ETV Bharat / state

Man Killed in Katwa : অসামাজিক কাজের প্রতিবাদ করায় ব্যক্তিকে পিটিয়ে খুন - Man killed in Katwa for protest against illegal works

অভিযোগ, লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে মিহির পণ্ডিত নামে ওই ব্যক্তিকে (Man Killed in Katwa) ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Katwa murder case
অসামাজিক কাজের প্রতিবাদ করায় ব্যক্তিকে পিটিয়ে খুন কাটোয়াতে
author img

By

Published : Mar 25, 2022, 7:26 AM IST

কাটোয়া, 25 মার্চ : অসামাজিক কাজের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে (Man killed in Katwa for protesting anti social works) । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর এলাকায় ৷ মৃত ব্যক্তির নাম মিহির পণ্ডিত (45) । তাঁর বাড়ি কাটোয়া 1 নম্বর ব্লকের নলহাটি গ্রামে । নিহতের পরিবারের অভিযোগ, এই খুনের ঘটনায় টুম্পা পণ্ডিত নামে এক মহিলা যুক্ত আছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টুম্পা পণ্ডিত নামে ওই মহিলা তাঁর বাড়িতে অসামাজিক কাজকর্ম করেন । তাঁর বাড়িতে দিনে-দুপুরে অন্য জায়গা থেকে পুরুষদের আসা-যাওয়া ছিল বলে অভিযোগ উঠেছে । এই ঘটনার প্রতিবাদ করেন মিহির পণ্ডিত, শিবু পণ্ডিত -সহ স্থানীয় বেশ কয়েকজন । এই থেকেই নিয়ে গন্ডগোলর সূত্রপাত ৷ বৃহস্পতিবার গভীর রাতে পাশের গ্রামের দোলের মেলা থেকে বাড়ি ফেরার সময় মিহির পণ্ডিতের উপর হামলা হয়৷ ঘটনায় নাম জড়িয়েছে প্রশান্ত মহলদার, সোমনাথ মাঝি-সহ বেশকয়েকজন দুষ্কৃতীর ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে সন্ধ্যায় বগটুই গ্রামে ডিজি, ঘটনাস্থল খতিয়ে দেখলেন

অভিযোগ, প্রাণ ভয়ে মিহির পণ্ডিত একটি একটা চানাচুর কারখানায় আশ্রয় নিতে গেলে সেখানে দুষ্কৃতীরা ঢুকে পড়ে । তাঁকে মাটিতে ফেলে লাঠি রড দিয়ে পিটিয়ে খুন করা হয় । এরপর সেখানেই তাঁর দেহ ফেলে রেখে পালিয়ে যায় আততায়ীরা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিহিরবাবুর দেহ উদ্ধার করে । মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কাটোয়া থানার পুলিশ টুকি পণ্ডিত, প্রশান্ত মহলদার ও সোমনাথ মাঝি নামে তিন জনকে আটক করেছে । বিভিন্ন সিসিটিভি ফুটেজ জোগাড় করে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ । মিহির পণ্ডিতের বোন পম্পা পণ্ডিত বলেন, "টুকি পণ্ডিত নামে এক মহিলা ছেলেদের সঙ্গে নোংরা কাজ করত । আমার দাদা প্রতিবাদ করেছিল । রাতে দাদা যখন গান শুনে বাড়ি ফিরছিল সেই সময় তাঁকে একা পেয়ে পিটিয়ে খুন করা হয় । আমরা দোষীদের ফাঁসি চাই ।"

কাটোয়া, 25 মার্চ : অসামাজিক কাজের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে (Man killed in Katwa for protesting anti social works) । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর এলাকায় ৷ মৃত ব্যক্তির নাম মিহির পণ্ডিত (45) । তাঁর বাড়ি কাটোয়া 1 নম্বর ব্লকের নলহাটি গ্রামে । নিহতের পরিবারের অভিযোগ, এই খুনের ঘটনায় টুম্পা পণ্ডিত নামে এক মহিলা যুক্ত আছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টুম্পা পণ্ডিত নামে ওই মহিলা তাঁর বাড়িতে অসামাজিক কাজকর্ম করেন । তাঁর বাড়িতে দিনে-দুপুরে অন্য জায়গা থেকে পুরুষদের আসা-যাওয়া ছিল বলে অভিযোগ উঠেছে । এই ঘটনার প্রতিবাদ করেন মিহির পণ্ডিত, শিবু পণ্ডিত -সহ স্থানীয় বেশ কয়েকজন । এই থেকেই নিয়ে গন্ডগোলর সূত্রপাত ৷ বৃহস্পতিবার গভীর রাতে পাশের গ্রামের দোলের মেলা থেকে বাড়ি ফেরার সময় মিহির পণ্ডিতের উপর হামলা হয়৷ ঘটনায় নাম জড়িয়েছে প্রশান্ত মহলদার, সোমনাথ মাঝি-সহ বেশকয়েকজন দুষ্কৃতীর ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে সন্ধ্যায় বগটুই গ্রামে ডিজি, ঘটনাস্থল খতিয়ে দেখলেন

অভিযোগ, প্রাণ ভয়ে মিহির পণ্ডিত একটি একটা চানাচুর কারখানায় আশ্রয় নিতে গেলে সেখানে দুষ্কৃতীরা ঢুকে পড়ে । তাঁকে মাটিতে ফেলে লাঠি রড দিয়ে পিটিয়ে খুন করা হয় । এরপর সেখানেই তাঁর দেহ ফেলে রেখে পালিয়ে যায় আততায়ীরা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিহিরবাবুর দেহ উদ্ধার করে । মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কাটোয়া থানার পুলিশ টুকি পণ্ডিত, প্রশান্ত মহলদার ও সোমনাথ মাঝি নামে তিন জনকে আটক করেছে । বিভিন্ন সিসিটিভি ফুটেজ জোগাড় করে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ । মিহির পণ্ডিতের বোন পম্পা পণ্ডিত বলেন, "টুকি পণ্ডিত নামে এক মহিলা ছেলেদের সঙ্গে নোংরা কাজ করত । আমার দাদা প্রতিবাদ করেছিল । রাতে দাদা যখন গান শুনে বাড়ি ফিরছিল সেই সময় তাঁকে একা পেয়ে পিটিয়ে খুন করা হয় । আমরা দোষীদের ফাঁসি চাই ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.