ETV Bharat / state

Retired Teacher Died by Suicide শিক্ষারত্ন পেলেও মেলেনি পেনশন, অবসাদে আত্মঘাতী হেয়ার স্কুলের প্রাক্তন শিক্ষক - CM Mamata Banerjee

অবসাদে আত্মঘাতী হেয়ার স্কুলের (Hare School) প্রাক্তন শিক্ষক (Ex teacher) সুনীলকুমার দাস ৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাত থেকে শিক্ষারত্ন উপাধি পান ।

Hare School Ex teacher Died by Suicide
Died by Suicide
author img

By

Published : Aug 17, 2022, 6:55 PM IST

বর্ধমান, 17 অগস্ট: শিক্ষকতা জীবনে পেয়েছেন শিক্ষারত্ন । কিন্তু শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পরে তিন বছর কেটে গেলেও মেলেনি পেনশন । ফলে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন সুনীলকুমার দাস (63)। গতকাল গভীর রাতে তিনি আত্মঘাতী হন (Retired Teacher Died by Suicide) ।

পূর্ব বর্ধমান জেলার দেবীপুরের রাজবাগান এলাকার ঘটনা । কয়েকটি স্কুলে শিক্ষকতা করার পরে হেয়ার স্কুল (Hare School) থেকে অবসর নেন সুনীলকুমার দাস । 2019 সালে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাত থেকে শিক্ষারত্ন উপাধি পান । তিন বছর আগে সুনীলকুমার দাস হেয়ার স্কুল থেকে অবসর নেন । কিন্তু তিন বছর কেটে গেলেও মেলেনি পেনশন । ফলে কীভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি ।

আরও পড়ুন: বৌভাতের দিন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

বেশ কিছুদিন ধরে সুনীল মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে (Hare School Ex teacher Died by Suicide) । তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে । দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে । ছেলে পিএইচডি করছেন । মৃতের স্ত্রী সাধনা দাস বলেন, "তিন বছর আগে অবসর নেওয়ার পরেও পেনশন না মেলায় তিনি অবসাদে ভুগতে শুরু করেন । কীভাবে সংসার চালাবেন তা বুঝে উঠতে পারছিলেন না । এরপরেই তিনি আত্মঘাতী হন ।"

বর্ধমান, 17 অগস্ট: শিক্ষকতা জীবনে পেয়েছেন শিক্ষারত্ন । কিন্তু শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পরে তিন বছর কেটে গেলেও মেলেনি পেনশন । ফলে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন সুনীলকুমার দাস (63)। গতকাল গভীর রাতে তিনি আত্মঘাতী হন (Retired Teacher Died by Suicide) ।

পূর্ব বর্ধমান জেলার দেবীপুরের রাজবাগান এলাকার ঘটনা । কয়েকটি স্কুলে শিক্ষকতা করার পরে হেয়ার স্কুল (Hare School) থেকে অবসর নেন সুনীলকুমার দাস । 2019 সালে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাত থেকে শিক্ষারত্ন উপাধি পান । তিন বছর আগে সুনীলকুমার দাস হেয়ার স্কুল থেকে অবসর নেন । কিন্তু তিন বছর কেটে গেলেও মেলেনি পেনশন । ফলে কীভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি ।

আরও পড়ুন: বৌভাতের দিন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

বেশ কিছুদিন ধরে সুনীল মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে (Hare School Ex teacher Died by Suicide) । তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে । দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে । ছেলে পিএইচডি করছেন । মৃতের স্ত্রী সাধনা দাস বলেন, "তিন বছর আগে অবসর নেওয়ার পরেও পেনশন না মেলায় তিনি অবসাদে ভুগতে শুরু করেন । কীভাবে সংসার চালাবেন তা বুঝে উঠতে পারছিলেন না । এরপরেই তিনি আত্মঘাতী হন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.