ETV Bharat / state

Murder in Purba Bardhaman : বর্ধমানের বৈকুণ্ঠপুরে মহিলা খুনে গ্রেফতার প্রেমিক

বৈকুণ্ঠপুরে মহিলার গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় (Murder in Purba Bardhaman) এক যুবককে গ্রেফতার করল শক্তিগড় থানার পুলিশ ৷ তাকে জেরা করতেই সামনে এল গোটা ঘটনা ৷

Murder in Purba Bardhaman
বৈকুণ্ঠপুরে দেহ উদ্ধার
author img

By

Published : Dec 16, 2021, 10:34 PM IST

শক্তিগড়, 16 ডিসেম্বর : পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় প্রীতম সামন্ত নামে এক যুবককে গ্রেফতার করল শক্তিগড় থানার পুলিশ ৷ ধৃতকে জেরা করেই খুনের (Murder in Purba Bardhaman) ঘটনা সম্পর্কে জানতে পারে পুলিশ ৷

প্রসঙ্গত, রবিবার বিকেলে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন মৌমিতা দে (37) । ওইদিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি বলে পরিবার সূত্রে জানা যায় । এরপর সোমবার বর্ধমান-কালনা রোডে একটা পরিত্যক্ত ইটভাটায় মৌমিতার গলাকাটা দেহ উদ্ধার করে শক্তিগড় থানার পুলিশ ।

বছর পাঁচেক আগে আত্মঘাতী হন মৌমিতার স্বামী । তাঁদের দুটি সন্তান আছে । স্বামী মারা যাওয়ার পরে মৌমিতা বাপের বাড়িতেই থাকতে শুরু করেন ৷ সেখানেই একটা বেসরকারি সংস্থার গেস্ট হাউসে রান্নার কাজ করতেন ৷ গত রবিবার মায়ের মৃত্যুবার্ষিকী থাকায় গেস্ট হাউস থেকে কাজের ছুটি নেন মৌমিতা ৷ তারপরও কাজে যাচ্ছি বলে বেরিয়ে যান মৌমিতা । এরপর রাত ন'টা বেজে গেলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন ফোন করতে থাকেন । মোবাইলে রিং হয়ে গেলেও ফোন তোলেননি মৌমিতা ৷ এদিকে রাত বারোটার পরে ফোন করতেই দেখা যায় মৌমিতার মোবাইল সুইচড অফ ।
সোমবার স্থানীয়দের কাছ থেকে মৌমিতার বাবা জানতে পারেন কিছুটা দূরে একটা পরিত্যক্ত ইটভাটায় একটা মহিলার দেহ পড়ে আছে । এরপর তিনি গিয়ে মেয়ের দেহ সনাক্ত করেন ।

আরও পড়ুন : Murder in Purba Bardhaman : পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

এরপর ঘটনার তদন্তে নেমে প্রীতম নামে এক যুবকের সঙ্গে মৌমিতার সম্পর্কের কথা জানতে পারে শক্তিগড় থানার পুলিশ ৷ প্রীতমের বাড়ি ভাতারের এরুয়ার গ্রামে । সে একটা গাড়ির শো-রুমে কাজ করে । এরপরেই প্রীতমকে গ্রেফতার করে গোটা ঘটনা জানতে পারে পুলিশ ।

প্রীতম জানায়, মৌমিতা তার চেয়ে বছর দশেকের বড় । বেশ কিছুদিন ধরেই মৌমিতা তাকে বিয়ের জন্য চাপ দেওয়ার পাশাপাশি তার কাছ থেকে টাকা নিচ্ছিল । যা নিয়ে দুজনের মধ্যে একটা অশান্তি চলছিল । এরপরেই তাকে খুনের করার পরিকল্পনা করে সে । রবিবার মৌমিতাকে ডেকে পাঠায় । তাতেই মৌমিতা ছুটি নিয়েও কাজে যাওয়ার নাম করে প্রীতমের বাইকে চেপে ঘুরতে বেরোয় । দুজন মিলে বর্ধমানে ঘোরার পরে ওই পরিত্যক্ত ইটভাটায় যায় । সেখানে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে মৌমিতার গলায় ছুরি মেরে তাকে খুন করে প্রীতম ।

