বর্ধমান, 11 জুন : স্ত্রী সরকারি চাকরি পাওয়ায় স্বামীর হীনমন্যতায় ভোগার নিষ্ঠুর পরিহাসের সাক্ষী থেকেছে কেতুগ্রাম ৷ সেই কেতুগ্রামের ছায়া এবার পূর্ব বর্ধমানেরই শক্তিগড় থানার জোতরাম এলাকায় ৷ নার্সের চাকরির আপত্তি জানিয়ে চাকরি সংক্রান্ত সমস্ত নথি ছিঁড়ে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনায় অভিযুক্ত রাহুল মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ (Husband arrested for harassing wife in protest of nursing job)।
বছরখানেক আগে খণ্ডঘোষের বাসিন্দা ব্রততী চট্টরাজের সঙ্গে শক্তিগড় থানার জোতরাম এলাকার বাসিন্দা রাহুল মিশ্রর বিয়ে হয়। সম্প্রতি তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে ৷ ব্রততী একটি নার্সিংহোমে নার্সের পদে চাকুরিরত। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই চাকরির প্রতিবাদে স্ত্রী'য়ের উপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাত রাহুল মিশ্র ৷ নানাভাবে চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হত ৷
আরও পড়ুন : নার্সের কবজি কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার দুই সুপারি কিলার
সম্প্রতি চাকরির যাবতীয় নথি ছিঁড়ে দিয়ে ব্রততীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ রেহাই পায়নি দু'মাসের বাচ্চাও ৷ এরপরই ব্রততী শক্তিগড় থানার বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই শক্তিগড় থানার পুলিশ রাহুল মিশ্রকে গ্রেফতার করে ৷ শনিবার তাকে বর্ধমান আদালতে তোলা হলে তিনদিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