ETV Bharat / state

রায়ে খুশি নয়, জঙ্গিদের ফাঁসি চেয়েছিল খাগড়াগড়

author img

By

Published : Aug 30, 2019, 11:19 PM IST

Updated : Aug 30, 2019, 11:45 PM IST

জঙ্গিদের কার্যকলাপে গোটা দেশজুড়ে খাগড়াগড়ের বদনাম হয়েছে । তাদের এলাকার ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যেতে পারছে না । তাদের ভিসা আটকে দেওয়া হচ্ছে । অনেকেই বাধ্য হয়ে বাড়িতে বসে দিন কাটাচ্ছে । যে জঙ্গিদের জন্য তাদের এই অবস্থা তাদের ফাঁসি না হয় যাবজ্জীবন হওয়া উচিত ছিল ৷

খাগড়াগড়

খাগড়াগড়, 30 অগাস্ট : খাগড়াগড়কাণ্ডের রায় নিয়ে খুশি নয় খাগড়াগড়ের বাসিন্দারা ৷ শুধু খাগড়াগড় নয়, বাবুরবাগ কিংবা মাঠপাড়া যেখানে জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল তারাও খুশি নয় । খাগড়াগড়ের বাসিন্দাদারে মতে, জঙ্গিদের যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ফাঁসি হওয়া উচিত ছিল । যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল সেই বাড়ির মালিক নুরুল হাসান চৌধুরি অবশ্য মুখ খোলেননি । এলাকার কয়েকজনও বিষয়টি নিয়ে চুপচাপ । তবে খাগড়াগড় যে NIA-র বিচারে খুশি নয় তা পরিষ্কার ৷

দু'একজন রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন । তাদের মতে, জঙ্গিদের কার্যকলাপে গোটা দেশজুড়ে খাগড়াগড়ের বদনাম হয়েছে । তাদের এলাকার ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যেতে পারছে না । তাদের ভিসা আটকে দেওয়া হচ্ছে । অনেকেই বাধ্য হয়ে বাড়িতে বসে দিন কাটাচ্ছে । যে জঙ্গিদের জন্য তাদের এই অবস্থা তাদের ফাঁসি না হয় যাবজ্জীবন হওয়া উচিত ছিল ৷

ভিডিয়োয় শুনুন

স্থানীয় বাসিন্দা রিচার্ড খান বলেন, "বিনা কারণে খাগড়াগড়ের মানুষকে বদনাম করা হচ্ছে । যখন ঘটনা ঘটেছিল তখন পরব চলছিল । সেই সময় যারা বাড়িতে এসেছিল তারা আর কাজে যোগ দিতে পারেনি । এলাকা থেকে অনেকেই আরব, কুয়েতসহ বিভিন্ন দেশে কাজ করতে যায় । তাদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে । খাগড়াগড় নাম শুনলেই তাদের কাজে নেওয়া হচ্ছে না । অথচ বাইরে থেকে জঙ্গিরা এখানে এসে নাশকতা ঘটিয়ে গেছে৷ তার শাস্তি খাগড়াগড়ের মানুষ নেবে কেন?

খাগড়াগড়, 30 অগাস্ট : খাগড়াগড়কাণ্ডের রায় নিয়ে খুশি নয় খাগড়াগড়ের বাসিন্দারা ৷ শুধু খাগড়াগড় নয়, বাবুরবাগ কিংবা মাঠপাড়া যেখানে জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল তারাও খুশি নয় । খাগড়াগড়ের বাসিন্দাদারে মতে, জঙ্গিদের যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ফাঁসি হওয়া উচিত ছিল । যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল সেই বাড়ির মালিক নুরুল হাসান চৌধুরি অবশ্য মুখ খোলেননি । এলাকার কয়েকজনও বিষয়টি নিয়ে চুপচাপ । তবে খাগড়াগড় যে NIA-র বিচারে খুশি নয় তা পরিষ্কার ৷

