ETV Bharat / state

বাবা বলতেন ক্রিস্টালাইজ়ড ইডিয়ট, D.Lit মঞ্চে স্মৃতি রোমন্থনে সঞ্জীব চট্টোপাধ্যায় - D.Lit

ক্রিস্টালাইজ়ড ইডিয়ট শব্দটা বাবা আমার প্রতি বার বার প্রয়োগ করতেন । শুধু ইডিয়ট বললে আমার দুঃখ হত না । কিন্তু উনি বলতেন ক্রিস্টালাইজ়ড ইডিয়ট ।

SANJEEB CHATTERJEE
author img

By

Published : Jun 21, 2019, 6:10 AM IST

বর্ধমান, 21 জুন : "বাবা আমাকে বলতেন ক্রিস্টালাইজ়ড ইডিয়ট ।" বর্ধমান বিশ্ববিদ্যালয়ে D.Lit নেওয়ার অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে গতকাল এ কথা বললেন বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়।

সঞ্জীববাবু বলেন, "পৃথিবীতে আমি আছি বটে । কিন্তু আমাকে যদি প্রশ্ন করা হয় আমার এখানে থাকার অধিকার আছে কি না, আমি কিন্তু উত্তর দিতে পারব না । এই যে মানুষকে এত উপাধি দেওয়া হয়, এটা আর কিছুই নয়, মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করা । তুমি সঞ্জীব চট্টোপাধ্যায় কিংবা অমুকবাবু তমুকবাবু নও, তুমি একজন মানুষ হওয়ার চেষ্টা করো । আমি জীবনে চেষ্টা করেছিলাম কেমিস্ট হব । বস্তুর সঙ্গে বস্তুর মিলন ঘটিয়ে বস্তুর রূপান্তর ঘটাব । হঠাৎ কী করে কী কুক্ষণে জানি না লেখার জগতে চলে এলাম । সাংবাদিকতার জগতে চলে গেলাম । তখন আমি ভাবলাম এই একটা সুযোগ পাওয়া গেছে । নিজের দিকে অঙুলি নির্দেশ করে বললাম, তুমি মানুষকে বোঝাও যে তুমি কত বড় একটা উপহাসের সম্পদ । তোমাকে নিয়ে উপহাস করা যায় । পৃথিবীতে যত কিছু ভালো ভালো লেখা হয়েছে সেটা আর কিছুই নয় - একজন মানুষ নিজেকে সর্বসমক্ষে বসে নিজেকে উন্মোচিত করার চেষ্টা করেছে।"

তিনি নিজের বক্তব্য ব্যাখ্যা করতে বলেন, "তলস্তয় বলেছিলেন তোমার জীবনে যা ঘটছে সেটাই প্রকাশ করো । এই প্রকাশ এবং অপ্রকাশের মধ্যেই লুকিয়ে আছে একজন মানুষের সততা, তাঁর ভণ্ডামি, অভিনয় ও প্রেজ়েন্টেশন । আজ আমরা এমন একটা যুগে বাস করছি যেটাকে বলা হচ্ছে প্রেজ়েন্টেশনের যুগ। শেক্সপিয়র বলে গেছেন পৃথিবীতে সব কিছুই ঘটে, তাই আশ্চর্য হওয়ার কিছু নেই। "

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম গতকাল ছিল কানায় কানায় পূর্ণ। মঞ্চে ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা । সঞ্জীববাবু সকলের উদ্দেশে বলেন, "আমাকে আপনারা একটু সেই চেতনা দিন যাতে আমি চিরকাল ছাত্র হয়ে থাকতে পারি এবং মানবতা শিখতে পারি । মানুষের সঙ্গে মিশতে পারি।"

স্মৃতি রোমন্থন করে লেখক বলেন, "সাহিত্য আর কিছুই নয় এটা একটা জীবনের রসায়ন । চেয়েছিলাম কেমিস্ট হতে। অয়ন বাদ গেল, রস পড়ে রইল। সেটাও এবার শুকিয়ে ক্রিস্টালাইজ়ড হতে চলেছে । এই ক্রিস্টালাইজ়ড ইডিয়ট শব্দটা বাবা আমার প্রতি বার বার প্রয়োগ করতেন । শুধু ইডিয়ট বললে আমার দুঃখ হত না । কিন্তু উনি বলতেন ক্রিস্টালাইজ়ড ইডিয়ট । পরে আমি একজন কেমিস্টকে জিজ্ঞেস করেছিলাম রস ক্রিস্টাল হতে পারে, কিন্তু ইডিয়ট কী করে ক্রিস্টালাইজড হবে ? তখন তিনি বলেছিলেন, নিজেকেই দেখো না! "

