ETV Bharat / state

নার্সিংহোম নয়, অসুস্থ হলে সরকারি হাসপাতালে যান; বার্তা তৃণমূল বিধায়কের - burdwan municipality

বর্ধমানে সেফ হোম উদ্বোধন করতে এসে বর্ধমানবাসীকে অসুস্থ হলে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ৷ মানুষের কাছে তিনি আবেদন জানান, নার্সিংহোমে না গিয়ে সরকারি হাসপাতালের পরিষেবা নিন ৷ হাসপাতালের পরিষেবা এখন অনেক উন্নত ৷

নার্সিংহোম নয় অসুস্থ হলে সরকারি হাসপাতালে যান, বার্তা বর্ধমানের বিধায়কের
নার্সিংহোম নয় অসুস্থ হলে সরকারি হাসপাতালে যান, বার্তা বর্ধমানের বিধায়কের
author img

By

Published : May 20, 2021, 8:57 AM IST

বর্ধমান, 20 মে : অসুস্থ হলে কোনও নার্সিংহোমে না গিয়ে সরকারি হাসপাতালে যান, সেখানে অনেক ভাল পরিষেবার ব্যবস্থা রয়েছে - বুধবার বর্ধমানে সেফ হোম উদ্বোধন করতে এসে একথা বললেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস । তিনি বলেন, নার্সিংহোমগুলি যেভাবে ভুল বুঝিয়ে মোটা টাকার বিল ধরিয়ে দিচ্ছে তাতে নাজেহাল মানুষ । সেই কারণে অসুস্থ হলেই সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি ।


বর্ধমান পৌরসভার উদ্যোগে শহরের জলকল মাঠে পৌরসভা পরিচালিত প্রান্তিকা বিয়েবাড়িতে 20 টি শয্যা বিশিষ্ট সেফ হোম গড়ে তোলা হয়েছে । রাজ্য সরকারের অনুমোদন পাওয়ার পরে পৌরসভার পক্ষ থেকে এই ভবনটি দেওয়া হয়েছে । লেবার ফাউন্ডেশন ও কোভিড কেয়ার নেটওয়ার্কের উদ্যোগে এই হাসপাতাল চালু করা হল বলে জানা গিয়েছে । এর ফলে মানুষ আরও ভাল পরিষেবা পাবেন বলে দাবি করেছেন বিধায়ক ।

বর্ধমান শহরে সেফ হোমের উদ্বোধনে বিধায়ক খোকন দাস
বর্ধমান শহরে সেফ হোমের উদ্বোধনে বিধায়ক খোকন দাস

আরও পড়ুন : করোনা পরিস্থিতি নিয়ে আজ ভার্চুয়ালি মুখোমুখি হতে পারেন মোদি-মমতা


সেফ হোমের উদ্বোধনে এসে বিধায়ক খোকন দাস বলেন, "বর্ধমান শহরের মানুষের একটা ধারণা আছে ৷ হাসপাতালে গেলে করোনার ভাল চিকিৎসা হবে না ৷ তাই তাঁরা নার্সিংহোমে যাচ্ছেন । কিন্তু মানুষ এটা জানেন না কোভিড পরিস্থিতিতে কত সুন্দরভাবে সরকারি হাসপাতালে পরিষেবা দেওয়া হচ্ছে ৷ যার ফলে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন । তাই মানুষের কাছে আবেদন সরকারি হাসপাতালে এসে পরিষেবা নিন ৷ বিভিন্ন জায়গায় সরকারি সহযোগিতায় যেসব সেফ হোম খোলা হয়েছে সেখানে যোগাযোগ করুন । আমরা কয়েকদিন আগেই বলেছি নার্সিংহোম যেভাবে মানুষকে প্রচুর টাকা বিল ধরিয়ে দিচ্ছে । মানুষ সেখানে মারা যাওয়ার পর তাঁর পরিবারের হাতে মোটা বিল ধরিয়ে দিয়ে বিপদে ফেলা হচ্ছে ৷"

