ETV Bharat / state

বিশ্ববিদ্যালয়ের রাজবাটির প্রেসের গুদামে আগুন - rajbati

আগুন লাগল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাপাখানার গুদামে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নথিপত্র।

বিশ্ববিদ্যালয়ের রাজবাটির প্রেসের গুদামে আগুন
author img

By

Published : Mar 17, 2019, 10:53 PM IST

বর্ধমান, ১৭ মার্চ : আগুন লাগল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাপাখানার গুদামে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নথিপত্র। খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের দু'টি ইঞ্জিন। ঘণ্টা দু'য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরে রাজবাটির প্রেসের গুদামে আগুন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো প্রেসে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। খবর পেয়ে ঘটনাস্থানে যান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তোফাজ্জেল হোসেন সহ অন্যান্য আধিকারিকরা।

দমকল সূত্রে খবর, দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে অত্যাধিক তাপের জন্য ছাপাখানার ভিতরে ঢোকা যাচ্ছে না। সব পুড়ে ছাই হয়ে গেছে।

তোফাজ্জেল হোসেন বলেন, "আজ সন্ধ্যার দিকে হঠাৎ আগুন লাগার খবর পাই। বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।"

বর্ধমান, ১৭ মার্চ : আগুন লাগল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাপাখানার গুদামে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নথিপত্র। খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের দু'টি ইঞ্জিন। ঘণ্টা দু'য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরে রাজবাটির প্রেসের গুদামে আগুন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো প্রেসে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। খবর পেয়ে ঘটনাস্থানে যান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তোফাজ্জেল হোসেন সহ অন্যান্য আধিকারিকরা।

দমকল সূত্রে খবর, দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে অত্যাধিক তাপের জন্য ছাপাখানার ভিতরে ঢোকা যাচ্ছে না। সব পুড়ে ছাই হয়ে গেছে।

তোফাজ্জেল হোসেন বলেন, "আজ সন্ধ্যার দিকে হঠাৎ আগুন লাগার খবর পাই। বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।"

Intro:৪২ শে ৪২ তৃণমূলের স্বপ্নই থেকে যাবে বলছেন লকেট
পুলক যশ, বর্ধমান
রথযাত্রা আসলে গণতন্ত্রযাত্রা কিন্তু নানা রকম ভাবে ষড়যন্ত্র করে তাকে রথযাত্রা বলে প্রচার করা হয়েছে। যেভাবে রাজ্যের গোয়েন্দারা রিপোর্ট তৈরি করে আদালতে পেশ করেছে যে এই রাজ্যে রথযাত্রার ফলে নাকি দাঙ্গা লেগে যেতে পারে, নানা অশান্তি সৃষ্টি হতে পারে, হিংসা সৃষ্টি হতে পারে এইভাবে অপপ্রচার করে বিজেপিকে থামানো যাবেনা বর্ধমানের নীলপুর বাজারে এক জনসভায় বক্তব্য রাখতে উঠে একথা বললেন বিজেপির রাজ্য নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
Body: এর আগে এই রাজ্যের প্রতি জেলায় বিজেপি সভা করেছে, মিটিং করেছে মিছিল করেছে কিন্তু আজ পর্যন্ত কোথাও কোন দাঙ্গা তো লাগেই নি কোন ঝামেলা বাঁধেনি ,উল্টে মানুষের আশীর্বাদ এসেছে । আজ ষড়যন্ত্র করে গণতন্ত্রকে রথযাত্রা রূপ দিয়ে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি ।কারণ আমরা জানি গণতন্ত্র যাত্রা রথযাত্রা যেভাবে বাংলা মানুষকে প্রভাবিত করেছে ।আজ গণতন্ত্র যাত্রা নাও হতে পারে কিন্তু প্রচুর মানুষের আশীর্বাদে পেয়েছি। আগামী দিনে গণতন্ত্র বাঁচাও নিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন জায়গায় সভা-সমিতি করতে আসছেন ।যাত্রা হয়নি তো কি হয়েছে যেভাবে আমাদের যাত্রা কে আটকে আটকে দেওয়া হয়েছে, আমরা যাত্রা করিনি এবার সভা করব।
Conclusion:এদিন লকেট চট্টোপাধ্যায় ব্রিগেড প্রসঙ্গে তৃনমূলকে কটাক্ষ করে বলেন প্রতিবারই আমরা দেখেছি ব্রিগেডকে ঘিরে একটা গিমিক করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস। তাই ব্রিগেড সভা না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুঝে উঠতে পারছে না সেখানে কি হবে। কিন্তু যত ভোটের দিনে কবে দেখা যাবে তৃণমূলে পাতা একটা করে খসে পড়বে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কে একাই থাকতে হবে । সুতরাং এইসব গিমিক দিয়ে জেতা যাবে না। ওরা ভেবেছে পঞ্চায়েতে যেভাবে ভোট লুট করেছে সন্ত্রাস করে ভোট করেছে লোকসভাতেও তাই করবে। তাই ওরা ৪২ এ ৪২ এ কথা ভাবছে। কিন্তু এটা পঞ্চায়েত ভোট হবে না ওরা ৪২ থেকে নেমে আসবে ২০-২২ এ। ৪২ এ ৪২ ওদের স্বপ্নই থেকে যাবে।



For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.