ETV Bharat / state

ট্রাক চাপা পড়ে 5 জনের মৃত্যুতে উত্তপ্ত গলসি, লাঠিচার্জ পুলিশের - গলসি থানার পুলিশ

আজ সকালে মৃতদেহগুলি উদ্ধারের জন্য ঘটনাস্থানে যায় গলসি থানার পুলিশ । সেইসময় গ্রামের পুরুষ ও মহিলারা বাঁশ নিয়ে তেড়ে যায় । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা ও স্থানীয় BJP নেতৃত্ব । গলসি থেকে শিকারপুর যাওয়ার রাস্তা সারাদিন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । বিক্ষোভকারীদের মধ্যে 10 জনকে আটক করা হয় ।

galsi
গলসি
author img

By

Published : Jan 1, 2020, 9:41 PM IST

Updated : Jan 1, 2020, 11:36 PM IST

গলসি, 21 ডিসেম্বর : নববর্ষের রাতে শিকারপুরে ট্রাকের নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল এক পরিবারের পাঁচজনের । মৃতদের মধ্যে দুটি শিশু রয়েছে । আজ পুলিশ দেহগুলি উদ্ধার করতে গেলে পুলিশকে ঘরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ । ঘটনায় 10জনকে আটক করা হয়েছে ।

গতরাতে পরিবারের পাঁচজন যখন ঘুমাচ্ছিলেন তখন বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপর উলটে পড়ে । আজ সকালে মৃতদেহগুলি উদ্ধারের জন্য ঘটনাস্থানে যায় গলসি থানার পুলিশ । সেইসময় গ্রামের পুরুষ ও মহিলারা বাঁশ নিয়ে তেড়ে যায় । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা ও স্থানীয় BJP নেতৃত্ব । গলসি থেকে শিকারপুর যাওয়ার রাস্তা সারাদিন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । বিক্ষোভকারীদের মধ্যে 10জনকে আটক করা হয় । এরপর আটক গ্রামবাসীদের ছেড়ে দেওয়ার দাবিতে বালিঘাটে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা ।

ভিডিয়োয় দেখুন...

বিকেলে জেলা প্রশাসনের একটি দল গ্রামবাসীদের আশ্বাস দেয় সাতদিনের মধ্যে পুলিশ প্রশাসন গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসবে । গলসির কোন কোন এলাকায় অবৈধ বালিঘাট চলছে সেই বিষয়ে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে । সেই কথায় গ্রামবাসীরা আশ্বস্ত হলেও BJP কর্মীরা অবরোধ তুলতে চায়নি । কিন্তু গ্রামবাসীরা অবরোধ তুলে নেওয়ার পরে BJP নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ । গ্রামে উত্তেজনা বহাল থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।

গলসি, 21 ডিসেম্বর : নববর্ষের রাতে শিকারপুরে ট্রাকের নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল এক পরিবারের পাঁচজনের । মৃতদের মধ্যে দুটি শিশু রয়েছে । আজ পুলিশ দেহগুলি উদ্ধার করতে গেলে পুলিশকে ঘরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ । ঘটনায় 10জনকে আটক করা হয়েছে ।

গতরাতে পরিবারের পাঁচজন যখন ঘুমাচ্ছিলেন তখন বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপর উলটে পড়ে । আজ সকালে মৃতদেহগুলি উদ্ধারের জন্য ঘটনাস্থানে যায় গলসি থানার পুলিশ । সেইসময় গ্রামের পুরুষ ও মহিলারা বাঁশ নিয়ে তেড়ে যায় । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা ও স্থানীয় BJP নেতৃত্ব । গলসি থেকে শিকারপুর যাওয়ার রাস্তা সারাদিন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । বিক্ষোভকারীদের মধ্যে 10জনকে আটক করা হয় । এরপর আটক গ্রামবাসীদের ছেড়ে দেওয়ার দাবিতে বালিঘাটে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা ।

ভিডিয়োয় দেখুন...

বিকেলে জেলা প্রশাসনের একটি দল গ্রামবাসীদের আশ্বাস দেয় সাতদিনের মধ্যে পুলিশ প্রশাসন গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসবে । গলসির কোন কোন এলাকায় অবৈধ বালিঘাট চলছে সেই বিষয়ে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে । সেই কথায় গ্রামবাসীরা আশ্বস্ত হলেও BJP কর্মীরা অবরোধ তুলতে চায়নি । কিন্তু গ্রামবাসীরা অবরোধ তুলে নেওয়ার পরে BJP নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ । গ্রামে উত্তেজনা বহাল থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।

Intro:মৃতদেহ তোলাকে কেন্দ্র করে রনক্ষেত্রের চেহারা নিল গলসি

সন্তোষ দাস, গলসি

গলসির শিকারপুরে বালির গাড়ি চাপা পড়ে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে রনক্ষেত্রের চেহারা নিল। পুলিশ লাঠিচার্জ করে শেষপর্যন্ত পাঁচ জনের দেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে। এদিকে পুলিশ চলে যেতেই আটক গ্রামবাসীদের ছেড়ে দেওয়ার দাবিতে বালি ঘাটে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা। ফলে নতুন করে উত্তেজনা ছড়ায় গলসিতে।

গতকাল মাঝরাতে ঘুমন্ত অবস্থায় একটা পরিবারকে বালির ট্রাক চাপা দিলে ঘুমন্ত অবস্থায় দুই শিশু সহ পাঁচ জনের মৃত্যু হয়। গলসি থানার পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করতে গেলে বাধা দেয় গ্রামবাসী ও বিজেপি নেতৃত্ব। গলসি থেকে শিকারপুর যাওয়ার রাস্তা সারাদিন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি ও গ্রামবাসীরা। বিকেলের দিকে জেলা প্রশাসনের একটা দল গ্রামবাসীদের আশ্বাস দেয় সাতদিনের মধ্যে পুলিশ প্রশাসন গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসবে। গলসির কোন কোন এলাকায় অবৈধ বালিঘাট চলছে সেই বিষয়ে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। সেই কথায় গ্রামবাসীরা আশ্বস্ত হলেও বিজেপি নেতা কর্মীরা অবরোধ তুলতে চায়নি। কিন্তু গ্রামবাসীরা উঠে যাওয়ার পরে বিজেপি নেতাকে মারধর করে গ্রামবাসীদের একাংশ বলে অভিযোগ। এদিকে অবরোধ ওঠার পরে গ্রামবাসীরা প্রশাসনের কাছে লিখিত প্রতিশ্রুতি চেয়ে ফের বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রামে বিশাল পুলিশ বাহিনী যায়। পুলিশ দেহ তুলতে গেলে গ্রামের পুরুষ মহিলারা বাঁশ নিয়ে তেড়ে যায়।
ফলে পুলিশ লাঠিচার্জ করে গ্রামবাসীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পাঁচ জনের দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহ নিয়ে বেরোনোর সময় ফের পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করে পুলিশ। পুলিশ ১৬ জন গ্রামবাসীকে আটক করেছে। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এদিকে আটক গ্রামবাসীদের ছেড়ে দেওয়ার দাবিতে বালিঘাটে তারা আগুন ধরিয়ে দেয়। ফলে নতুন করে উত্তেজনা ছড়ায়।Body:মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রনক্ষেত্রের চেহারা নিল গলসিConclusion:মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রনক্ষেত্রের চেহারা নিল গলসি
Last Updated : Jan 1, 2020, 11:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.