ETV Bharat / state

চোলাই পাচারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার 4, বাজেয়াপ্ত 20 লিটার মদ - Bhatar

পূর্ব বর্ধমান জেলার ভাতারে 20 লিটার চোলাই মদ সহ 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ ।

গ্রেপ্তার 4
author img

By

Published : Aug 10, 2019, 2:55 PM IST

ভাতার, 10 অগাস্ট : চোলাই মদ পাচারের চেষ্টার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করল পুলিশ । পাশাপাশি 80 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে । পূর্ব বর্ধমান জেলার ভাতারের ঘটনা । ধৃতদের নাম বাপি দাস, সুনীল রায়, শুভেন্দু দাস ও হারাধন দাস । তারা ভাতারের কাশীপুর গ্রামের দাসপাড়ার বাসিন্দা ।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে চারটি 20 লিটারের প্লাস্টিকের জার নিয়ে কাশীপুর বাসস্ট্যান্ডের কাছে অপেক্ষা করছিল অভিযুক্তরা । সেই সময় ভাতার থানার পুলিশের টহলদারি ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছিল । অভিযুক্তদের দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ । এরপর তাদের কাছ থেকে কোনও সদুত্তর না পেয়ে পুলিশ ড্রামগুলি খুলে দেখে তাতে চোলাই মদ রয়েছে । অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ।

গতকাল ধৃতদের পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

ভাতার, 10 অগাস্ট : চোলাই মদ পাচারের চেষ্টার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করল পুলিশ । পাশাপাশি 80 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে । পূর্ব বর্ধমান জেলার ভাতারের ঘটনা । ধৃতদের নাম বাপি দাস, সুনীল রায়, শুভেন্দু দাস ও হারাধন দাস । তারা ভাতারের কাশীপুর গ্রামের দাসপাড়ার বাসিন্দা ।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে চারটি 20 লিটারের প্লাস্টিকের জার নিয়ে কাশীপুর বাসস্ট্যান্ডের কাছে অপেক্ষা করছিল অভিযুক্তরা । সেই সময় ভাতার থানার পুলিশের টহলদারি ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছিল । অভিযুক্তদের দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ । এরপর তাদের কাছ থেকে কোনও সদুত্তর না পেয়ে পুলিশ ড্রামগুলি খুলে দেখে তাতে চোলাই মদ রয়েছে । অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ।

গতকাল ধৃতদের পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

Intro:রাতের অন্ধকারে চোলাই পাচার, গ্রেফতার চার

পুলক যশ, বর্ধমান

রাতের অন্ধকারে চোলাই মদ পাচারের সময় চার পাচারকারীকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ। ধৃতদের শুক্রবার পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাপি দাস,সুনীল রায়,শুভেন্দু দাস ও হারাধন দাস । তাঁদের বাড়ি ভাতারের কাশীপুর গ্রামের দাসপাড়ায় । বৃহস্পতিবার রাতে কাশীপুর বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেফতার করা হয় । ধৃতদের কাছ থেকে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে পুলিশ । শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় ।
পুলিশ সুত্রে খবর, বৃহস্পতিবার রাতে ওই চারজন চারটি ২০ লিটারের প্লাসটিকের জার নিয়ে কাশীপুর বাসস্ট্যান্ডের কাছে অপেক্ষা করছিল । সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ভাতার থানার পুলিশের একটি টহলদারি ভ্যান । সন্দেহ হওয়ায় পুলিশ তাঁদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে । কিন্তু তাঁরা কোন সদুত্তর দিতে না পাড়ায় পুলিশ ড্রামগুলি খুলে পরীক্ষা করে । তখন পুলিশ জানতে পারে তাতে চোলাই মদ রয়েছে । এরপর ওই চারজনকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি ৮০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়।Body:রাতের অন্ধকারে চোলাই Conclusion:পাচার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.