এদিন তিনি আরও বলেন, "সব নার্সিংহোম মালিকদের আবেদন করেছি অকারণে মানুষের কাছ থেকে বেশি টাকা নেবেন না । আপনাদের নার্সিংহোমে যদি মনে করেন প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেই তাহলে সেই রোগীকে সরকারি হাসপাতালে পাঠাবেন । সরকারি হাসপাতালে যথেষ্ট ভাল পরিষেবা পাবেন । বর্ধমানে 20 টি বেড বিশিষ্ট সেফ হোম তৈরি হয়েছে । এখানে অনেক চিকিৎসক থাকবেন চিকিৎসা করার জন্য ।"

বর্ধমান, 20 মে : অসুস্থ হলে কোনও নার্সিংহোমে না গিয়ে সরকারি হাসপাতালে যান, সেখানে অনেক ভাল পরিষেবার ব্যবস্থা রয়েছে - বুধবার বর্ধমানে সেফ হোম উদ্বোধন করতে এসে একথা বললেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস । তিনি বলেন, নার্সিংহোমগুলি যেভাবে ভুল বুঝিয়ে মোটা টাকার বিল ধরিয়ে দিচ্ছে তাতে নাজেহাল মানুষ । সেই কারণে অসুস্থ হলেই সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি ।


বর্ধমান পৌরসভার উদ্যোগে শহরের জলকল মাঠে পৌরসভা পরিচালিত প্রান্তিকা বিয়েবাড়িতে 20 টি শয্যা বিশিষ্ট সেফ হোম গড়ে তোলা হয়েছে । রাজ্য সরকারের অনুমোদন পাওয়ার পরে পৌরসভার পক্ষ থেকে এই ভবনটি দেওয়া হয়েছে । লেবার ফাউন্ডেশন ও কোভিড কেয়ার নেটওয়ার্কের উদ্যোগে এই হাসপাতাল চালু করা হল বলে জানা গিয়েছে । এর ফলে মানুষ আরও ভাল পরিষেবা পাবেন বলে দাবি করেছেন বিধায়ক ।

বর্ধমান শহরে সেফ হোমের উদ্বোধনে বিধায়ক খোকন দাস
বর্ধমান শহরে সেফ হোমের উদ্বোধনে বিধায়ক খোকন দাস

আরও পড়ুন : করোনা পরিস্থিতি নিয়ে আজ ভার্চুয়ালি মুখোমুখি হতে পারেন মোদি-মমতা


সেফ হোমের উদ্বোধনে এসে বিধায়ক খোকন দাস বলেন, "বর্ধমান শহরের মানুষের একটা ধারণা আছে ৷ হাসপাতালে গেলে করোনার ভাল চিকিৎসা হবে না ৷ তাই তাঁরা নার্সিংহোমে যাচ্ছেন । কিন্তু মানুষ এটা জানেন না কোভিড পরিস্থিতিতে কত সুন্দরভাবে সরকারি হাসপাতালে পরিষেবা দেওয়া হচ্ছে ৷ যার ফলে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন । তাই মানুষের কাছে আবেদন সরকারি হাসপাতালে এসে পরিষেবা নিন ৷ বিভিন্ন জায়গায় সরকারি সহযোগিতায় যেসব সেফ হোম খোলা হয়েছে সেখানে যোগাযোগ করুন । আমরা কয়েকদিন আগেই বলেছি নার্সিংহোম যেভাবে মানুষকে প্রচুর টাকা বিল ধরিয়ে দিচ্ছে । মানুষ সেখানে মারা যাওয়ার পর তাঁর পরিবারের হাতে মোটা বিল ধরিয়ে দিয়ে বিপদে ফেলা হচ্ছে ৷"

এদিন তিনি আরও বলেন, "সব নার্সিংহোম মালিকদের আবেদন করেছি অকারণে মানুষের কাছ থেকে বেশি টাকা নেবেন না । আপনাদের নার্সিংহোমে যদি মনে করেন প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেই তাহলে সেই রোগীকে সরকারি হাসপাতালে পাঠাবেন । সরকারি হাসপাতালে যথেষ্ট ভাল পরিষেবা পাবেন । বর্ধমানে 20 টি বেড বিশিষ্ট সেফ হোম তৈরি হয়েছে । এখানে অনেক চিকিৎসক থাকবেন চিকিৎসা করার জন্য ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.