ETV Bharat / state

Burdwan Municipality Administrator : বর্ধমান পৌরসভার নতুন প্রশাসক মমতাজ সংঘমিতা - mamtaz sanghamita appointed as administrator of burdwan municipality

নতুন প্রশাসক পেল বর্ধমান পৌরসভা (Burdwan Municipality administrator) ৷ বর্ধমানের মেয়ে তথা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিতা নতুন প্রশাসক হলেন ৷

Burdwan Municipality Chairman
মমতাজ সংঘমিতা
author img

By

Published : Dec 14, 2021, 9:00 PM IST

বর্ধমান, 14 ডিসেম্বর : বর্ধমান পৌরসভায় নয়া প্রশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিতা (Mamtaz Sanghamita) ৷ এর পাশাপাশি এখন তিনি রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন । মঙ্গলবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বর্ধমান পৌরসভার নতুন প্রশাসক (Burdwan Municipality administrator) হিসেবে মমতাজ সংঘমিতার নাম ঘোষণা করা হয়েছে ।

গত সপ্তাহে একটা বেসরকারি অর্থলগ্নি সংস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগে বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই । সিবিআই সূত্রে খবর, প্রণব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 90 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে । প্রথমে তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হলে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত । এরপর সোমবার ফের আদালতে তোলা হলে তাঁর 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত । এরপরেই পৌরসভায় নতুন প্রশাসককে হবেন তা নিয়ে শুরু হয় জল্পনা ।

জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রশাসক হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ায় খুশি প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিতা । তিনি বলেন, "বর্ধমান আমার প্রাণ । আমি বর্ধমানের মেয়ে । আমার পরিবার-রাজনীতি-কালচার সবই বর্ধমানকে ঘিরে । এরপরে আমি আরও গভীরভাবে বর্ধমানের মানুষের সঙ্গে মিশতে পারব, কাজ করতে পারব । আমাকে গুরুভার দেওয়া হয়েছে । আমি জানি আমি সেই দায়িত্ব সামলাতে পারব ।"

বর্ধমান, 14 ডিসেম্বর : বর্ধমান পৌরসভায় নয়া প্রশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিতা (Mamtaz Sanghamita) ৷ এর পাশাপাশি এখন তিনি রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন । মঙ্গলবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বর্ধমান পৌরসভার নতুন প্রশাসক (Burdwan Municipality administrator) হিসেবে মমতাজ সংঘমিতার নাম ঘোষণা করা হয়েছে ।

গত সপ্তাহে একটা বেসরকারি অর্থলগ্নি সংস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগে বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই । সিবিআই সূত্রে খবর, প্রণব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 90 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে । প্রথমে তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হলে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত । এরপর সোমবার ফের আদালতে তোলা হলে তাঁর 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত । এরপরেই পৌরসভায় নতুন প্রশাসককে হবেন তা নিয়ে শুরু হয় জল্পনা ।

জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রশাসক হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ায় খুশি প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিতা । তিনি বলেন, "বর্ধমান আমার প্রাণ । আমি বর্ধমানের মেয়ে । আমার পরিবার-রাজনীতি-কালচার সবই বর্ধমানকে ঘিরে । এরপরে আমি আরও গভীরভাবে বর্ধমানের মানুষের সঙ্গে মিশতে পারব, কাজ করতে পারব । আমাকে গুরুভার দেওয়া হয়েছে । আমি জানি আমি সেই দায়িত্ব সামলাতে পারব ।"

আরও পড়ুন : Murder in Purba Bardhaman : পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.