ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত 16 জন পুলিশকর্মী, বন্ধ খণ্ডঘোষ থানা - কোরোনা পজ়িটিভ

খণ্ডঘোষ থানায় একই সঙ্গে কোরোনায় আক্রান্ত 16 জন পুলিশকর্মী । একসঙ্গে এতজন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হওয়ায় এই প্রথম কোনও থানা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল ।

COVID-19
COVID-19
author img

By

Published : Aug 23, 2020, 9:15 PM IST

বর্ধমান, 23 অগাস্ট : কোরোনায় আক্রান্ত খণ্ডঘোষ থানার 16 জন পুলিশকর্মী । এরপরই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় থানা । থানার পাশে সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় এমন ভবনে অস্থায়ী থানা তৈরি করে সাধারণ মানুষের অভিযোগ নেওয়া হচ্ছে ।

একসঙ্গে এতজন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হওয়ায় এই প্রথম কোনও থানা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল । খণ্ডঘোষ থানার পূর্বতন OC সঞ্জয় রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে । সার্কেল ইন্সপেক্টর রয়েছেন সঞ্জয় কুণ্ডু ।

SDPO সদর সাউথ আমিনুল ইসলাম খান বলেন, “থানার 40 জন কর্মী ও আধিকারিকের কোরোনা পরীক্ষা করা হয়েছিল । তাতেই 16 জন কর্মীর রিপোর্ট পজ়িটিভ আসে । আক্রান্তদের মধ্যে 4 জনের উপসর্গ রয়েছে, বাকিরা উপসর্গহীন । থানাটি বন্ধ রাখা হয়েছে । আক্রান্তদের কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।”

বর্ধমান, 23 অগাস্ট : কোরোনায় আক্রান্ত খণ্ডঘোষ থানার 16 জন পুলিশকর্মী । এরপরই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় থানা । থানার পাশে সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় এমন ভবনে অস্থায়ী থানা তৈরি করে সাধারণ মানুষের অভিযোগ নেওয়া হচ্ছে ।

একসঙ্গে এতজন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হওয়ায় এই প্রথম কোনও থানা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল । খণ্ডঘোষ থানার পূর্বতন OC সঞ্জয় রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে । সার্কেল ইন্সপেক্টর রয়েছেন সঞ্জয় কুণ্ডু ।

SDPO সদর সাউথ আমিনুল ইসলাম খান বলেন, “থানার 40 জন কর্মী ও আধিকারিকের কোরোনা পরীক্ষা করা হয়েছিল । তাতেই 16 জন কর্মীর রিপোর্ট পজ়িটিভ আসে । আক্রান্তদের মধ্যে 4 জনের উপসর্গ রয়েছে, বাকিরা উপসর্গহীন । থানাটি বন্ধ রাখা হয়েছে । আক্রান্তদের কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.