বর্ধমান, ১৭ মার্চ : আগুন লাগল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাপাখানার গুদামে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নথিপত্র। খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের দু'টি ইঞ্জিন। ঘণ্টা দু'য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরে রাজবাটির প্রেসের গুদামে আগুন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো প্রেসে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। খবর পেয়ে ঘটনাস্থানে যান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তোফাজ্জেল হোসেন সহ অন্যান্য আধিকারিকরা।
দমকল সূত্রে খবর, দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে অত্যাধিক তাপের জন্য ছাপাখানার ভিতরে ঢোকা যাচ্ছে না। সব পুড়ে ছাই হয়ে গেছে।
তোফাজ্জেল হোসেন বলেন, "আজ সন্ধ্যার দিকে হঠাৎ আগুন লাগার খবর পাই। বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।"