বর্ধমান, 30 আগস্ট: পূর্ব বর্ধমান জেলায় ফের 50 জন কোরোনা আক্রান্ত হলেন। এর ফলে জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই হাজার হল । তবে, গত 24 ঘণ্টায় মৃত্যুর ঘটনা ঘটেনি। এখনও অবধি জেলায় কোরোনার কারণে মৃত্যু হয়েছে 42 জনের।
জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, জেলায় 50 জন নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় 14 জন, কাটোয়া পৌরসভা এলাকায় 13 জন, দাইহাট পৌরসভা এলাকায় 1 জন, ভাতার ব্লকে 1 জন, বর্ধমান 1 ব্লকে 5 জন, বর্ধমান 2 ব্লকে 1 জন, গলসি 1 ব্লকে 1 জন, কালনা 1 ব্লকে 1 জন, কাটোয়া 1 ব্লকে 2 জন, কাটোয়া 2 ব্লকে 2 জন, কেতুগ্রাম 1 ব্লকে 1 জন, মেমারি 1 ব্লকে 2 জন, মঙ্গলকোটে 1 জন, পূর্বস্থলী 1 ব্লকে 3 জন, পূর্বস্থলী 2 ব্লকে 1 জন, রায়না 2 ব্লকে 1 জন আক্রান্ত হয়েছেন।
জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, জেলায় এখনও পর্যন্ত 538 জন কোয়ারানটিন সেন্টারে আছেন৷ হোম কোয়ারানটিনে আছেন 784 জন। জেলা স্বাস্থ্য দফতর এখনও পর্যন্ত 61945 জনের নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে 61289 টি নমুনা। 1744 জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। 38 জনের দু'বার করে পজিটিভ রিপোর্ট মিলেছে। 58906 জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। 601টি নমুনা বিভিন্ন কারণে বাতিল হয়েছে। নতুন করে আক্রান্ত 50 জনের মধ্যে 5 জনকে কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে। 45 জনকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে জেলায় সুস্থতার হার 84.57 শতাংশ। মৃত্যুর হার 1.71 শতাংশ।