পূর্ব বর্ধমান,12 জানুয়ারি : মায়ের কোল থেকে দুধের শিশুকে কেড়ে ছুড়ে মারল এক যুবক ৷ সঙ্গে ওই মহিলার শ্বশুরের মাথায় বঁটির কোপ মারার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা রামকৃষ্ণ পল্লিতে ৷ ঘটনায় মোট ছ’জন আহত হয়েছেন ৷
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরনো সম্পর্কের জেরে ওই গৃহবধূর সঙ্গে যুবকের তর্কাতর্কি শুরু হয় ৷ সেই তর্কাতর্কির সময়ই মহিলার কোল থেকে তাঁর সন্তানকে কেড়ে মাটিতে ছুড়ে মারে অভিযুক্ত ৷ প্রতিবাদ জানালে, ওই মহিলার শ্বশুরের মাথায় বঁটি দিয়ে কোপ মারে সে ৷ যারপরেই দু’পক্ষের মধ্য়ে মারামারি শুরু হয় ৷ ঘটনায় দু’তরফের 6 জন আহত হয়েছেন ৷ আহতদের কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
আরও পড়ুন : গ্রেপ্তার বাইক চুরির দুই পান্ডা, উদ্ধার মোটর বাইক
অন্য়দিকে, অভিযুক্ত যুবকের পরিবারের তরফে পালটা মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে ৷