ETV Bharat / state

Madhyamik Rank Holders Advise : পড়াশোনার পাশাপাশি করতে হবে বদমায়েশি, জুনিয়রদের বার্তা মাধ্যমিকের কৃতীদের

পড়াশোনা করলেও বদমায়েশি করতে যেন ভুলে যেও না, ছোট ছোট ছাত্রছাত্রীদের বার্তা মাধ্যমিকের সফল ছাত্রদের (Madhyamik rank holders give advice to junior school students) ৷ 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির, ইউনিট 1-এর ছাত্র অরিত্র পাল । চলতি বছরে মাধ্যমিকে প্রথম হয় বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়ের ছাত্র রৌনক মণ্ডল । দুজনেই বর্ধমান সিএমএস স্কুল(কেজি বিভাগ) এর প্রাক্তন ছাত্র ।

Madhyamik rank holders give advice to school students
Madhyamik Rank Holders Advise
author img

By

Published : Jun 13, 2022, 5:08 PM IST

বর্ধমান, 13 জুন : লেখাপড়া তো অবশ্যই এখন থেকে করতে হবে । কিন্তু বদমায়েশি করতে যেন ভুলে যেও না । তবে সেটাও যেন খুব বেশি না হয় । প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্র ছাত্রীদের এই বার্তা দিলেন 2020 সালের মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী অরিত্র পাল (Madhyamik rank holders give advice to school students)। পাশে দাঁড়িয়ে সেই কথা উপভোগ করলেন চলতি বছর মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী রৌনক মণ্ডল । সাক্ষী থাকলেন রাজ কলেজের প্রিন্সিপাল ড. নিরঞ্জন মণ্ডল, সিএমএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু রায়, সিএমএস কেজি বিভাগের প্রধান শিক্ষক পুলকেশ চৌধুরী প্রমুখ ।

এদিন প্রাক্তন ছাত্রদের সাফল্যে রীতিমতো খুশি শিক্ষক-শিক্ষিকারা । সফল ছাত্রদের সঙ্গে গ্রুপ ছবি তোলা ছাড়াও সেলফি তুলতেও ছাড়েননি কোনও কোনও শিক্ষক শিক্ষিকা । সোমবার বর্ধমান সিএমএস (কেজি বিভাগের) স্কুলের পক্ষ থেকে কৃতীদের হাতে স্মারক এবং উপহার তুলে দেওয়া হয় । 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির, ইউনিট 1-এর ছাত্র অরিত্র পাল । চলতি বছরে মাধ্যমিকে প্রথম হয়েছে বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়ের ছাত্র রৌনক মণ্ডল । দুজনেই বর্ধমান সিএমএস স্কুল(কেজি বিভাগ) এর প্রাক্তন ছাত্র ।

কেজি বিভাগের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তারাও যাতে আগামী দিনে নিজেদের একটা উচ্চতায় নিয়ে যেতে পারে সেইজন্য দুই সফল ছাত্রকেই পরামর্শ দিতে বলা হয় । চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখলকারী ছাত্র রৌনক মণ্ডল বলেন, "সবসময় স্যার-ম্যাডামদের কথা শুনবে । হয়তো পড়াশোনায় সবাই সেরা নাও হতে পারে, কিন্তু সকলেই তো ভাল মানুষ হতে পারে । তবে পড়াশোনা করার সময় অবশ্যই মনে রাখতে হবে সমস্ত টেক্সট বইকে খুঁটিয়ে পড়তে হবে । তবেই সাফল্য আসবে ।"

Madhyamik rank holders give advice to school students
সফল ছাত্রদের সঙ্গে গ্রুপ ছবি তোলে শিক্ষক শিক্ষিকারা

2020 সালের মাধ্যমিকের প্রথম হওয়া ছাত্র অরিত্র পাল বলেন, "আমি ছোটবেলায় খুব শান্ত ছিলাম, এটা মনে করার কোন জায়গা নেই । পড়াশোনায় ভাল হতে হলে যে খুব শান্ত হতে হবে, বদমায়েশি করা চলবে না, তা কিন্তু নয় । আমি কিন্তু খুব বদমায়েশি করতাম, দুরন্ত ছিলাম । আর শুধু পড়াশোনা করলেই চলবে না । খেলাধুলাও করতে হবে । মনে রাখতে হবে পড়াশোনার মত খেলাধুলাকেও যাতে অবহেলা করা না হয় । আর বদমায়েশি তো করতেই হবে । কিন্তু খুব বেশি নয় । যাতে বড় হওয়ার পরে মনে না হয় যে ইস ছোটবেলায় কেন একটুও বদমায়েশি করিনি ।"

আরও পড়ুন : Madhyamik Result 2022 : মাধ্যমিকে যুগ্ম প্রথম, ডাক্তার হতে চায় সিএমএস স্কুলের ছাত্র রৌনক

