পূর্বস্থলী, 28 জানুয়ারি : বোমার আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি থাকা হাসিবুল শেখের মৃত্যু হল আজ । তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডলের দাবি, হাসিবুল বিজেপিতে যোগ না দিলেও আমার সঙ্গে যোগাযোগ রাখায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে বোমা মেরে খুন করেছে । যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, নিজের ঝামেলার জেরেই তিনি খুন হয়েছেন । এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । যদিও হাসিবুল শেখের পরিবারের দাবি, হাসিবুল দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ।
গত 19 জানুয়ারি সন্ধের দিকে পূর্বস্থলী থানার হাপানিয়া বাসস্ট্যান্ডে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন হাসিবুল । সেই সময় বেশ কিছু দুষ্কৃতী হাসিবুলকে লক্ষ্য করে বোমা ছোড়ে । ঘটনায় হাসিবুল ও তাঁর ভাই রহিম আহত হন। হাসিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । আজ তাঁর মৃত্যু হয় ।
যদিও ঘটনার দিন বিজেপির কাটোয়া জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ দাবি করেছিলেন, হাসিবুল এবং তাঁর ভাই রহিম শেখ বিজেপিতে যোগ দিয়েছেন । সেই কারণেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে বোমাবাজি করেছে ।
যদিও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুনীল মণ্ডল আজ বিকালে দাবি করেন, হাসিবুল শেখ আমার অনুগামী হলেও তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেননি । কিন্তু আমার সঙ্গে যোগাযোগ রাখায় তাঁকে খুন করা হয়েছে ।
আরও পড়ুন : খুনের মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা কাজল শেখকে নিরাপত্তারক্ষী, উঠছে প্রশ্ন
অন্যদিকে পূর্বস্থলীর প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, "হাসিবুল শেখ এবং সুনীল মণ্ডল দুজনেই ক্রিমিনাল । ক্রিমিনালদের নিজেদের মধ্যে ঝামেলার জেরেই হাসিবুল খুন হয়েছে । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।"