ETV Bharat / state

বাড়ছে গঙ্গার ভাঙন, আতঙ্কে পূর্বস্থলীর ঝাউডাঙার বাসিন্দারা - আতঙ্কে পূর্বস্থলীর ঝাউডাঙা

চাষের জমি ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে । পুনর্বাসনের দাবি জানিয়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 ব্লকের ঝাউডাঙা গ্রামের বাসিন্দারা ।

erosion of Ganges at Jhaudanga Pubasthali
ঝাউডাঙা
author img

By

Published : Aug 28, 2020, 9:31 AM IST

পূর্বস্থলী, 28 আগস্ট: নিম্নচাপের বৃষ্টির পর ফের ভাঙন শুরু হয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 ব্লকের ঝাউডাঙা গ্রামে। এর জেরে আতঙ্কে সেখানকার বাসিন্দারা ।

পূর্বস্থলী 2 ব্লকের দক্ষিণ ঝাউডাঙা গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গায় ভাঙন দেখা দিয়েছে । ফলে একাধিক চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। এর মধ্যে নিম্নচাপ ও ঘনঘন বৃষ্টির জেরে ফের নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে । এর আগে ঝাউডাঙা এলাকার দক্ষিণপাড়া ও নন্দীপাড়ার কিছুটা অংশ জলের তলায় চলে যায় । নতুন করে ভাঙনে স্থানীয়রা রীতিমতো আতঙ্কিত । তাঁদের কথায়, পূর্বস্থলীর ঝাউডাঙা গ্রামে গঙ্গার ভাঙন বাড়ায় বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে গিয়েছে। এবার ঝাউডাঙার বসতি এলাকাও নদীর গ্রাসে চলে যেতে পারে বলে তাঁদের আশঙ্কা। স্বভাবতই গঙ্গার পাড়ের ওই অংশের বাসিন্দারা চিন্তায় পড়েছেন । পুনর্বাসনের আবেদন জানাচ্ছেন তাঁরা ।

স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ দাস বলেন, "গঙ্গার ভাঙনে এর আগে এলাকার একটা বড় মাঠ ও দুটো পাড়া জলের তলায় চলে গিয়েছে। 2010 সালের আগে একবার কাজ হয়েছিল কিন্তু গত 10 বছর ধরে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে। এখন যে হারে ভাঙন বাড়ছে তাতে আমরা চিন্তিত। যে কোনওদিন গ্রাম তলিয়ে যেতে পারে।"

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ঝাউডাঙা এলাকার উপর নজর রাখছে সেচ দপ্তর । বৃহস্পতিবারও বিভিন্ন ঘাটগুলি পরিদর্শন করা হয়েছে। তবে একটানা বৃষ্টির জেরে কাজ ব্যাহত হচ্ছে বলে তাদের তরফে জানানো হয়েছে ।

পূর্বস্থলী, 28 আগস্ট: নিম্নচাপের বৃষ্টির পর ফের ভাঙন শুরু হয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 ব্লকের ঝাউডাঙা গ্রামে। এর জেরে আতঙ্কে সেখানকার বাসিন্দারা ।

পূর্বস্থলী 2 ব্লকের দক্ষিণ ঝাউডাঙা গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গায় ভাঙন দেখা দিয়েছে । ফলে একাধিক চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। এর মধ্যে নিম্নচাপ ও ঘনঘন বৃষ্টির জেরে ফের নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে । এর আগে ঝাউডাঙা এলাকার দক্ষিণপাড়া ও নন্দীপাড়ার কিছুটা অংশ জলের তলায় চলে যায় । নতুন করে ভাঙনে স্থানীয়রা রীতিমতো আতঙ্কিত । তাঁদের কথায়, পূর্বস্থলীর ঝাউডাঙা গ্রামে গঙ্গার ভাঙন বাড়ায় বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে গিয়েছে। এবার ঝাউডাঙার বসতি এলাকাও নদীর গ্রাসে চলে যেতে পারে বলে তাঁদের আশঙ্কা। স্বভাবতই গঙ্গার পাড়ের ওই অংশের বাসিন্দারা চিন্তায় পড়েছেন । পুনর্বাসনের আবেদন জানাচ্ছেন তাঁরা ।

স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ দাস বলেন, "গঙ্গার ভাঙনে এর আগে এলাকার একটা বড় মাঠ ও দুটো পাড়া জলের তলায় চলে গিয়েছে। 2010 সালের আগে একবার কাজ হয়েছিল কিন্তু গত 10 বছর ধরে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে। এখন যে হারে ভাঙন বাড়ছে তাতে আমরা চিন্তিত। যে কোনওদিন গ্রাম তলিয়ে যেতে পারে।"

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ঝাউডাঙা এলাকার উপর নজর রাখছে সেচ দপ্তর । বৃহস্পতিবারও বিভিন্ন ঘাটগুলি পরিদর্শন করা হয়েছে। তবে একটানা বৃষ্টির জেরে কাজ ব্যাহত হচ্ছে বলে তাদের তরফে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.