ETV Bharat / state

ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ির টালির চাল, জখম দুই শিশু সহ চার

আজ সকালে মাঠেরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার দিচ্ছিলেন শিক্ষিকা সখিয়া বিবি ও সহায়িকা সুনীতা কুণ্ডু । সেই সময় ওই কেন্দ্রের টালির চাল ভেঙে পড়ে । এর জেরে জখম হয় চারজন । পূর্ব সাতগাছি পঞ্চায়েতের শতপটি মাঠেরপাড়ার ঘটনা ।

ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ির টালির চাল
author img

By

Published : Jul 16, 2019, 11:45 PM IST


কালনা, 16 জুলাই : শিশুদের খাবার দেওয়ার সময় ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টালির চাল । এর জেরে জখম হয়েছে চারজন । তার মধ্যে দুই শিশু রয়েছে । পূর্ব সাতগাছি পঞ্চায়েতের শতপটি মাঠেরপাড়ার ঘটনা ।

আজ সকালে মাঠেরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার দিচ্ছিলেন শিক্ষিকা সখিয়া বিবি ও সহায়িকা সুনীতা কুণ্ডু । সেই সময় ওই কেন্দ্রের টালির চাল ভেঙে পড়ে । এর জেরে জখম হয় চারজন । চিৎকার শুনে ঘটনাস্থানে যান স্থানীয় বাসিন্দারা । তারা জখমদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যান।

এরপরই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হোন অভিভাবক ও স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে যান স্থানীয় প্রধান ও পঞ্চায়েত সদস্যরা । যদিও, বিষয়ে তদন্ত করা হবে বলে জানান কালনার মহকুমাশাসক ।

স্থানীয় বাসিন্দা সঞ্জীব কুণ্ডু বলেন, "আগের পঞ্চায়েত সদস্যদের ও বর্তমানের প্রধানকে বারবার জানানো সত্ত্বেও তাঁরা কোনও পদক্ষেপ করেননি ।" অঙ্গনওয়াড়ি শিক্ষিকা তপতী কুণ্ডু বলেন, "এই দুর্ঘটনায় চারজন জখম হয়েছেন । তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।"


কালনা, 16 জুলাই : শিশুদের খাবার দেওয়ার সময় ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টালির চাল । এর জেরে জখম হয়েছে চারজন । তার মধ্যে দুই শিশু রয়েছে । পূর্ব সাতগাছি পঞ্চায়েতের শতপটি মাঠেরপাড়ার ঘটনা ।

আজ সকালে মাঠেরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার দিচ্ছিলেন শিক্ষিকা সখিয়া বিবি ও সহায়িকা সুনীতা কুণ্ডু । সেই সময় ওই কেন্দ্রের টালির চাল ভেঙে পড়ে । এর জেরে জখম হয় চারজন । চিৎকার শুনে ঘটনাস্থানে যান স্থানীয় বাসিন্দারা । তারা জখমদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যান।

এরপরই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হোন অভিভাবক ও স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে যান স্থানীয় প্রধান ও পঞ্চায়েত সদস্যরা । যদিও, বিষয়ে তদন্ত করা হবে বলে জানান কালনার মহকুমাশাসক ।

স্থানীয় বাসিন্দা সঞ্জীব কুণ্ডু বলেন, "আগের পঞ্চায়েত সদস্যদের ও বর্তমানের প্রধানকে বারবার জানানো সত্ত্বেও তাঁরা কোনও পদক্ষেপ করেননি ।" অঙ্গনওয়াড়ি শিক্ষিকা তপতী কুণ্ডু বলেন, "এই দুর্ঘটনায় চারজন জখম হয়েছেন । তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।"

Intro:ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ির চাল, আহত দুই শিশু

সন্তোষ দাস

শিশুদের খাবার বিতরণ করার সময় হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে রান্নাঘরের চালা।মঙ্গলবার পূর্ব সাতগাছি পন্চায়েতের শতপটি মাঠেরপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই দুর্ঘটনায় দুই শিশু ও সহায়িকা সহ মোট চারজন জখম হয়েছে বলে জানা যায়।এরপরেই ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন ও কালনা হাসপাতালে নিয়ে যান।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় প্রধান ও পন্চায়েত সদস্যরা।

বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে আহতরা রক্ষা পেলেও এই দুর্ঘটনায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও পন্চায়েতের গাফিলতির বিষয়ে সরব হোন অভিভাবক ও স্থানীয়রা।যদিও এই ঘটনার বিষয়টি তদন্ত সহ খতিয়ে দেখা হবে বলে জানান কালনার মহকুমাশাসক।
কালনার পূর্ব শতপটি মাঠের পাড়া এলাকায় এই দুর্ঘটনার পরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী,স্থানীয় ব্যক্তিরা ও পন্চায়েতের প্রধান ও সদস্যরা একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।এই বিষয়ে স্থানীয় সন্জীব কুন্ডু বলেন,‘আগের পন্চায়েত সদস্যদের ও বর্তমানের প্রধানকে বারবার জানানো সত্বেও তারা কোনো পদক্ষেপ নেননি প্রায় ভেঙ্গে পড়া রান্নাঘরটির বিষয়ে।’অঙ্গনওয়াড়ি শিক্ষিকা তপতী কুন্ডু বলেন,‘এই দুর্ঘটনায় দুই শিশু ও দুজন সহায়িকা জখম হয়েছেন।তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এখানে দুটো কেন্দ্রের রান্না একজায়গায় হয়।রান্নাঘরের একটি খুঁটি নড়বড়ে ছিলো।কেউ ঠেস দিয়ে দাঁড়াতেই ভেঙ্গে পড়ে টিনের ও টালির চালটি।Body:অঙ্গনওয়াড়ি Conclusion:কেন্দ্র ভেঙে পড়ল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.