীবাহী বাস ৷ ঘটনায় আহত হয়েছে 20 জন যাত্রী ৷ বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের দেওয়ানদিঘি থানার বারুইপুরে ৷ কৃষ্ণনগর থেকে বর্ধমান ফেরার পথে একটি টোটো ও মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হলেও, প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশ যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কৃষ্ণনগর থেকে কুসুমগ্রাম হয়ে একটি যাত্রীবাহী বাস বর্ধমানে ফিরছিল। হঠাৎই বর্ধমানের দেওয়ানদিঘি থানার রাইপুর এলাকায় রাস্তার উপরে একটা টোটো ও মোটর সাইকেল চলে আসে । বাসটি তাদের বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উলটে যায় । বাসের 50-60 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রাই উদ্ধারকার্যে হাত লাগায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দেওয়ানদিঘি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়েও দেওয়া হয়।

দুর্ঘটনার কারণ জানতে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছে পুলিশ ৷ জানা গিয়েছে, বৃষ্টির কারণে বাসটির গতি খুব বেশি ছিল না ৷ তবে যাত্রীবোঝাই ছিল ৷ বাসটি ঠিকই যাচ্ছিল ৷ হঠাৎই একটা গরু বাসের সামনে চলে আসে ৷ প্রাণীটিকে পাশ কাটাতে গেলে একটা টোটো ও মোটর বাইক বাসের সামনে চলে আসে ৷ তাদেরকে বাঁচাতে গিয়েই নয়ানজুলিতে উলটে বিপদের কবলে পড়ে বাসটি ৷

আরও পড়ুন: টালিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর আটটি গাড়িকে ধাক্কা বাসের, আহত কয়েকজন

এ প্রসঙ্গেই বাসের মধ্যে থাকা বর্ধমানের রথতলা এলাকার বাসিন্দা বাসন্তী দে বলেন, "কৃষ্ণনগর থেকে বর্ধমান ফিরছিলাম । রাইগ্রামের কাছে একটা টোটো ও গরুকে বাঁচাতে গিয়ে বাসটি উলটে যায়।" ওই বাসের মধ্যে থাকা আর এক যাত্রী তনুশ্রী ভট্টাচার্য ভান্ডারডিহি থেকে বর্ধমানে ফিরছিলেন। তিনি জানান, একটি টোটো সামনে চলে আসায় বাসটা সেই টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি উলটে যায়। বাসে থাকা যাত্রীদের সকলেরই কম বেশী আঘাত লাগে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.