পূর্ব বর্ধমান, 15 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছিলেন পঞ্চায়েতের আটজন সদস্য । কিন্তু নির্দিষ্ট সময়সীমার আগে অনাস্থা নিয়ে আসায় অনাস্থা প্রস্তাব বাতিল হয়ে যায় । আজ প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে আটজন পঞ্চায়েত সদস্য বর্ধমান 2 নম্বর ব্লকের বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিলেন ।
বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে, পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেসের দখলে । পঞ্চায়েতের 12 জনের মধ্যে 8 জন সদস্যের পঞ্চায়েত প্রধানের সঙ্গে মনমালিন্য রয়েছে । এর জেরে বিষয়টি হাতাহাতির পর্যায়েও পৌঁছায় । এর ফলে পঞ্চায়েত প্রধান শর্মিলা মালিক পুলিশের দ্বারস্থ হয়েছিলেন । এরপর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন ওই আট সদস্য । কিন্তু আইন অনুযায়ী পঞ্চায়েত গঠনের পরে নির্দিষ্ট সময়সীমা পার না হওয়ায় এই অনাস্থা প্রস্তাব বাতিল হয়ে যায় । অনাস্থা প্রস্তাব বাতিল হওয়ায় আটজন পঞ্চায়েত সদস্য পদত্যাগ করতে চেয়ে বিডিওর কাছে লিখিত জমা দেন । এরফলে শুরু হয় বিতর্ক । সদস্যদের দাবি পঞ্চায়েত প্রধান সাধারণ মানুষকে পরিষেবা দেয় না ।
আরও পড়ুন : চালক অভিষেক, ব্রেক কষলেন কুণাল, বেলাইন হলেন না শতাব্দী
বিষয়টি জানাতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ । দলকে বারবার জানিয়েও কোনও লাভ না হওয়ায় পদত্যাগ করতে চেয়ে বিডিওকে লিখিত জমা দিয়েছেন তাঁরা । এবিষয়ে বিজেপির অভিযোগ, তৃণমূল দলে কোনও আদর্শ নেই, তাই সবাই দল ছেড়ে পালাতে পারলে বাঁচে ।