বর্ধমান সিএমএস (কেজি বিভাগের )প্রধান শিক্ষক পুলকেশ চৌধুরী বলেন, "বর্তমানে ছেলে মেয়েরা যাতে আরো উৎসাহ পায় । তারা যাতে আরও স্কুলের সুনামকে ধরে রাখতে পারে, সেই বার্তা দিতেই এই প্রচেষ্টা ।"

বর্ধমান, 13 জুন : লেখাপড়া তো অবশ্যই এখন থেকে করতে হবে । কিন্তু বদমায়েশি করতে যেন ভুলে যেও না । তবে সেটাও যেন খুব বেশি না হয় । প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্র ছাত্রীদের এই বার্তা দিলেন 2020 সালের মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী অরিত্র পাল (Madhyamik rank holders give advice to school students)। পাশে দাঁড়িয়ে সেই কথা উপভোগ করলেন চলতি বছর মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী রৌনক মণ্ডল । সাক্ষী থাকলেন রাজ কলেজের প্রিন্সিপাল ড. নিরঞ্জন মণ্ডল, সিএমএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু রায়, সিএমএস কেজি বিভাগের প্রধান শিক্ষক পুলকেশ চৌধুরী প্রমুখ ।

এদিন প্রাক্তন ছাত্রদের সাফল্যে রীতিমতো খুশি শিক্ষক-শিক্ষিকারা । সফল ছাত্রদের সঙ্গে গ্রুপ ছবি তোলা ছাড়াও সেলফি তুলতেও ছাড়েননি কোনও কোনও শিক্ষক শিক্ষিকা । সোমবার বর্ধমান সিএমএস (কেজি বিভাগের) স্কুলের পক্ষ থেকে কৃতীদের হাতে স্মারক এবং উপহার তুলে দেওয়া হয় । 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির, ইউনিট 1-এর ছাত্র অরিত্র পাল । চলতি বছরে মাধ্যমিকে প্রথম হয়েছে বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়ের ছাত্র রৌনক মণ্ডল । দুজনেই বর্ধমান সিএমএস স্কুল(কেজি বিভাগ) এর প্রাক্তন ছাত্র ।

কেজি বিভাগের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তারাও যাতে আগামী দিনে নিজেদের একটা উচ্চতায় নিয়ে যেতে পারে সেইজন্য দুই সফল ছাত্রকেই পরামর্শ দিতে বলা হয় । চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখলকারী ছাত্র রৌনক মণ্ডল বলেন, "সবসময় স্যার-ম্যাডামদের কথা শুনবে । হয়তো পড়াশোনায় সবাই সেরা নাও হতে পারে, কিন্তু সকলেই তো ভাল মানুষ হতে পারে । তবে পড়াশোনা করার সময় অবশ্যই মনে রাখতে হবে সমস্ত টেক্সট বইকে খুঁটিয়ে পড়তে হবে । তবেই সাফল্য আসবে ।"

Madhyamik rank holders give advice to school students
সফল ছাত্রদের সঙ্গে গ্রুপ ছবি তোলে শিক্ষক শিক্ষিকারা

2020 সালের মাধ্যমিকের প্রথম হওয়া ছাত্র অরিত্র পাল বলেন, "আমি ছোটবেলায় খুব শান্ত ছিলাম, এটা মনে করার কোন জায়গা নেই । পড়াশোনায় ভাল হতে হলে যে খুব শান্ত হতে হবে, বদমায়েশি করা চলবে না, তা কিন্তু নয় । আমি কিন্তু খুব বদমায়েশি করতাম, দুরন্ত ছিলাম । আর শুধু পড়াশোনা করলেই চলবে না । খেলাধুলাও করতে হবে । মনে রাখতে হবে পড়াশোনার মত খেলাধুলাকেও যাতে অবহেলা করা না হয় । আর বদমায়েশি তো করতেই হবে । কিন্তু খুব বেশি নয় । যাতে বড় হওয়ার পরে মনে না হয় যে ইস ছোটবেলায় কেন একটুও বদমায়েশি করিনি ।"

আরও পড়ুন : Madhyamik Result 2022 : মাধ্যমিকে যুগ্ম প্রথম, ডাক্তার হতে চায় সিএমএস স্কুলের ছাত্র রৌনক

বর্ধমান সিএমএস (কেজি বিভাগের )প্রধান শিক্ষক পুলকেশ চৌধুরী বলেন, "বর্তমানে ছেলে মেয়েরা যাতে আরো উৎসাহ পায় । তারা যাতে আরও স্কুলের সুনামকে ধরে রাখতে পারে, সেই বার্তা দিতেই এই প্রচেষ্টা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.