দু'একজন রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন । তাদের মতে, জঙ্গিদের কার্যকলাপে গোটা দেশজুড়ে খাগড়াগড়ের বদনাম হয়েছে । তাদের এলাকার ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যেতে পারছে না । তাদের ভিসা আটকে দেওয়া হচ্ছে । অনেকেই বাধ্য হয়ে বাড়িতে বসে দিন কাটাচ্ছে । যে জঙ্গিদের জন্য তাদের এই অবস্থা তাদের ফাঁসি না হয় যাবজ্জীবন হওয়া উচিত ছিল ৷

ভিডিয়োয় শুনুন

স্থানীয় বাসিন্দা রিচার্ড খান বলেন, "বিনা কারণে খাগড়াগড়ের মানুষকে বদনাম করা হচ্ছে । যখন ঘটনা ঘটেছিল তখন পরব চলছিল । সেই সময় যারা বাড়িতে এসেছিল তারা আর কাজে যোগ দিতে পারেনি । এলাকা থেকে অনেকেই আরব, কুয়েতসহ বিভিন্ন দেশে কাজ করতে যায় । তাদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে । খাগড়াগড় নাম শুনলেই তাদের কাজে নেওয়া হচ্ছে না । অথচ বাইরে থেকে জঙ্গিরা এখানে এসে নাশকতা ঘটিয়ে গেছে৷ তার শাস্তি খাগড়াগড়ের মানুষ নেবে কেন?

Intro:
রায়ে খুশি নয় খাগড়াগড় বাসী

পুলক যশ

খাগড়াগড় কাণ্ডে রায় নিয়ে খুশি নয় খাগড়াগড় বাসী। শুধু খাগড়াগড় নয় বাবুরবাগ কিংবা মাঠপাড়া যেখানে জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল তারাও খুশি নয়। খাগড়াগড়বাসীদের মতে জঙ্গিদের যাবজ্জীবন কিংবা ফাঁসি হওয়া উচিত ছিল। তবে যে বাড়িতে খাগড়াগড় কাণ্ডে বিস্ফোরণ ঘটেছিল সেই বাড়ির মালিক নুরুল হাসান চৌধুরী এদিন বিষয়টি নিয়ে মুখ খোলেননি। বেশ কিছু বাসিন্দা স্থানীয় বেশকিছু বাসিন্দাও বিষয়টি নিয়ে চুপচাপ। তবে কানাঘুষো তারা কেউ রায় নিয়ে খুশি নয়। তবে দু একজন রায় নিয়ে ক্ষোভ উগরে দেন। তাদের মতে খাগড়াগড় কাণ্ডের জেরে গোটা দেশজুড়ে তাদের এলাকায় বদনাম হয়েছে ।আজ তাদের এলাকার ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যেতে পারছে না ।তাদের ভিসা পাসপোর্ট আটকে দেওয়া হচ্ছে ।বাধ্য হয়ে তারা এখানে ওখানে কোথাও কাজ করে আবার কেউ বাড়িতে বসে দিন কাটাচ্ছে। যে জঙ্গিদের জন্য আজ তাদের এই অবস্থা তাদের ফাঁসি না হয় যাবজ্জীবন হওয়া উচিত ছিল বলে মনে করেন তারা।
স্থানীয় বাসিন্দা রিচার্ড খান বলেন বিনা কারণে খাগড়াগড় এলাকার মানুষদের বদনাম করা হচ্ছে ।যখন ঘটনা ঘটেছিল তখন পরব চলছিল। সেই সময় যারা বাড়িতে এসেছিল তারা কিন্তু আর কাজে যোগ দিতে পারেনি ।এলাকা থেকে অনেকেই কুয়েত সহ বিভিন্ন দেশে কাজ করতে যায় ।তাদের কিন্তু ভিসা পাসপোর্ট সব ক্যানসেল করে দেওয়া হয়েছে। খাগড়াগড় নাম শুনলেই তাদের কাজে নেওয়া হচ্ছে না ।অথচ বাইরে থেকে জঙ্গিরা এখানে এসে নাশকতা ঘটিয়ে গেছে তার শাস্তি খাগড়াগড় বাসী নেবে কেন ।


Body:রায়ে


Conclusion:খুশি নয়
Last Updated : Aug 30, 2019, 11:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.