বর্ধমান, 21 জুন : "বাবা আমাকে বলতেন ক্রিস্টালাইজ়ড ইডিয়ট ।" বর্ধমান বিশ্ববিদ্যালয়ে D.Lit নেওয়ার অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে গতকাল এ কথা বললেন বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়।

সঞ্জীববাবু বলেন, "পৃথিবীতে আমি আছি বটে । কিন্তু আমাকে যদি প্রশ্ন করা হয় আমার এখানে থাকার অধিকার আছে কি না, আমি কিন্তু উত্তর দিতে পারব না । এই যে মানুষকে এত উপাধি দেওয়া হয়, এটা আর কিছুই নয়, মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করা । তুমি সঞ্জীব চট্টোপাধ্যায় কিংবা অমুকবাবু তমুকবাবু নও, তুমি একজন মানুষ হওয়ার চেষ্টা করো । আমি জীবনে চেষ্টা করেছিলাম কেমিস্ট হব । বস্তুর সঙ্গে বস্তুর মিলন ঘটিয়ে বস্তুর রূপান্তর ঘটাব । হঠাৎ কী করে কী কুক্ষণে জানি না লেখার জগতে চলে এলাম । সাংবাদিকতার জগতে চলে গেলাম । তখন আমি ভাবলাম এই একটা সুযোগ পাওয়া গেছে । নিজের দিকে অঙুলি নির্দেশ করে বললাম, তুমি মানুষকে বোঝাও যে তুমি কত বড় একটা উপহাসের সম্পদ । তোমাকে নিয়ে উপহাস করা যায় । পৃথিবীতে যত কিছু ভালো ভালো লেখা হয়েছে সেটা আর কিছুই নয় - একজন মানুষ নিজেকে সর্বসমক্ষে বসে নিজেকে উন্মোচিত করার চেষ্টা করেছে।"

তিনি নিজের বক্তব্য ব্যাখ্যা করতে বলেন, "তলস্তয় বলেছিলেন তোমার জীবনে যা ঘটছে সেটাই প্রকাশ করো । এই প্রকাশ এবং অপ্রকাশের মধ্যেই লুকিয়ে আছে একজন মানুষের সততা, তাঁর ভণ্ডামি, অভিনয় ও প্রেজ়েন্টেশন । আজ আমরা এমন একটা যুগে বাস করছি যেটাকে বলা হচ্ছে প্রেজ়েন্টেশনের যুগ। শেক্সপিয়র বলে গেছেন পৃথিবীতে সব কিছুই ঘটে, তাই আশ্চর্য হওয়ার কিছু নেই। "

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম গতকাল ছিল কানায় কানায় পূর্ণ। মঞ্চে ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা । সঞ্জীববাবু সকলের উদ্দেশে বলেন, "আমাকে আপনারা একটু সেই চেতনা দিন যাতে আমি চিরকাল ছাত্র হয়ে থাকতে পারি এবং মানবতা শিখতে পারি । মানুষের সঙ্গে মিশতে পারি।"

স্মৃতি রোমন্থন করে লেখক বলেন, "সাহিত্য আর কিছুই নয় এটা একটা জীবনের রসায়ন । চেয়েছিলাম কেমিস্ট হতে। অয়ন বাদ গেল, রস পড়ে রইল। সেটাও এবার শুকিয়ে ক্রিস্টালাইজ়ড হতে চলেছে । এই ক্রিস্টালাইজ়ড ইডিয়ট শব্দটা বাবা আমার প্রতি বার বার প্রয়োগ করতেন । শুধু ইডিয়ট বললে আমার দুঃখ হত না । কিন্তু উনি বলতেন ক্রিস্টালাইজ়ড ইডিয়ট । পরে আমি একজন কেমিস্টকে জিজ্ঞেস করেছিলাম রস ক্রিস্টাল হতে পারে, কিন্তু ইডিয়ট কী করে ক্রিস্টালাইজড হবে ? তখন তিনি বলেছিলেন, নিজেকেই দেখো না! "

