খাগড়াগড়, 30 অগাস্ট : খাগড়াগড়কাণ্ডের রায় নিয়ে খুশি নয় খাগড়াগড়ের বাসিন্দারা ৷ শুধু খাগড়াগড় নয়, বাবুরবাগ কিংবা মাঠপাড়া যেখানে জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল তারাও খুশি নয় । খাগড়াগড়ের বাসিন্দাদারে মতে, জঙ্গিদের যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ফাঁসি হওয়া উচিত ছিল । যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল সেই বাড়ির মালিক নুরুল হাসান চৌধুরি অবশ্য মুখ খোলেননি । এলাকার কয়েকজনও বিষয়টি নিয়ে চুপচাপ । তবে খাগড়াগড় যে NIA-র বিচারে খুশি নয় তা পরিষ্কার ৷
দু'একজন রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন । তাদের মতে, জঙ্গিদের কার্যকলাপে গোটা দেশজুড়ে খাগড়াগড়ের বদনাম হয়েছে । তাদের এলাকার ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যেতে পারছে না । তাদের ভিসা আটকে দেওয়া হচ্ছে । অনেকেই বাধ্য হয়ে বাড়িতে বসে দিন কাটাচ্ছে । যে জঙ্গিদের জন্য তাদের এই অবস্থা তাদের ফাঁসি না হয় যাবজ্জীবন হওয়া উচিত ছিল ৷
স্থানীয় বাসিন্দা রিচার্ড খান বলেন, "বিনা কারণে খাগড়াগড়ের মানুষকে বদনাম করা হচ্ছে । যখন ঘটনা ঘটেছিল তখন পরব চলছিল । সেই সময় যারা বাড়িতে এসেছিল তারা আর কাজে যোগ দিতে পারেনি । এলাকা থেকে অনেকেই আরব, কুয়েতসহ বিভিন্ন দেশে কাজ করতে যায় । তাদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে । খাগড়াগড় নাম শুনলেই তাদের কাজে নেওয়া হচ্ছে না । অথচ বাইরে থেকে জঙ্গিরা এখানে এসে নাশকতা ঘটিয়ে গেছে৷ তার শাস্তি খাগড়াগড়ের মানুষ নেবে কেন?