ETV Bharat / state

Guwahati-Kolkata Express Catches Fire: গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেসে ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা - কাটোয়া স্টেশন

কাটোয়া স্টেশনে (Katwa Station) পৌঁছানোর পর এসি কোচ থেকে ধোঁয়া (Smoke on Guwahati-Kolkata Express) বের হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে ৷ জানা গিয়েছে, এসির মোটরে শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে ৷

Smoke on Guwahati-Kolkata Express  ETV BHARAT BANGLA
গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেসে ধোঁয়া
author img

By

Published : Dec 25, 2022, 9:41 PM IST

কাটোয়া, 25 ডিসেম্বর: গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেসের এসি কোচ থেকে ধোঁয়া (Smoke on Guwahati-Kolkata Express) বের হওয়ার ঘটনায়, আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে ৷ রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনের (Katwa Station) ঢোকার পর ৷ যে ঘটনার জেরে বেশ কিছুক্ষণ কাটোয়া রেল স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখা হয় ৷ জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল ৷ ইঞ্জিনিয়ার এবং মেক্যানিকদের একটি দল কাটোয়া স্টেশনে গিয়ে মেরামতির পর, ট্রেন ছেড়ে দেওয়া হয় ৷

জানা গিয়েছে, রবিবার দুপুরে গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেস কাটোয়া স্টেশনে ঢোকার পর একটি এসি বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ৷ ট্রেনটি সেই সময় স্টেশন থেকে সবে ছেড়েছিল ৷ ট্রেনে আগুন লেগেছে এই আতঙ্কে যাত্রীরা ছোটাছুটি শুরু করে দেয় কামরার মধ্যেই ৷ ট্রেন থামতেই যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে শুরু করে দেন ৷ খবর পেয়ে কাটোয়া স্টেশনে যায় রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ৷ ধোঁয়া বের হওয়ার কারণ জানতে, তারা বগিটি পরীক্ষা করে দেখেন ৷ প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ব্রেকে সমস্যার জেরে ধোঁয়া বের হচ্ছে ৷ পরবর্তী সময়ে খতিয়ে পরীক্ষা করলে জানা যায়, এসির মোটর থেকে এই ধোঁয়া বের হচ্ছিল ৷ রেলের ইঞ্জিনিয়ার এবং মেক্যানিকরা সেই সমস্যা ঠিক করে দিলে ট্রেন কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় ৷

কাটোয়ার স্টেশন মাস্টার কল্যাণ সেন বলেন, ‘‘আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি ৷ গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেস কাটোয়া স্টেশনে আসে ৷ এরপর সিগন্যাল দেওয়ার পরে গার্ড রিপোর্ট করে এসি বি1 কোচ থেকে ধোঁয়া বের হচ্ছে ৷ প্রথমে সন্দেহ করা হয়েছিল ব্রেকে কোন সমস্যা হয়তো হয়েছে ৷ আগুনের কোনও সমস্যা ছিল না ৷ তারপর জানা যায় এসি-র মোটর থেকেই সমস্যা হয়েছে ৷ ওখানে শর্ট সার্কিটের কারণেই এই বিপত্তি ৷ ইঞ্জিনিয়ার-সহ আধিকারিকদের খবর দেওয়া হয় ৷ এরপর মেরামতি করে ট্রেনটি ছেড়ে দেওয়া হয় ৷ যাত্রীরা কেউ সমস্যায় পড়েননি ৷ তবে, ধোঁয়ার কারণে যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়েছিল ৷

আরও পড়ুন: রক্ষণাবেক্ষণের জন্য রাত থেকে শিয়ালদা-নৈহাটি-রাণাঘাট শাখায় বাতিল একাধিক ট্রেন

প্রসঙ্গত, শিয়ালদা উত্তর শাখায় এদিন রক্ষণাবেক্ষণের কাজও চলছে ৷ সেই কারণে সকালের দিকে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ৷ এমনকি কলকাতা-গুয়াহাটি এক্সপ্রেসও কিছুটা দেরিতে চলছিল ৷ তারই মধ্যে এই আগুন আতঙ্কে হয়রানির শিকার হন যাত্রীরা ৷

কাটোয়া, 25 ডিসেম্বর: গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেসের এসি কোচ থেকে ধোঁয়া (Smoke on Guwahati-Kolkata Express) বের হওয়ার ঘটনায়, আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে ৷ রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনের (Katwa Station) ঢোকার পর ৷ যে ঘটনার জেরে বেশ কিছুক্ষণ কাটোয়া রেল স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখা হয় ৷ জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল ৷ ইঞ্জিনিয়ার এবং মেক্যানিকদের একটি দল কাটোয়া স্টেশনে গিয়ে মেরামতির পর, ট্রেন ছেড়ে দেওয়া হয় ৷

জানা গিয়েছে, রবিবার দুপুরে গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেস কাটোয়া স্টেশনে ঢোকার পর একটি এসি বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ৷ ট্রেনটি সেই সময় স্টেশন থেকে সবে ছেড়েছিল ৷ ট্রেনে আগুন লেগেছে এই আতঙ্কে যাত্রীরা ছোটাছুটি শুরু করে দেয় কামরার মধ্যেই ৷ ট্রেন থামতেই যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে শুরু করে দেন ৷ খবর পেয়ে কাটোয়া স্টেশনে যায় রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ৷ ধোঁয়া বের হওয়ার কারণ জানতে, তারা বগিটি পরীক্ষা করে দেখেন ৷ প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ব্রেকে সমস্যার জেরে ধোঁয়া বের হচ্ছে ৷ পরবর্তী সময়ে খতিয়ে পরীক্ষা করলে জানা যায়, এসির মোটর থেকে এই ধোঁয়া বের হচ্ছিল ৷ রেলের ইঞ্জিনিয়ার এবং মেক্যানিকরা সেই সমস্যা ঠিক করে দিলে ট্রেন কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় ৷

কাটোয়ার স্টেশন মাস্টার কল্যাণ সেন বলেন, ‘‘আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি ৷ গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেস কাটোয়া স্টেশনে আসে ৷ এরপর সিগন্যাল দেওয়ার পরে গার্ড রিপোর্ট করে এসি বি1 কোচ থেকে ধোঁয়া বের হচ্ছে ৷ প্রথমে সন্দেহ করা হয়েছিল ব্রেকে কোন সমস্যা হয়তো হয়েছে ৷ আগুনের কোনও সমস্যা ছিল না ৷ তারপর জানা যায় এসি-র মোটর থেকেই সমস্যা হয়েছে ৷ ওখানে শর্ট সার্কিটের কারণেই এই বিপত্তি ৷ ইঞ্জিনিয়ার-সহ আধিকারিকদের খবর দেওয়া হয় ৷ এরপর মেরামতি করে ট্রেনটি ছেড়ে দেওয়া হয় ৷ যাত্রীরা কেউ সমস্যায় পড়েননি ৷ তবে, ধোঁয়ার কারণে যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়েছিল ৷

আরও পড়ুন: রক্ষণাবেক্ষণের জন্য রাত থেকে শিয়ালদা-নৈহাটি-রাণাঘাট শাখায় বাতিল একাধিক ট্রেন

প্রসঙ্গত, শিয়ালদা উত্তর শাখায় এদিন রক্ষণাবেক্ষণের কাজও চলছে ৷ সেই কারণে সকালের দিকে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ৷ এমনকি কলকাতা-গুয়াহাটি এক্সপ্রেসও কিছুটা দেরিতে চলছিল ৷ তারই মধ্যে এই আগুন আতঙ্কে হয়রানির শিকার হন যাত্রীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.