মঙ্গলকোট (পূর্ব বর্ধমান), 16 নভেম্বর: ‘‘আপনাদের মনে রাখতে হবে প্রত্যেকবার আমরা এই পঞ্চায়েতকে দখল করেছিলাম ৷ এইবারও সেই পঞ্চায়েতকে দখল করব ।’’ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বিধায়ক তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অপূর্ব চৌধুরীর এই ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক । পাশাপাশি দলের দুর্নীতি কিংবা কুকাজ নিয়েও সাংবাদিকদের সামনে মুখ খুলতে নিষেধ করেছেন, যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে অস্বস্তি ।
মঙ্গলকোট (Mangolkot) বিধানসভা বোলপুর (Bolpur) লোকসভা কেন্দ্রের অন্তর্গত । গত পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) মঙ্গলকোট বিধানসভার পঞ্চায়েতগুলি থেকে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় । গত সোমবার মঙ্গলকোটের কুলসোনা গ্রামে তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সভা ছিল । সেই সভা থেকে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর একটা ভিডিয়ো ছড়িয়ে পড়ে । ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
তবে ওই ভিডিয়োতে বিধায়ককে বলতে শোনা যায়, ‘‘আপনারা দলটাকে ভালোবাসুন । আপনাদের মনে রাখতে হবে আমরা এই পঞ্চায়েতকে প্রত্যেকবার যেমন দখল করেছিলাম ৷ এইবারও সেই পঞ্চায়েতকে দখল করব । কে কী বলল, কে কী করল, আমার দেখার দরকার নেই ।’’
একই সঙ্গে তিনি বলেন, ‘‘একটা গ্রামে একজনই প্রার্থী হবে । আর আপনারা যাঁদের যোগ্য মনে করবেন, সেই ব্যক্তিই প্রার্থী হবে । কেউ যদি বলে আমার এই নেতা ধরা আছে, একে আমি প্রার্থী করে আনব, সেই দিকে কান দেবেন না । আর একে অপরকে কাদা ছুঁড়বেন না । কারণ, এটা করলে সাংবাদিকদের লাভ হবে । সেটা করলে সিপিএম, বিজেপির লাভ হবে ৷ এতে তৃণমূলের লাভ হবে না ।’’
তিনি আরও বলেন, ‘‘তৃণমূল নেতৃত্ব বারবার করে বলে দিয়েছে, যদি কোনও দুর্নীতি কিংবা কুকাজ হয়, আপনারা আমাদের জানান কিংবা বিডিও, এসডিও অথবা জেলা সভাপতিকে জানিয়ে দেখুন তার প্রতিকার হয় কি না ! কিন্তু দয়া করে আপনাদের অনুরোধ করছি কোনও সাংবাদিকদের কাছে কোনও মুখ খুলবেন না ।’’
এরপরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক । বিজেপির (BJP) অভিযোগ, বিধায়ক গতবারের মতো ভোট করতে চেয়েছেন । গত পঞ্চায়েত ভোটে তারা সন্ত্রাস করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত দখল করেছিল । এবার তাদের ভয় বিজেপিকে । তাই যাতে বিজেপি প্রার্থী দিতে না পারে, মানুষ ভোট দিতে না পারে, সেই বার্তাই এখন থেকে দিতে শুরু করেছেন । পাশাপাশি বিজেপির দাবি, শাসক দলে যে দুর্নীতি আছে সেকথা বিধায়ক স্বীকার করে নিয়েছে ।
অন্যদিকে বিধায়কের দুর্নীতি ব্যাখ্যা প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে । শাসক দলের নেতৃত্বের মতে, দলে কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে ৷ কিন্তু দুর্নীতি নেই । ফলে এই ধরনের মন্তব্য বুঝেই করা উচিত । দলের কাছে এতে ভুল বার্তা যাবে । অন্যদিকে বিজেপির দাবি, দুর্নীতি যে তৃণমূল কংগ্রেসের রন্ধ্রে রন্ধ্রে আছে, সেটা বিধায়কের কথাতেই পরিষ্কার । এবার সুযোগ পেলে মানুষ এর উত্তর দেবে ।
আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজিতে কবজি উড়ল কর্মীর ! নেতা বললেন, 'ছোট্ট ঘটনা'