গলসি, 21 ডিসেম্বর : নববর্ষের রাতে শিকারপুরে ট্রাকের নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল এক পরিবারের পাঁচজনের । মৃতদের মধ্যে দুটি শিশু রয়েছে । আজ পুলিশ দেহগুলি উদ্ধার করতে গেলে পুলিশকে ঘরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ । ঘটনায় 10জনকে আটক করা হয়েছে ।
গতরাতে পরিবারের পাঁচজন যখন ঘুমাচ্ছিলেন তখন বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপর উলটে পড়ে । আজ সকালে মৃতদেহগুলি উদ্ধারের জন্য ঘটনাস্থানে যায় গলসি থানার পুলিশ । সেইসময় গ্রামের পুরুষ ও মহিলারা বাঁশ নিয়ে তেড়ে যায় । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা ও স্থানীয় BJP নেতৃত্ব । গলসি থেকে শিকারপুর যাওয়ার রাস্তা সারাদিন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । বিক্ষোভকারীদের মধ্যে 10জনকে আটক করা হয় । এরপর আটক গ্রামবাসীদের ছেড়ে দেওয়ার দাবিতে বালিঘাটে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা ।
বিকেলে জেলা প্রশাসনের একটি দল গ্রামবাসীদের আশ্বাস দেয় সাতদিনের মধ্যে পুলিশ প্রশাসন গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসবে । গলসির কোন কোন এলাকায় অবৈধ বালিঘাট চলছে সেই বিষয়ে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে । সেই কথায় গ্রামবাসীরা আশ্বস্ত হলেও BJP কর্মীরা অবরোধ তুলতে চায়নি । কিন্তু গ্রামবাসীরা অবরোধ তুলে নেওয়ার পরে BJP নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ । গ্রামে উত্তেজনা বহাল থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।