ETV Bharat / state

খুনীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ BJP-র

গতকাল বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ উপলক্ষ্যে কেতুগ্রামের পাণ্ডুগ্রামে BJP-র পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয় । সেই কারণে সকালের দিকে দলীয় পতাকা টাঙানোর কাজে ব্যস্ত ছিলেন BJP কর্মী সুশীল মণ্ডল । অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত তিন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সুশীল মণ্ডলকে । সুশীল মণ্ডলের স্ত্রী অপর্ণা কেতুগ্রাম থানায় রাজকুমার ঘোষ, লক্ষ্মণ মণ্ডল ও জগন্নাথ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে রাতে কেতুগ্রাম থানার পুলিশ রাজকুমারকে গ্রেপ্তার করে ।

মৃতদেহ ঘিরে BJP-র বিক্ষোভ
author img

By

Published : May 31, 2019, 8:46 PM IST

Updated : May 31, 2019, 8:53 PM IST

কেতুগ্রাম , 31 মে : কেতুগ্রামে BJP কর্মী সুশীল মণ্ডলের খুনের ঘটনায় গ্রেপ্তার রাজকুমার ঘোষ নামে এক যুবক । BJP-র দাবি, রাজকুমার একজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী । তবে খুনের ঘটনায় অপর দুই অভিযুক্ত জগন্নাথ ঘোষ ও লক্ষ্মণ মণ্ডল এখনও পলাতক । তাদের দু'জনকে গ্রেপ্তারের পাশাপাশি কেতুগ্রাম থানার IC-কেও বদলি করতে হবে, এই দাবিতে আজ কেতুগ্রাম থানার সামনে সুশীল মণ্ডলের মৃতদেহ বিক্ষোভ দেখান BJP কর্মীরা । এদিকে ধৃত রাজকুমার ঘোষকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

উল্লেখ্য, গতকাল বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ উপলক্ষ্যে কেতুগ্রামের পাণ্ডুগ্রামে BJP-র পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয় । সেই কারণে সকালের দিকে দলীয় পতাকা টাঙানোর কাজে ব্যস্ত ছিলেন BJP কর্মী সুশীল মণ্ডল । অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত তিনজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সুশীল মণ্ডলকে। সুশীল মণ্ডলের স্ত্রী অপর্ণা কেতুগ্রাম থানায় রাজকুমার ঘোষ , লক্ষ্মণ মণ্ডল ও জগন্নাথ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে রাতে কেতুগ্রাম থানার পুলিশ রাজকুমারকে গ্রেপ্তার করে ।

দেখুন ভি়ডিয়ো

আজ কেতুগ্রাম থানার সামনে সুশীল মণ্ডলের মৃতদেহ নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে BJP কর্মীরা । তাদের দাবি আগামী 72 ঘণ্টার মধ্যে বাকি দু'জন অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে ও অবিলম্বে কেতুগ্রাম থানার IC-কে বদলি করতে হবে । দাবি মানা না হলে আবারও তারা আন্দোলনে নামবে ।

কেতুগ্রাম , 31 মে : কেতুগ্রামে BJP কর্মী সুশীল মণ্ডলের খুনের ঘটনায় গ্রেপ্তার রাজকুমার ঘোষ নামে এক যুবক । BJP-র দাবি, রাজকুমার একজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী । তবে খুনের ঘটনায় অপর দুই অভিযুক্ত জগন্নাথ ঘোষ ও লক্ষ্মণ মণ্ডল এখনও পলাতক । তাদের দু'জনকে গ্রেপ্তারের পাশাপাশি কেতুগ্রাম থানার IC-কেও বদলি করতে হবে, এই দাবিতে আজ কেতুগ্রাম থানার সামনে সুশীল মণ্ডলের মৃতদেহ বিক্ষোভ দেখান BJP কর্মীরা । এদিকে ধৃত রাজকুমার ঘোষকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

উল্লেখ্য, গতকাল বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ উপলক্ষ্যে কেতুগ্রামের পাণ্ডুগ্রামে BJP-র পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয় । সেই কারণে সকালের দিকে দলীয় পতাকা টাঙানোর কাজে ব্যস্ত ছিলেন BJP কর্মী সুশীল মণ্ডল । অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত তিনজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সুশীল মণ্ডলকে। সুশীল মণ্ডলের স্ত্রী অপর্ণা কেতুগ্রাম থানায় রাজকুমার ঘোষ , লক্ষ্মণ মণ্ডল ও জগন্নাথ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে রাতে কেতুগ্রাম থানার পুলিশ রাজকুমারকে গ্রেপ্তার করে ।

দেখুন ভি়ডিয়ো

আজ কেতুগ্রাম থানার সামনে সুশীল মণ্ডলের মৃতদেহ নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে BJP কর্মীরা । তাদের দাবি আগামী 72 ঘণ্টার মধ্যে বাকি দু'জন অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে ও অবিলম্বে কেতুগ্রাম থানার IC-কে বদলি করতে হবে । দাবি মানা না হলে আবারও তারা আন্দোলনে নামবে ।

Intro:বেতন বৃদ্ধির দাবিতে বর্ধমান পুরসভায় বিক্ষোভ কর্মীদের

সন্তোষ দাস, বর্ধমান

নিজের পছন্দমত ১৮ জন পৌর কর্মী বেতন বৃদ্ধি করা হয়েছে বাকি কর্মীদের বেতন বাড়েনি। বেছে বেছে কেন কিছু কর্মীদের বেতন বৃদ্ধি করা হলো সেই দাবিকে সামনে রেখে বর্ধমান পুরসভায় বিক্ষোভ দেখাল অন্যান্য কর্মীরা। এদিন বর্ধমান পৌরসভার সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে প্রায় হাজার খানেক কর্মী বিক্ষোভে ফেটে পড়ে তাদের অভিযোগ বর্ধমান পৌরসভা ১৮ জন কর্মীকে ছয় মাস আগে দু হাজার টাকা করে বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। গত দুদিন আগে বিষয়টি তারা জানতে পারে। ওই কর্মীদের বেতন বাড়ানো হয়েছে তখন তাদের বেতন বাড়াতে হবে এই দাবিকে সামনে রেখে পুরসভার ক্যাম্পাসে ক্ষোভে ফেটে পড়েন পুরসভার কর্মীরা।


বর্ধমান পৌরসভার কর্মী মোহাম্মদ জামশেদ বলেন
আমরা বর্ধমান পৌরসভার কর্মচারী। বর্ধমান পৌরসভার মেয়াদ শেষ হওয়ার আগে বোর্ড যাদের ছিল তারা ব্যক্তিগত হিসেবে ১৮ জনের মাইনে দুই হাজার টাকা করে বাড়িয়ে দিয়েছে। আমরা সবাই মাইনে এক রকম ভাবে পেতাম। কিসের জন্য বেছে বেছে কিছু কর্মীর মাইনে বাড়ানো হয়েছে তার দাবিতেই এই বিক্ষোভ। তিনি আরো বলেন আমরা আজকে ছয় মাস পর বিষয়টা জানতে পারি। তাই আমাদেরও মাইনে দু হাজার টাকা করে বাড়াতে হবে এই দাবিতে আমরা অনড় থাকব। যদি আমাদের মাইনে না বাড়ানো হয় তাহলে আমরা সমস্ত বিভাগের কাজকর্ম বন্ধ করে দিয়ে অবস্থান বিক্ষোভে বসব। এমনকি প্রয়োজনে অনশনে বসব বলে জানান মহম্মদ জামশেদ।Body:বেতন বৃদ্ধির Conclusion:দাবিতে বিক্ষোভ
Last Updated : May 31, 2019, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.