ETV Bharat / state

Mamata Banerjee : বর্ধমানে মাটি তীর্থ করে দিয়েছিলাম 1913 সালে, মুখ্যমন্ত্রীর ভাষণ বিভ্রাট - সিপিএম

গত সোমবার বর্ধমানের গোদার মাঠে কৃষকবন্ধু-সহ অন্যান্য সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠান হয় ৷ সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, বর্ধমানে মাটি তীর্থ করে দিয়েছিলাম 1913 সালে ৷

mamata-banerjee-mixes-up-1913-with-2013-during-speech-in-burdwan
বর্ধমানে মাটি তীর্থ করে দিয়েছিলাম 1913 সালে, মুখ্যমন্ত্রীর ভাষণ বিভ্রাট
author img

By

Published : Jun 29, 2022, 5:38 PM IST

বর্ধমান, 29 জুন : সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণের একটি অংশ গত দু’দিন ধরে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Clip of Mamata Banerjee Speech) ৷ যে অংশে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, "যে মাটিকে কেন্দ্র করে আমি বর্ধমানে মাটি তীর্থ করে দিয়েছিলাম 1913 সালে । 1915 সালে ইউনাইটেড নেশন এই প্রোগ্রামটিকে সারা পৃথিবীতে কায়েম করেছিল ।"

1913 সালে ভারতে ব্রিটিশ শাসন চলছে ৷ তখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মাটি উৎসবের উদ্বোধন করেছিলেন ! তাই এই নিয়ে আসরে নেমেছে বিরোধীরা ৷ সোশ্যাল মিডিয়াতেই মমতাকে ট্রোল করতে শুরু করেছেন বিজেপি (BJP), সিপিএম (CPIM)-সহ বিরোধী নেতা-কর্মীরা ৷ অনেকে আবার এর আগে কবে কোথায় মুখ্যমন্ত্রী এমন বেফাঁস মন্তব্য করেছেন, সেই উদাহরণ টেনেও কটাক্ষ করেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মমতা এই মন্তব্য করেছেন বর্ধমানে ৷ গত সোমবার বর্ধমানের গোদার মাঠে কৃষকবন্ধু-সহ অন্যান্য সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠান হয় ৷ সেখানেই তিনি এই মন্তব্য করে বসেন ৷ সেদিন তিনি বলেন, ‘‘বর্ধমান জেলা আমাদের খাইয়ে পরিয়ে রাখে । আমাদের অন্নদাতা মা । আপনারা যে ফসল উৎপাদন করেন, তা খেয়ে আমরা বেঁচে থাকি, তাই মা মাটি মানুষের কাছে আপনাদের মূল্য অপরিসীম । যে মাটিকে কেন্দ্র করে আমি বর্ধমানে মাটি তীর্থ করে দিয়েছিলাম 1913 সালে আর 1915 সালে ইউনাইটেড নেশন এই প্রোগ্রামটি-কে সারা পৃথিবীতে কায়েম করেছিলেন ।’’

মুখ্যমন্ত্রীর মুখে অনেকেই অবাক হন৷ কারণ, 2013 সালে অবিভক্ত বর্ধমানের (অধুনা পশ্চিম বর্ধমান) পানাগড়ে মাটি উৎসবের সূচনা হয় ৷ তার পর বর্ধমান শহরের কাছে মাটিতীর্থ তৈরি করে মাটি উৎসবের স্থানান্তরিত করা হয় ৷ তাহলে মুখ্যমন্ত্রী কেন 1913 সালের প্রসঙ্গ টানলেন ? এই প্রশ্নের উত্তর খোঁজার মাঝেই চলতে থাকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা ৷ তিনি বলেন, ‘‘এই মাটির সঙ্গে জড়িয়ে আছে আমার প্রিয় ভাই-বোনেরা । তাই তাদের সম্মান দিতে কৃষকদের মঙ্গলসাধনে এই জেলায় আমি মাটি উৎসব করি । আপনাদের কৃষকরত্ন পুরস্কার দিই ।’’

বর্ধমানে মাটি তীর্থ করে দিয়েছিলাম 1913 সালে, মুখ্যমন্ত্রীর ভাষণ বিভ্রাট

এরপরেই তিনি ভুল শুধরে নিয়ে জানান, 2013 সালে মাটি উৎসবের সূচনা করেছিলেন । তখনই ভুল ভাঙে উপস্থিত জনতারও ৷ সকলেই বুঝতে পারেন যে বক্তৃতার মাঝে সাল বিভ্রাট আসলে মুখ্যমন্ত্রীর করা অনিচ্ছাকৃত ভুল ৷

