ETV Bharat / state

Protest Against Bad Road : বেহাল রাস্তায় নিত্যদিন দুর্ঘটনা, পথ অবরোধ করে বিক্ষোভ কালনায় - Protest Against Bad Road in Kalna

কালনায় দীর্ঘদিন ধরে নিভুজি থেকে বেলেডাঙা পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে ৷ প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের (Protest Against Bad Road )।

Locals Agitation
পথ অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ
author img

By

Published : Apr 9, 2022, 9:43 AM IST

কালনা,8 এপ্রিল : রাস্তা বেহাল। দিনের পর দিন ওই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। প্রতিবাদে শুক্রবার কালনার নিভুজি থেকে বাঘনাপাড়া স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা(Locals Agitation)। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালনার নিভুজি থেকে বেলেডাঙা পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তার এখানে ওখানে বড় বড় গর্ত। রাস্তা থেকে ধুলো ওড়ে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করাই দায় হয়ে উঠেছে । নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা । বিষয়টা নিয়ে বারবার স্থানীয় হাটকান্দা পঞ্চায়েতে জানানো হলেও পঞ্চায়েত কোনও ব্যবস্থা নেয়নি । এরপরেই স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান । পরে পঞ্চায়েত প্রধান আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ।

আরও পড়ুন : জমিজটে আটকে বারাসত বাইপাস রোডের সংস্কার, দেগঙ্গায় অবরোধ গ্রামবাসীদের

হাটকান্দা পঞ্চায়েত গ্রামপ্রধান শুভ্র মজুমদার বলেন, "এই রাস্তাটা অনেকদিন ধরে খারাপ ছিল। পিডব্লিউ ডি এই রাস্তা সংস্কারের কাজ শুরু করবে । এদিকে বৃষ্টি হলেই সেখানে জল জমে যাচ্ছে । সারাদিন ওই রাস্তা দিয়ে প্রচুর ধুলো উড়ছে । তাই ওই রাস্তায় প্রতিদিন জল ছেটানোর ব্যবস্থা করা হয়েছে । আমরা বর্ষার আগেই ওই রাস্তা সংস্কারের কাজ শেষ করব ।"

কালনা,8 এপ্রিল : রাস্তা বেহাল। দিনের পর দিন ওই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। প্রতিবাদে শুক্রবার কালনার নিভুজি থেকে বাঘনাপাড়া স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা(Locals Agitation)। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালনার নিভুজি থেকে বেলেডাঙা পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তার এখানে ওখানে বড় বড় গর্ত। রাস্তা থেকে ধুলো ওড়ে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করাই দায় হয়ে উঠেছে । নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা । বিষয়টা নিয়ে বারবার স্থানীয় হাটকান্দা পঞ্চায়েতে জানানো হলেও পঞ্চায়েত কোনও ব্যবস্থা নেয়নি । এরপরেই স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান । পরে পঞ্চায়েত প্রধান আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ।

আরও পড়ুন : জমিজটে আটকে বারাসত বাইপাস রোডের সংস্কার, দেগঙ্গায় অবরোধ গ্রামবাসীদের

হাটকান্দা পঞ্চায়েত গ্রামপ্রধান শুভ্র মজুমদার বলেন, "এই রাস্তাটা অনেকদিন ধরে খারাপ ছিল। পিডব্লিউ ডি এই রাস্তা সংস্কারের কাজ শুরু করবে । এদিকে বৃষ্টি হলেই সেখানে জল জমে যাচ্ছে । সারাদিন ওই রাস্তা দিয়ে প্রচুর ধুলো উড়ছে । তাই ওই রাস্তায় প্রতিদিন জল ছেটানোর ব্যবস্থা করা হয়েছে । আমরা বর্ষার আগেই ওই রাস্তা সংস্কারের কাজ শেষ করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.