ETV Bharat / state

বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় পরিবর্তনযাত্রায় যোগ দিতে এসেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷ রাজ্য়ের আইন-শৃঙ্খলা প্রশ্নে মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারকে কাঠগড়ায় তোলেন তিনি ৷ দাবি করেন রাষ্ট্রপতি শাসন জারির ৷

wb_bwn_01_bjp minister_7204528
বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর
author img

By

Published : Feb 18, 2021, 3:00 PM IST

বর্ধমান, 18 ফেব্রুয়ারি: এবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী! বিজেপির পরিবর্তনযাত্রায় অংশ নিয়ে একথা বলেন নরোত্তম মিশ্র ৷

বর্ধমান থেকে বিজেপির রথযাত্রা তথা পরিবর্তনযাত্রায় অংশ নেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্য়ে আইন-শৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে ৷ তাই একের পর এক হামলার ঘটনা ঘটছে ৷ এই কারণেই রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত বলে মনে করেন নরোত্তম মিশ্র ৷

আরও পড়ুন: বাংলায় রাষ্ট্রপতি শাসন ? শাহের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

দলীয় কর্মসূচিতে এসে বাংলার মুখ্যমন্ত্রী তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও তোপ দাগেন নরোত্তম ৷ নিশানা করেন মুখ্যমন্ত্রীর পরিবারকেও ৷ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একদিকে যখন রাজ্য়ের মন্ত্রীর উপর হামলা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রীর পরিবারের সকলে টাকা রোজগার করতে বাধ্য ৷

প্রসঙ্গত, বুধবার রাতেই মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন রাজ্য়ের প্রতিমন্ত্রী জাকির হুসেন ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা নরোত্তম মিশ্র ৷

বর্ধমান, 18 ফেব্রুয়ারি: এবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী! বিজেপির পরিবর্তনযাত্রায় অংশ নিয়ে একথা বলেন নরোত্তম মিশ্র ৷

বর্ধমান থেকে বিজেপির রথযাত্রা তথা পরিবর্তনযাত্রায় অংশ নেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্য়ে আইন-শৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে ৷ তাই একের পর এক হামলার ঘটনা ঘটছে ৷ এই কারণেই রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত বলে মনে করেন নরোত্তম মিশ্র ৷

আরও পড়ুন: বাংলায় রাষ্ট্রপতি শাসন ? শাহের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

দলীয় কর্মসূচিতে এসে বাংলার মুখ্যমন্ত্রী তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও তোপ দাগেন নরোত্তম ৷ নিশানা করেন মুখ্যমন্ত্রীর পরিবারকেও ৷ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একদিকে যখন রাজ্য়ের মন্ত্রীর উপর হামলা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রীর পরিবারের সকলে টাকা রোজগার করতে বাধ্য ৷

প্রসঙ্গত, বুধবার রাতেই মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন রাজ্য়ের প্রতিমন্ত্রী জাকির হুসেন ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা নরোত্তম মিশ্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.