পূর্বস্থলী, 6 নভেম্বর: স্কুলছাত্রীর কাছে তার পাড়ার সমস্যার কথা শুনে সকাল হতে না হতেই সমস্যা সমাধানে ছুটলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। রবিবার তিনি পূর্বস্থলী 1 ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের ফকিরতলা মাঠপাড়া এলাকায় যান (Burdwan News)। সেখানে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পূর্বস্থলীর ভবতারিণী রায় বালিকা বিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী স্বপন দেবনাথ । সেখানে মন্ত্রীকে কাছে পেয়ে এক ছাত্রী তার পাড়ায় নিকাশি সমস্যা ও ভাঙা রাস্তার জন্য কীভাবে তাদের সমস্যায় পড়তে হয়, সে কথা জানায় । ছাত্রীর এলাকার সমস্যার কথা শোনার পর আজ সকালেই ওই এলাকায় যান মন্ত্রী স্বপন দেবনাথ । সেখানে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকে তিনি নিকাশি সমস্যার কথা শোনেন । এছাড়া কোন কোন সরকারি প্রকল্প গ্রামবাসীরা সঠিকভাবে পাচ্ছেন না, তা নিয়েও কথা বলেন এলাকাবাসীর সঙ্গে ৷ দ্রুত তাঁদের সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি ।
আরও পড়ুন: দরজায় দরজায় ঘুরে করোনা নিয়ে মানুষকে সচেতন করলেন মন্ত্রী
স্থানীয় বাসিন্দা সৌভিক দাস বলেন, "আমাদের পাড়ার এক ছাত্রীর কাছ থেকে এলাকার সমস্যার কথা শুনে মন্ত্রী নিজে বিষয়টি দেখতে এসেছিলেন । তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ।"
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ওই এলাকায় গিয়ে নিকাশি ব্যবস্থা নিয়ে তিনি খোঁজখবর নিয়েছেন । তাছাড়া ওই নর্দমা সারাই করার পাশাপাশি কীভাবে এলাকার রাস্তা মেরামত করা যায়, সে কথাও শুনেছেন । ইঞ্জিনিয়ার নিয়ে এসে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী ৷