বর্ধমান, 11 জুলাই : পূর্ব বর্ধমান জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত পাঁচজন । জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে তিনজন বর্ধমান পৌরসভা এলাকার বাসিন্দা। বাকি দুইজন যথাক্রমে বর্ধমান দুই ব্লক ও পূর্বস্থলী দুই ব্লকের বাসিন্দা। জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই ওই পাঁচটি এলাকাকে কোয়ারানটিন জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 209 জন। জেলায় মোট কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা 31টি। রাজ্য সরকারের নির্দেশে ওই সমস্ত এলাকায় জারি রয়েছে লকডাউন ৷
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় কনটেইনমেন্ট জ়োনের মধ্যে রয়েছে বর্ধমান শহরে পাঁচটি এলাকা ৷ আউশগ্রাম দুই ব্লকের একটা অংশ, বর্ধমান এক ব্লকে একটা অংশ, বর্ধমান দুই ব্লকে দুটো অংশ, গলসি এক ব্লকে একটা এলাকা, কালনা এক ব্লকে তিনটে এলাকা, কালনা দুই ব্লক, কাটোয়া পৌরসভা এলাকা, কাটোয়া 2 ব্লকের একটি করে এলাকা ৷ সব থেকে বেশি কনটেইনমেন্ট জ়োনে রয়েছে মেমারি পৌরসভা ও ব্লকের নয়টি এলাকা ৷ সেই সঙ্গে পূর্বস্থলী এলাকা ও রায়না এলাকার যথাক্রমে তিনটি করে এলাকা ৷
জেলার এই 31 টি কনটেইনমেন্ট জ়োনে সাত দিন লকডাউন চলবে। জেলা প্রশাসনের তরফে কনটেইনমেন্ট জ়োনে চলছে নজরদারি ৷ লকডাউন চলাকালীন ওই সমস্ত এলাকায় বন্ধ থাকবে সামাজিক ও ধার্মিক অনুষ্ঠান। সেই সঙ্গে কনটেইনমেন্ট জ়োনে যদি কোনও সরকারি কর্মচারি বসবাস করেন তাহলে সেক্ষেত্রে তাদের অফিসে যেতে হবে না। পাশাপাশি জেলায় নতুন করে কেউ আক্রান্ত হলে ওই আক্রান্তের এলাকাকও কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হবে ।