ETV Bharat / state

চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু গার্ডের , দানা বাঁধছে রহস্য - mystery is forming

কীভাবে দেবীপ্রসাদ গঙ্গোপাধ্যায় ট্রেন থেকে অজয় নদে পড়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । তিনি আত্মহত্যা করেছেন না কী দুর্ঘটনা ঘটেছে তা নিয়েও উঠছে প্রশ্ন । এছাড়া রেলের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থানে আসার পরেও কেন কয়েক ঘন্টা দেহ পড়ে থাকল তা নিয়েও প্রশ্ন উঠছে ।

AUSHGRAM
AUSHGRAM
author img

By

Published : Aug 2, 2020, 10:14 PM IST

আউসগ্রাম, 2 অগাস্ট : পূর্ব বর্ধমানের আউসগ্রামের কাছে চলন্ত ট্রেন থেকে অজয় নদে পড়ে মৃত্যু হল গার্ডের । রবিবার দুপুরে অজয় নদর চর থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃত গার্ডের নাম দেবীপ্রসাদ গঙ্গোপাধ্যায় (56) । তবে কীভাবে তিনি ট্রেন থেকে নদেতে পড়ে গেলেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে ।

রেল সূত্রে জানা গেছে, রেলকর্মীদের নিয়ে একটি বিশেষ ট্রেন রামপুরহাট থেকে বর্ধমানের দিকে আসছিল। ট্রেনটিতে তিনটে কামারা ছিল। ট্রেনটি যখন বোলপুর পেরিয়ে আউসগ্রামের ভেদিয়া স্টেশনে ঢোকার মুখে অজয় নদের উপর ব্রিজ পার করছিল , তখন গার্ডের সঙ্গে চালকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । ট্রেন থামিয়ে রেল কর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে । সেই সময় অজয় নদের চরে দেবীপ্রসাদ বাবুকে পড়ে থাকতে দেখেন রেল কর্মীরা । খবর দেওয়া হয় বোলপুরের রেল অফিসে ।

খবর পেয়ে বোলপুর থেকে রেলের আধিকারিকরা ভেদিয়া চলে আসেন । কিন্তু এরপরেও বেশ কয়েক ঘন্টা দেহ পড়ে ছিল। পরে দেহটি উদ্ধার করা হয়। তবে কীভাবে তিনি ট্রেন থেকে অজয় নদে পড়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । তিনি আত্মহত্যা করেছেন না কী দুর্ঘটনাই ঘটেছে তা নিয়েও উঠছে প্রশ্ন । এছাড়াও রেলের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থানে আসার পরেও কেন কয়েক ঘন্টা দেহ পড়ে থাকল তা নিয়েও প্রশ্ন উঠছে ।

আউসগ্রাম, 2 অগাস্ট : পূর্ব বর্ধমানের আউসগ্রামের কাছে চলন্ত ট্রেন থেকে অজয় নদে পড়ে মৃত্যু হল গার্ডের । রবিবার দুপুরে অজয় নদর চর থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃত গার্ডের নাম দেবীপ্রসাদ গঙ্গোপাধ্যায় (56) । তবে কীভাবে তিনি ট্রেন থেকে নদেতে পড়ে গেলেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে ।

রেল সূত্রে জানা গেছে, রেলকর্মীদের নিয়ে একটি বিশেষ ট্রেন রামপুরহাট থেকে বর্ধমানের দিকে আসছিল। ট্রেনটিতে তিনটে কামারা ছিল। ট্রেনটি যখন বোলপুর পেরিয়ে আউসগ্রামের ভেদিয়া স্টেশনে ঢোকার মুখে অজয় নদের উপর ব্রিজ পার করছিল , তখন গার্ডের সঙ্গে চালকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । ট্রেন থামিয়ে রেল কর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে । সেই সময় অজয় নদের চরে দেবীপ্রসাদ বাবুকে পড়ে থাকতে দেখেন রেল কর্মীরা । খবর দেওয়া হয় বোলপুরের রেল অফিসে ।

খবর পেয়ে বোলপুর থেকে রেলের আধিকারিকরা ভেদিয়া চলে আসেন । কিন্তু এরপরেও বেশ কয়েক ঘন্টা দেহ পড়ে ছিল। পরে দেহটি উদ্ধার করা হয়। তবে কীভাবে তিনি ট্রেন থেকে অজয় নদে পড়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । তিনি আত্মহত্যা করেছেন না কী দুর্ঘটনাই ঘটেছে তা নিয়েও উঠছে প্রশ্ন । এছাড়াও রেলের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থানে আসার পরেও কেন কয়েক ঘন্টা দেহ পড়ে থাকল তা নিয়েও প্রশ্ন উঠছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.