বর্ধমান, 18 ডিসেম্বর : রাষ্ট্রপতি শাসন নিয়ে বিজেপি ফাঁকা আওয়াজ দিচ্ছে । বিজেপি ভাষণ বন্ধ করুক । রাষ্ট্রপতি শাসনের প্রক্রিয়া কোন পর্যায়ে, বিজেপির কাছে সেটা আমরা জানতে চাই । বর্ধমানে এসে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ।
তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের অন্তর্জলি যাত্রা শুরু হয়েছে । শুভেন্দু অধিকারী চলে যাওয়া মানে বড় ফ্যাক্টর । বহু লোক ছাড়বে । কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি থাকবে রাজ্যে যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন করা যায় । কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার , তাই বিজেপির পক্ষ থেকে তাদের সরকারের কাছে দাবি করা হোক । বিজেপি বাইরে কেন বড় বড় আওয়াজ দিচ্ছে । এখানে আওয়াজ না দিয়ে সরকারের কাছে দাবি করুক রাষ্ট্রপতি শাসনের জন্য । বাংলায় বসে আওয়াজ মারছে রাষ্ট্রপতি শাসনের । সেটা তো দিল্লিতে গিয়ে করে দিতেই পারে । যখন তিনটে আইপিএস অফিসারকে অমিত শাহ ট্রান্সফার করাতে পারে । তখন অমিত শাহ রাষ্ট্রপতি শাসনও জারি করাতে পারে ।’’
আরও পড়ুন :-"সব থেকে বড় সাম্প্রদায়িক অভিনেতা মমতা বন্দ্যোপাধ্যায়", আক্রমণ অধীরের
তিনি আরও বলেন, ‘‘আমাদের গরম খাইয়ে লাভ কী আছে । সবকিছু নিয়ে রাজনীতি করতে গেলে কিছু করার থাকে না । সরকার তোমাদের , রাষ্ট্রপতি শাসন করে দাও করে দিয়ে বলো রাষ্ট্রপতি শাসন করলাম । তার আগে ভাষণ বন্ধ করো । রাষ্ট্রপতি শাসন কবে জারি হবে আমরা জানতে চাই । রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য কী কী প্রক্রিয়া জারি করা হয়েছে আমরা বিজেপির কাছে জানতে চাই ।’’