ETV Bharat / state

কালনা ATM প্রতারণা, গ্রেপ্তার মূল অভিযুক্ত - পশ্চিম বর্ধমানের হীরাপুর থেকে তাকে গ্রেফতার ATM প্রতারণার মূল অভিযুক্ত

তিন বছর ধরে হদিশ পাওয়া যাচ্ছিল না কালনা ATM প্রতারণার মূল অভিযুক্ত সন্তোষ দাসের ৷ অবশেষে তাকে পশ্চিম বর্ধমানের হীরাপুর থেকে গ্রেপ্তার করা হয় ৷

kalna
ধৃত
author img

By

Published : Feb 19, 2020, 2:27 PM IST

বর্ধমান, 19 ফেব্রুয়ারি : ধরা পড়ল 2017 সালের জুলাই মাসে ATM প্রতারণার মূল অভিযুক্ত ৷ ধৃতের নাম সন্তোষ দাস ৷ সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হীরাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷ গতকাল সন্তোষকে কালনা মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

স্থানীয় ও আদালত সূত্রে জানা যায় যে, 2017 সালের জুলাই মাসে কালনা আদালতের কর্মী সুরেন্দ্রনাথ ঘোষকে ফোন করে ধৃত সন্তোষ ৷ সে নিজেকে কালনার ব্যাঙ্ক ম্যানেজার হিসাবে পরিচয় দেয় ৷ সুরেন্দ্রনাথের কাছ থেকে ATM এর কার্ডের পিন নম্বর চাইলে, তিনি তা দিয়েও দেন । তারপর সুরেন্দ্রনাথ দাবি করেন যে তাঁর অ্যাকাউন্ট থেকে চুরি যায় চুয়ান্ন হাজার টাকার ৷ এরপরেই তিনি কালনা থানায় অভিযোগ দায়ের করেন ।

তিন বছর ধরে খোঁজ চলে ধৃতের ৷ এতদিন তাকে পুলিশ খুঁজে না পেলেও পশ্চিম বর্ধমানের হীরাপুর থেকে তাকে গ্রেপ্তার করে ৷ পুলিশের সন্দেহ, এই প্রতারণার সঙ্গে যুক্ত থাকতে পারে আরও অনেকে ৷ পুলিশ এও দাবি করে যে , সন্তোষকে হেপাজতে নেওয়ার পরই হদিশ পাওয়া যেতে পারে প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত অন্যদেরও ৷

বর্ধমান, 19 ফেব্রুয়ারি : ধরা পড়ল 2017 সালের জুলাই মাসে ATM প্রতারণার মূল অভিযুক্ত ৷ ধৃতের নাম সন্তোষ দাস ৷ সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হীরাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷ গতকাল সন্তোষকে কালনা মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

স্থানীয় ও আদালত সূত্রে জানা যায় যে, 2017 সালের জুলাই মাসে কালনা আদালতের কর্মী সুরেন্দ্রনাথ ঘোষকে ফোন করে ধৃত সন্তোষ ৷ সে নিজেকে কালনার ব্যাঙ্ক ম্যানেজার হিসাবে পরিচয় দেয় ৷ সুরেন্দ্রনাথের কাছ থেকে ATM এর কার্ডের পিন নম্বর চাইলে, তিনি তা দিয়েও দেন । তারপর সুরেন্দ্রনাথ দাবি করেন যে তাঁর অ্যাকাউন্ট থেকে চুরি যায় চুয়ান্ন হাজার টাকার ৷ এরপরেই তিনি কালনা থানায় অভিযোগ দায়ের করেন ।

তিন বছর ধরে খোঁজ চলে ধৃতের ৷ এতদিন তাকে পুলিশ খুঁজে না পেলেও পশ্চিম বর্ধমানের হীরাপুর থেকে তাকে গ্রেপ্তার করে ৷ পুলিশের সন্দেহ, এই প্রতারণার সঙ্গে যুক্ত থাকতে পারে আরও অনেকে ৷ পুলিশ এও দাবি করে যে , সন্তোষকে হেপাজতে নেওয়ার পরই হদিশ পাওয়া যেতে পারে প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত অন্যদেরও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.