কাটোয়া, 4 জুলাই: পড়ে গিয়ে কিশোরের পায়ে এফোঁড় ওফোঁড় হয়ে ঢুকে গিয়েছিল রড (Iron rod removed from leg)৷ ঝুঁকি নিয়ে জটিল অস্ত্রোপচার করে সেই রড বের করলেন চিকিৎসক ৷ কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি সেই কিশোর এখন বিপন্মুক্ত (Critical surgery in Katwa)৷
সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে একটি নির্মীয়মাণ কালভার্টের উপর পড়ে গিয়ে পায়ের মধ্যে এফোঁড় ওফোঁড় হয়ে রড ঢুকে যায় অভিজিৎ মাঝি নামে এক কিশোরের (Katwa hospital news)। তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । সেখানে ঝুঁকি নিয়ে তার অপারেশন করে প্রাণ বাঁচান শল্য চিকিৎসক ডা. সন্দীপ পাড়ি ।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাতে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় একটা নির্মীয়মাণ কালভার্টে পড়ে যায় ওই কিশোর । তার পায়ে ঢালাইয়ের রড ঢুকে যায় । তার চিৎকার শুনে আশপাশের মানুষজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে । তখন দেখা যায় তার পায়ে রড বিঁধে আছে । সেই অবস্থাতেই তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । সফল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসক সন্দীপ পাড়ি সেই রড বের করে দেন ।
আরও পড়ুন: পূর্ব বর্ধমানের পৌর এলাকায় ই-বাইকে পুলিশি নজরদারি
অভিজিতের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা কালভার্টকে পাকা করার কাজ চলছে । ঢালাইয়ের কাজ করার জন্য কালভার্টের উপরে রড দিয়ে বাঁধা হয়েছে । রাতে বাড়ি ফেরার পথে অভিজিৎ সেখানে পড়ে যায় । তখন তার পায়ে রড ঢুকে যায় । ওই চিকিৎসকের জন্যই তাকে সুস্থভাবে বাড়ি ফেরানো সম্ভব হচ্ছে বলে দাবি করেছে অভিজিতের পরিবার ৷