ETV Bharat / state

সন্তানকে নিয়ে বচসার জের, যুবতির কান ছিঁড়ে নিল বড় জা

সন্তানকে মারায় যুবতির কান টেনে ছিঁড়ে নিল বড় জা।

আহত মনসুরা বিবি
author img

By

Published : Feb 10, 2019, 10:53 AM IST

কালনা, ১০ ফেব্রুয়ারি : সন্তানকে নিয়ে বচসার জেরে ছোটো বউমার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল বড় বউমার বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতলে ভরতি করা হয়। ঘটনাটি কালনার নিভুজি গ্রামের।

নিভুজি গ্রামের বাসিন্দা মানসুরা বিবির ছেলে গতকাল দুষ্টুমি করছিল। এরপর তাকে মারধর করেন মানসুরা বিবি। সে কারণে শাশুড়ি ও বড় জা-র সঙ্গে বচসা বাধে তাঁর। অভিযোগ, সেই সময় তাঁর কান টেনে ছিঁড়ে নেয় বড় জা। রক্তাক্ত অবস্থায় মানসুরা বিবিকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়।

মানসুরা বিবি বলেন, "নিজের ছেলে দুষ্টুমি করছিল। তাই শাসন করার জন্য ওকে মেরেছিলাম। তখনই শাশুড়ি ও বড় জা কান টেনে ছিঁড়ে দেয়।" যদিও অভিযোগ অস্বীকার করে মানসুরা বিবির শাশুড়ি বলেন, "আমি ওকে মারিনি। দুই জা ঝগড়া করছিল। আমি দু'জনকেই চুপ করতে বলছিলাম।"

কালনা, ১০ ফেব্রুয়ারি : সন্তানকে নিয়ে বচসার জেরে ছোটো বউমার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল বড় বউমার বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতলে ভরতি করা হয়। ঘটনাটি কালনার নিভুজি গ্রামের।

নিভুজি গ্রামের বাসিন্দা মানসুরা বিবির ছেলে গতকাল দুষ্টুমি করছিল। এরপর তাকে মারধর করেন মানসুরা বিবি। সে কারণে শাশুড়ি ও বড় জা-র সঙ্গে বচসা বাধে তাঁর। অভিযোগ, সেই সময় তাঁর কান টেনে ছিঁড়ে নেয় বড় জা। রক্তাক্ত অবস্থায় মানসুরা বিবিকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়।

মানসুরা বিবি বলেন, "নিজের ছেলে দুষ্টুমি করছিল। তাই শাসন করার জন্য ওকে মেরেছিলাম। তখনই শাশুড়ি ও বড় জা কান টেনে ছিঁড়ে দেয়।" যদিও অভিযোগ অস্বীকার করে মানসুরা বিবির শাশুড়ি বলেন, "আমি ওকে মারিনি। দুই জা ঝগড়া করছিল। আমি দু'জনকেই চুপ করতে বলছিলাম।"



Prayagraj (Uttar Pradesh), Feb 10 (ANI): Devotees in large numbers gathered at Kumbh Mela to take holy dip on the auspicious occasion of Basant Panchami today. Despite cold wave, devotees filled with fervour gradually moved towards river bank to take third 'Shaahi Snaan' at Kumbh. Basant Panchami holds great significance among Hindus. It marks the beginning of spring season. Saraswati puja is also performed on Basant Panchmi in northern parts of India. Over two Crore people are expected to take holy dip today.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.