কালনা, 10 অক্টোবর: এবার ডাঙাতেই কুমির । হেঁটে বেড়াচ্ছে দিব্যি, মেজাজ নিয়ে। বাড়ির দরজার সামনে ঘুরে বেড়াচ্ছে নির্বিকারহীন কুমির ৷ সোমবার গভীর রাতে সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যান বাসিন্দারা । পূর্ব বর্ধমান জেলার কালনার 10 নং ওয়ার্ডের পালপাড়া এলাকার ঘটনা। কালনা থানায় খবর দিলে পুলিশ কুমিরটির উপরে নজর রাখতে থাকে । এরপর মঙ্গলবার সকালের দিকে বন বিভাগের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করে নদীতে ছেড়ে দেয় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে কালনা এলাকায় ভাগীরথী নদী থেকে একটা কুমির ডাঙায় উঠে আসে । পরে সেটি কোনওভাবে লোকালয়ে ঢুকে পড়ে । গভীর রাতে প্রায় আট থেকে দশ ফুটের এই কুমির রাস্তায় দেখতে পেয়ে নিমেষেই খবর ছড়িয়ে পড়ে । ঘুম উড়ে যায় স্থানীয় বাসিন্দাদের । কোনওভাবে যেন কারও বাড়িতে কুমিরটা ঢুকে না পড়ে এলাকাবাসীরা সেদিকে নজর দিতে থাকে । খবর দেওয়া হয় পুলিশ ও বনবিভাগে । পরে বনকর্মীরা সেই কুমিরকে ধরে নদীতে ছেড়ে দেয় ।
স্থানীয় বাসিন্দা সদানন্দ পাল বলেন, "রাতে খুব কুকুর চিৎকার করছিল । সেই শব্দে আমরা বাইরে বেরিয়ে আসি । দেখি রাস্তার উপরে একটা কুমির । ভয় পেয়ে গিয়েছিলাম খুব ৷ এরপর সকাল হতেই বনবিভাগের লোকজন আসে । তারা জাল দিয়ে কুমির ধরার চেষ্টা করে । এই এলাকায় এইভাবে কোনওদিন কুমির দেখা যায়নি ।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ থানায় খবর যায় লোকালয়ে কুমির ঢুকে পড়েছে । তারপর তাঁরা এসে এলাকার মানুষকে আশ্বস্ত করেন । বন বিভাগে খবর দেওয়া হয় । এলাকায় সকাল থেকেই চারিদিকে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয় । যাতে কুমির অন্য জায়গায় যেতে না পারে । মানুষজন নিজের নিজের বাড়ির দরজা বন্ধ করে দেয় । পরে কুমির উদ্ধার করে বন বিভাগের কর্মীরা ।
জেলা বন বিভাগের আধিকারিক নিশা গোস্বামী বলেন, "কালনা এলাকায় একটা কুমির ঢুকে পড়েছিল । খবর পেয়ে বন বিভাগের কর্মীরা জাল দিয়ে কুমিরটিকে উদ্ধার করে । পরে তাকে নদীতেই ছেড়ে দেওয়া হয় । তবে খাবারের খোঁজে নাকি অন্য কারণে কুমির লোকালয়ে ঢুকল তা খতিয়ে দেখা হচ্ছে ৷"
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে কাটোয়া এলাকার কাশীগঞ্জে একটা কুমিরের মতো জন্তুকে ঘিরে আতঙ্ক ছড়ায় । যদিও পরে বন বিভাগের কর্মীরা জানিয়েছিল ওটা ঘড়িয়াল ছিল । এরপর ফের কালনা শহরে কুমিরের দেখা ।
আরও পড়ুন : লোকালয়ে কুমির ! নামখানার পুকুর থেকে উদ্ধার সরীসৃপ বনদফতরের জালে