Intro:বাবা আমাকে বলতেন ক্রিস্টালাইজ ইডিয়েট স্মৃতি রোমন্থন করতে গিয়ে বললেন সঞ্জীব চট্টোপাধ্যায়


পুলক যশ, বর্ধমান

আমার বাবা আমাকে বলতেন ক্রিস্টালাইজ ইডিয়েট। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট উপাধি নেওয়ার পরে অডিটোরিয়ামে দাঁড়িয়ে স্মৃতি রোমন্থন করতে গিয়ে এ কথা বললেন বিশিষ্ট লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়। তিনি বলেন

পৃথিবীতে আমি আছি বটে কিন্তু আমাকে যদি প্রশ্ন করা হয় আমার এখানে থাকার অধিকার আছে কিনা আমি কিন্তু উত্তর দিতে পারব না। এই যে মানুষকে এত উপাধি দেওয়া হয় এটা আর কিছুই নয়। মানুষের ভিতরে একটা সচেতনতা সৃষ্টি করা। তুমি সঞ্জীব চট্টোপাধ্যায় কিংবা অমুক বাবু তমুক বাবু নন তুমি একজন মানুষ হওয়ার চেষ্টা করো। আমি জীবনে চেষ্টা করেছিলাম রাসায়নিক হবো এবং বস্তুর সঙ্গে বস্তুর মিলন ঘটিয়ে বস্তুর রূপান্তর ঘটাবো। হঠাৎ কিকরে কি কুক্ষণে জানিনা লেখার জগতে চলে এলাম, সাংবাদিকতার জগতে চলে গেলাম। তখন আমি ভাবলাম এই একটা সুযোগ পাওয়া গেছে। নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে তুমি মানুষকে বোঝাও তুমি কত যে তুমি কত বড় একটা উপহাসের সম্পদ। তোমাকে নিয়ে উপহাস করা যায়। পৃথিবীতে যত কিছু ভালো ভালো লেখা হয়েছে সেটা আর কিছুই নয় একজন মানুষ নিজেকে সর্বসমক্ষে বসে নিজেকে উন্মোচিত করার চেষ্টা করেছে। তিনি ব্যাখ্যা করে বলেন, তলস্তয় বলেছিলেন তোমার জীবনে যা ঘটছে সেটাই প্রকাশ করো। এই প্রকাশ এবং অপ্রকাশ এর মধ্যেই লুকিয়ে আছে একজন মানুষের সততা, মানুষের ভন্ডামি মানুষের অভিনয়, মানুষের প্রেজেন্টেশন। আজ আমরা এমন একটা যুগে বাস করছি যেটাকে বলা হচ্ছে প্রেজেন্টেশনের যুগ। শেক্সপিয়ার বলে গেছেন পৃথিবীতে সব কিছুই ঘটে তাই আশ্চর্য হওয়ার কিছু নেই।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম তখন কানায় কানায় পূর্ণ। মঞ্চে রয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সঞ্জীব চট্টোপাধ্যায় সকলকে উদ্দেশ্য করে বলেন,
আমাকে আপনারা একটু সেই চেতনা দিন যাতে আমি চিরকাল ছাত্র হয়ে থাকতে পারি এবং মানবতা শিখতে পারি, মানুষের সঙ্গে মিশতে পারি। তিনি বলেন সাহিত্য আর কিছুই নয় এটা একটা জীবনের রসায়ন। চেয়েছিলাম কেমিস্ট হতে। অয়ন বাদ গেল রস পড়ে রইল। সেটাও এবার শুকিয়ে ক্রিস্টালাইজ হতে চলেছে। এই ক্রিস্টালাইজ ইডিয়েট শব্দ টা আমার পিতা আমাকে বারে বারে প্রয়োগ করতেন। শুধু ইডিয়েট বললে আমার দুঃখ হতো না। কিন্তু উনি বারেবারে বলতেন আমাকে ক্রিস্টালাইজ ইডিয়েট। পরে আমি একজন কেমিস্ট কে জিজ্ঞেস করেছিলাম রস ক্রিস্টাল হতে পারে কিন্তু ইডিয়েট কি করে ক্রিস্টালাইজ হতে পারে। তখন তিনি বলেছিলেন নিজেকেই দেখোনা!Body:বাবা আমাকে বলতেন ক্রিস্টালাইজ Conclusion:ইডিয়েট
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.