আরও পড়ুন : Unnatural Death in Khirpai : সৎকারের সময় গলায় দড়ির দাগ দেখে স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

শক্তিগড়, 16 ডিসেম্বর : পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় প্রীতম সামন্ত নামে এক যুবককে গ্রেফতার করল শক্তিগড় থানার পুলিশ ৷ ধৃতকে জেরা করেই খুনের (Murder in Purba Bardhaman) ঘটনা সম্পর্কে জানতে পারে পুলিশ ৷

প্রসঙ্গত, রবিবার বিকেলে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন মৌমিতা দে (37) । ওইদিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি বলে পরিবার সূত্রে জানা যায় । এরপর সোমবার বর্ধমান-কালনা রোডে একটা পরিত্যক্ত ইটভাটায় মৌমিতার গলাকাটা দেহ উদ্ধার করে শক্তিগড় থানার পুলিশ ।

বছর পাঁচেক আগে আত্মঘাতী হন মৌমিতার স্বামী । তাঁদের দুটি সন্তান আছে । স্বামী মারা যাওয়ার পরে মৌমিতা বাপের বাড়িতেই থাকতে শুরু করেন ৷ সেখানেই একটা বেসরকারি সংস্থার গেস্ট হাউসে রান্নার কাজ করতেন ৷ গত রবিবার মায়ের মৃত্যুবার্ষিকী থাকায় গেস্ট হাউস থেকে কাজের ছুটি নেন মৌমিতা ৷ তারপরও কাজে যাচ্ছি বলে বেরিয়ে যান মৌমিতা । এরপর রাত ন'টা বেজে গেলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন ফোন করতে থাকেন । মোবাইলে রিং হয়ে গেলেও ফোন তোলেননি মৌমিতা ৷ এদিকে রাত বারোটার পরে ফোন করতেই দেখা যায় মৌমিতার মোবাইল সুইচড অফ ।
সোমবার স্থানীয়দের কাছ থেকে মৌমিতার বাবা জানতে পারেন কিছুটা দূরে একটা পরিত্যক্ত ইটভাটায় একটা মহিলার দেহ পড়ে আছে । এরপর তিনি গিয়ে মেয়ের দেহ সনাক্ত করেন ।

আরও পড়ুন : Murder in Purba Bardhaman : পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

এরপর ঘটনার তদন্তে নেমে প্রীতম নামে এক যুবকের সঙ্গে মৌমিতার সম্পর্কের কথা জানতে পারে শক্তিগড় থানার পুলিশ ৷ প্রীতমের বাড়ি ভাতারের এরুয়ার গ্রামে । সে একটা গাড়ির শো-রুমে কাজ করে । এরপরেই প্রীতমকে গ্রেফতার করে গোটা ঘটনা জানতে পারে পুলিশ ।

প্রীতম জানায়, মৌমিতা তার চেয়ে বছর দশেকের বড় । বেশ কিছুদিন ধরেই মৌমিতা তাকে বিয়ের জন্য চাপ দেওয়ার পাশাপাশি তার কাছ থেকে টাকা নিচ্ছিল । যা নিয়ে দুজনের মধ্যে একটা অশান্তি চলছিল । এরপরেই তাকে খুনের করার পরিকল্পনা করে সে । রবিবার মৌমিতাকে ডেকে পাঠায় । তাতেই মৌমিতা ছুটি নিয়েও কাজে যাওয়ার নাম করে প্রীতমের বাইকে চেপে ঘুরতে বেরোয় । দুজন মিলে বর্ধমানে ঘোরার পরে ওই পরিত্যক্ত ইটভাটায় যায় । সেখানে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে মৌমিতার গলায় ছুরি মেরে তাকে খুন করে প্রীতম ।

আরও পড়ুন : Unnatural Death in Khirpai : সৎকারের সময় গলায় দড়ির দাগ দেখে স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.