আরও পড়ুন : GTA Election Result 2022: 27 আসনে জিতে জিটিএ-তে বিজিপিএম, শিলিগুড়ির গ্রাম পঞ্চায়েতে সবুজ-ঝড়

বর্ধমান, 29 জুন : সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণের একটি অংশ গত দু’দিন ধরে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Clip of Mamata Banerjee Speech) ৷ যে অংশে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, "যে মাটিকে কেন্দ্র করে আমি বর্ধমানে মাটি তীর্থ করে দিয়েছিলাম 1913 সালে । 1915 সালে ইউনাইটেড নেশন এই প্রোগ্রামটিকে সারা পৃথিবীতে কায়েম করেছিল ।"

1913 সালে ভারতে ব্রিটিশ শাসন চলছে ৷ তখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মাটি উৎসবের উদ্বোধন করেছিলেন ! তাই এই নিয়ে আসরে নেমেছে বিরোধীরা ৷ সোশ্যাল মিডিয়াতেই মমতাকে ট্রোল করতে শুরু করেছেন বিজেপি (BJP), সিপিএম (CPIM)-সহ বিরোধী নেতা-কর্মীরা ৷ অনেকে আবার এর আগে কবে কোথায় মুখ্যমন্ত্রী এমন বেফাঁস মন্তব্য করেছেন, সেই উদাহরণ টেনেও কটাক্ষ করেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মমতা এই মন্তব্য করেছেন বর্ধমানে ৷ গত সোমবার বর্ধমানের গোদার মাঠে কৃষকবন্ধু-সহ অন্যান্য সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠান হয় ৷ সেখানেই তিনি এই মন্তব্য করে বসেন ৷ সেদিন তিনি বলেন, ‘‘বর্ধমান জেলা আমাদের খাইয়ে পরিয়ে রাখে । আমাদের অন্নদাতা মা । আপনারা যে ফসল উৎপাদন করেন, তা খেয়ে আমরা বেঁচে থাকি, তাই মা মাটি মানুষের কাছে আপনাদের মূল্য অপরিসীম । যে মাটিকে কেন্দ্র করে আমি বর্ধমানে মাটি তীর্থ করে দিয়েছিলাম 1913 সালে আর 1915 সালে ইউনাইটেড নেশন এই প্রোগ্রামটি-কে সারা পৃথিবীতে কায়েম করেছিলেন ।’’

মুখ্যমন্ত্রীর মুখে অনেকেই অবাক হন৷ কারণ, 2013 সালে অবিভক্ত বর্ধমানের (অধুনা পশ্চিম বর্ধমান) পানাগড়ে মাটি উৎসবের সূচনা হয় ৷ তার পর বর্ধমান শহরের কাছে মাটিতীর্থ তৈরি করে মাটি উৎসবের স্থানান্তরিত করা হয় ৷ তাহলে মুখ্যমন্ত্রী কেন 1913 সালের প্রসঙ্গ টানলেন ? এই প্রশ্নের উত্তর খোঁজার মাঝেই চলতে থাকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা ৷ তিনি বলেন, ‘‘এই মাটির সঙ্গে জড়িয়ে আছে আমার প্রিয় ভাই-বোনেরা । তাই তাদের সম্মান দিতে কৃষকদের মঙ্গলসাধনে এই জেলায় আমি মাটি উৎসব করি । আপনাদের কৃষকরত্ন পুরস্কার দিই ।’’

বর্ধমানে মাটি তীর্থ করে দিয়েছিলাম 1913 সালে, মুখ্যমন্ত্রীর ভাষণ বিভ্রাট

এরপরেই তিনি ভুল শুধরে নিয়ে জানান, 2013 সালে মাটি উৎসবের সূচনা করেছিলেন । তখনই ভুল ভাঙে উপস্থিত জনতারও ৷ সকলেই বুঝতে পারেন যে বক্তৃতার মাঝে সাল বিভ্রাট আসলে মুখ্যমন্ত্রীর করা অনিচ্ছাকৃত ভুল ৷

আরও পড়ুন : GTA Election Result 2022: 27 আসনে জিতে জিটিএ-তে বিজিপিএম, শিলিগুড়ির গ্রাম পঞ্চায়েতে সবুজ-ঝড়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.