ETV Bharat / state

Mamata on Job Creation: আইন মেনেই চাকরি হবে বাংলায়, বর্ধমানে জানালেন মুখ্যমন্ত্রী - বিজেপি

নিয়োগ দুর্নীতি নিয়ে প্রায় এক বছর ধরে সরগরম বাংলা ৷ এই নিয়ে একের পর এক মামলা হয়েছে আদালতে ৷ কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, নিয়োগ বানচাল করতে বিরোধীরা মামলা করে আদালতে ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই রাজ্যে আইন মেনেই চাকরি হবে (Mamata Banerjee on Job Creation) ৷

Mamata on job Job Creation
Mamata on job Job Creation
author img

By

Published : Feb 2, 2023, 3:48 PM IST

Updated : Feb 2, 2023, 5:12 PM IST

বর্ধমান (পূর্ব বর্ধমান), 2 ফেব্রুয়ারি: বাংলায় তাঁর সরকারের আমলে নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) নিয়ে সমস্ত অভিযোগ কার্যত খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ আর এই নিয়ে যা হইচই হচ্ছে, তার পুরো দায়ই তিনি চাপিয়েছেন এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির উপর ৷ তাঁর অভিযোগ, নিজেরা চাকরি দেবে না ৷ আমরা চাকরি দিলে আদালতে গিয়ে বলছে, অনিয়ম হচ্ছে বন্ধ করে দাও ৷’’

বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে সরকারি কর্মসূচি প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন প্রসঙ্গে কথা বলার সময় নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ কৌশলে তোলেন মুখ্যমন্ত্রী ৷ আর চাকরি নিয়ে আদালতে মামলা করার দায় চাপিয়ে দেন বিরোধীদের উপর ৷ তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘‘আদালতকে শ্রদ্ধা করি ৷’’ ফলে এই নিয়ে আদালতের উপর যে ভরসা তাঁর আছে, তাও এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী ৷

বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘‘আসলে বাংলার মানুষকে চাকরি করতে দিতে চায় না ৷’’ কিন্তু বিরোধীদের সেই চেষ্টা তিনি রুখে দেবেন বলে কার্যত এদিন বর্ধমানের মাটি থেকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বলেছেন, ‘‘চাকরি হবেই ৷ আইন মেনেই হবে ৷’’

আরও পড়ুন: কথার কারসাজিতে আয়কর ছাড় নিয়ে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে কেন্দ্র, অভিযোগ মমতার

চাকরির প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে ৷ বুধবার লোকসভায় কেন্দ্রের তরফে আগামী অর্থবর্ষের জন্য যে বাজেট পেশ করা হয়েছে, তা নিয়েই কটাক্ষ করেন তিনি ৷ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার একটা বাজেট করেছে গতকাল ৷ আমি দেখেছি ৷ বেকারদের জন্য একটি কথাও বলেনি ৷ ভোট এলেই বলে 2 কোটি চাকরি দেবে ৷’’ তার পর বাংলার যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেন, ‘‘চাকরির জন্য বাইরে যাবেন না ৷ খুব শীঘ্রই দেউচা পাচামি হবে ৷ হয়ে গেলে কয়েক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে ৷ 72 হাজার কোটি বিনিয়োগ হয়ে গিয়েছে ৷’’

তাঁর আরও দাবি, ‘‘বাংলায় আমরা লড়ে যাব ৷ বাংলায় গরিব মানুষ একমুঠো না খেতে পেলে আমি খাই না ৷’’ তার পর বিজেপিকে (BJP) নিশানা করে তিনি বলেন, ‘‘লড়তে পারলে লড়ো, না হলে সরে পড়ো ৷ চিরকাল মানুষকে বোকা বানানো যায় না ৷’’

আরও পড়ুন: শেয়ার বাজারে ধসের জেরে কেন্দ্রের সরকার পতনের মুখে পড়েছিল, দাবি মমতার

বর্ধমান (পূর্ব বর্ধমান), 2 ফেব্রুয়ারি: বাংলায় তাঁর সরকারের আমলে নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) নিয়ে সমস্ত অভিযোগ কার্যত খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ আর এই নিয়ে যা হইচই হচ্ছে, তার পুরো দায়ই তিনি চাপিয়েছেন এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির উপর ৷ তাঁর অভিযোগ, নিজেরা চাকরি দেবে না ৷ আমরা চাকরি দিলে আদালতে গিয়ে বলছে, অনিয়ম হচ্ছে বন্ধ করে দাও ৷’’

বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে সরকারি কর্মসূচি প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন প্রসঙ্গে কথা বলার সময় নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ কৌশলে তোলেন মুখ্যমন্ত্রী ৷ আর চাকরি নিয়ে আদালতে মামলা করার দায় চাপিয়ে দেন বিরোধীদের উপর ৷ তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘‘আদালতকে শ্রদ্ধা করি ৷’’ ফলে এই নিয়ে আদালতের উপর যে ভরসা তাঁর আছে, তাও এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী ৷

বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘‘আসলে বাংলার মানুষকে চাকরি করতে দিতে চায় না ৷’’ কিন্তু বিরোধীদের সেই চেষ্টা তিনি রুখে দেবেন বলে কার্যত এদিন বর্ধমানের মাটি থেকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বলেছেন, ‘‘চাকরি হবেই ৷ আইন মেনেই হবে ৷’’

আরও পড়ুন: কথার কারসাজিতে আয়কর ছাড় নিয়ে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে কেন্দ্র, অভিযোগ মমতার

চাকরির প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে ৷ বুধবার লোকসভায় কেন্দ্রের তরফে আগামী অর্থবর্ষের জন্য যে বাজেট পেশ করা হয়েছে, তা নিয়েই কটাক্ষ করেন তিনি ৷ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার একটা বাজেট করেছে গতকাল ৷ আমি দেখেছি ৷ বেকারদের জন্য একটি কথাও বলেনি ৷ ভোট এলেই বলে 2 কোটি চাকরি দেবে ৷’’ তার পর বাংলার যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেন, ‘‘চাকরির জন্য বাইরে যাবেন না ৷ খুব শীঘ্রই দেউচা পাচামি হবে ৷ হয়ে গেলে কয়েক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে ৷ 72 হাজার কোটি বিনিয়োগ হয়ে গিয়েছে ৷’’

তাঁর আরও দাবি, ‘‘বাংলায় আমরা লড়ে যাব ৷ বাংলায় গরিব মানুষ একমুঠো না খেতে পেলে আমি খাই না ৷’’ তার পর বিজেপিকে (BJP) নিশানা করে তিনি বলেন, ‘‘লড়তে পারলে লড়ো, না হলে সরে পড়ো ৷ চিরকাল মানুষকে বোকা বানানো যায় না ৷’’

আরও পড়ুন: শেয়ার বাজারে ধসের জেরে কেন্দ্রের সরকার পতনের মুখে পড়েছিল, দাবি মমতার

Last Updated : Feb 2, 2023, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.