ETV Bharat / state

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সত্যিই দুঃখজনক, বলছেন দেবাঞ্জনের স্কুলের প্রধান শিক্ষক - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে মুখ খুললেন বর্ধমান টাউন স্কুলের প্রধান শিক্ষক তুষারকান্তি মুখোপাধ্যায় । তিনি আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র । তথা বাবুলকে হেনস্থায় অভিযুক্ত দেবাঞ্জন বল্লভের প্রাক্তন স্কুলের শিক্ষক ।

প্রধান শিক্ষক
author img

By

Published : Sep 21, 2019, 5:08 PM IST

Updated : Sep 21, 2019, 5:42 PM IST

বর্ধমান, 21 সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে । চুলের মুঠি ধরে টান, মারধর সবই চলে । ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ । পড়ুয়াদের হাতে 'আটক' বাবুলকে উদ্ধারে এগিয়ে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁরা বেরিয়ে যেতেই শুরু হয় আর এক হুজ্জতি । বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে ভাঙচুরের অভিযোগ ওঠে ABVP-র বিরুদ্ধে । এই ঘটনা নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন কথা বলছে । কেউ দেখছে বাবুলের দোষ । কেউ আবার এক শ্রেণির পড়ুয়াদের । তবে, এবার ঘটনা নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তুষারকান্তি মুখোপাধ্যায় ।

তুষারবাবু বর্তমানে বর্ধমান টাউন স্কুলের প্রধান শিক্ষক । এই স্কুলেই পড়ত বাবুলকে হেনস্থায় অভিযুক্ত ছাত্র দেবাঞ্জন বল্লভ । দেবাঞ্জনের বাবা চন্দন বল্লভ বর্ধমান টাউন স্কুলেরই শিক্ষক । যাদবপুরের ঘটনা নিয়ে তুষারবাবু বলেন, "আমি নিজে ওই বিশ্ববিদ্যালয়ে Msc করেছি । বিশ্ববিদ্যালয়ের PhD-এর ছাত্র ছিলাম । এরকম ঘটনা আগে ঘটেনি । বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সত্যিই দুঃখজনক । আমাদের সময় এরকম পরিবেশ ছিল না ।"

School
বর্ধমান টাউন স্কুল

বাবুল হেনস্থায় অভিযুক্ত দেবাঞ্জনের ছবি সামনে আসতেই চাপে পড়ে যায় তার পরিবার । শুরু হয় হুমকি আসা । স্কুল লাগোয়া কোয়ার্টারে থাকত তারা । বর্তমানে সেই ঘর বন্ধ । স্কুলেও আসেননি চন্দনবাবু । তবে, দেবাঞ্জনের মা রূপালি বল্লভ ছেলের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন বাবুল সুপ্রিয়র কাছে । তিনি বলেন, "আমি আবেদন করছি, একজন ক্যান্সার আক্রান্ত মায়ের কথা ভাবে উনি (বাবুল সুপ্রিয়) যেন আমার ছেলেকে মাফ করে দেন ।" পালটা টুইট করেন বাবুলও । আশ্বস্ত করেন, তাঁর ছেলের কোনও ক্ষতি হবে না । কোনও অভিযোগও দায়ের করবেন না কেন্দ্রীয় মন্ত্রী ।

বর্ধমান, 21 সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে । চুলের মুঠি ধরে টান, মারধর সবই চলে । ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ । পড়ুয়াদের হাতে 'আটক' বাবুলকে উদ্ধারে এগিয়ে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁরা বেরিয়ে যেতেই শুরু হয় আর এক হুজ্জতি । বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে ভাঙচুরের অভিযোগ ওঠে ABVP-র বিরুদ্ধে । এই ঘটনা নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন কথা বলছে । কেউ দেখছে বাবুলের দোষ । কেউ আবার এক শ্রেণির পড়ুয়াদের । তবে, এবার ঘটনা নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তুষারকান্তি মুখোপাধ্যায় ।

তুষারবাবু বর্তমানে বর্ধমান টাউন স্কুলের প্রধান শিক্ষক । এই স্কুলেই পড়ত বাবুলকে হেনস্থায় অভিযুক্ত ছাত্র দেবাঞ্জন বল্লভ । দেবাঞ্জনের বাবা চন্দন বল্লভ বর্ধমান টাউন স্কুলেরই শিক্ষক । যাদবপুরের ঘটনা নিয়ে তুষারবাবু বলেন, "আমি নিজে ওই বিশ্ববিদ্যালয়ে Msc করেছি । বিশ্ববিদ্যালয়ের PhD-এর ছাত্র ছিলাম । এরকম ঘটনা আগে ঘটেনি । বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সত্যিই দুঃখজনক । আমাদের সময় এরকম পরিবেশ ছিল না ।"

School
বর্ধমান টাউন স্কুল

বাবুল হেনস্থায় অভিযুক্ত দেবাঞ্জনের ছবি সামনে আসতেই চাপে পড়ে যায় তার পরিবার । শুরু হয় হুমকি আসা । স্কুল লাগোয়া কোয়ার্টারে থাকত তারা । বর্তমানে সেই ঘর বন্ধ । স্কুলেও আসেননি চন্দনবাবু । তবে, দেবাঞ্জনের মা রূপালি বল্লভ ছেলের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন বাবুল সুপ্রিয়র কাছে । তিনি বলেন, "আমি আবেদন করছি, একজন ক্যান্সার আক্রান্ত মায়ের কথা ভাবে উনি (বাবুল সুপ্রিয়) যেন আমার ছেলেকে মাফ করে দেন ।" পালটা টুইট করেন বাবুলও । আশ্বস্ত করেন, তাঁর ছেলের কোনও ক্ষতি হবে না । কোনও অভিযোগও দায়ের করবেন না কেন্দ্রীয় মন্ত্রী ।

Intro:যাদবপুরে যা ঘটেছে দেখে খুব খারাপ লাগছে বললেন টাউন স্কুলের প্রধান শিক্ষক

পুলক যশ, বর্ধমান


কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের ঘটনায় দেবাঞ্জন বল্লভ চট্টোপাধ্যায় নামে এক ছাত্রের ছবি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছে সমালোচনা ও হুমকি দেওয়া। সে বর্ধমান টাউন স্কুলের প্রাক্তন ছাত্র। ওই ছাত্রের বাবা বর্ধমান টাউন স্কুলের শিক্ষক। টাউন স্কুল লাগোয়া কোয়ার্টারেই তারা থাকেন। ঘটনার পর থেকেই সেই ঘরে তালা ঝুলছে। এদিন ওই শিক্ষক স্কুলেও আসেননি। স্কুলের প্রধান শিক্ষক তুষারকান্তি মুখোপাধ্যায় জানান বিষয়টি নিয়ে তার কিছু জানা নেই।তবে তিনি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি বলেন আমাদের সময়ে কোনদিন এই ঘটনা ঘটেনি। আমি ওখান থেকে এম এস সি পাশ করেছি, পি এইচ ডি করেছি।কোনদিন এই পরিবেশ ছিল না। যা ঘটেছে সেটা মোটেই কাম্য নয়।খুব খারাপ লাগছে।Body:যাদবপুরে যা ঘটেছে Conclusion:দেখে খারাপ লাগছে
Last Updated : Sep 21, 2019, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.