ETV Bharat / state

বর্ধমানে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রায় দলীয় নেতার বিরুদ্ধে স্লোগান

আজ বিকেলে বর্ধমানের কার্জন গেট চত্বরে বঙ্গধ্বনি যাত্রায় তৃণমূলের কর্মী সমর্থকরা শামিল হয়েছিল । সেই সভায় বেশকিছু তৃণমূল কর্মী ও সমর্থক মাইকের সামনে তাদেরই দলীয় নেতা খোকন দাসের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় ।

bangadhwani jatra in burdwan
বঙ্গধ্বনি যাত্রায় দলীয় নেতার বিরুদ্ধে স্লোগান
author img

By

Published : Dec 29, 2020, 10:37 PM IST

বর্ধমান, 29 ডিসেম্বর : বিজেপির সঙ্গে আঁতাঁত করা খোকন দাস দূর হটো । বঙ্গধ্বনি যাত্রা শেষে তৃণমূল কর্মী-সমর্থকদের এই স্লোগান ঘিরে বর্ধমানের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল ।

আজ বিকেলে বঙ্গধ্বনি যাত্রায় বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতারা শামিল হয়েছিলেন । মিছিল শেষে কার্জন গেট চত্বরে তৃণমূল কংগ্রেসের জনসভা হয় । সেই সভা শেষের মুখে বেশকিছু তৃণমূল কর্মী সমর্থক মাইকের সামনে খোকন দাস দূর হটো স্লোগান দেয় । যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই তৃণমূলের অন্যান্য কর্মীরা সেখানে ছুটে গিয়ে মাইক বন্ধ করে দেয় ।

বেশ কিছুদিন ধরেই বর্ধমানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বারবার প্রকাশ্যে এসেছে । দুয়ারে সরকারের পরিষেবা দিতে গিয়ে দলের কর্মীদের হাতাহাতি করতে দেখা গিয়েছে । পরিস্থিতি সামাল দিতে ছুটে গিয়েছিল বর্ধমান থানার পুলিশ । নামানো হয়েছিল র‍্যাফ । এরপরেও গোষ্ঠী কোন্দল কমেনি । বরং বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে তৃণমূল নেতা খোকন দাস এবং তৃণমূল নেতা মহম্মদ সেলিমের মধ্যে বাকযুদ্ধ দেখা গিয়েছে ।

বঙ্গধ্বনি যাত্রায় দলীয় নেতার বিরুদ্ধে স্লোগান

আরও পড়ুন : বর্ধমানে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল , দলীয় নেতার বিরুদ্ধে সরব অপর নেতা

যদিও আজকের ঘটনায় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ধরনের স্লোগান কেউ দেয়নি । তৃণমূল কংগ্রেস দলের মধ্যে মান অভিমান থাকলেও দলে গোষ্ঠী কোন্দল নেই ।

বর্ধমান, 29 ডিসেম্বর : বিজেপির সঙ্গে আঁতাঁত করা খোকন দাস দূর হটো । বঙ্গধ্বনি যাত্রা শেষে তৃণমূল কর্মী-সমর্থকদের এই স্লোগান ঘিরে বর্ধমানের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল ।

আজ বিকেলে বঙ্গধ্বনি যাত্রায় বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতারা শামিল হয়েছিলেন । মিছিল শেষে কার্জন গেট চত্বরে তৃণমূল কংগ্রেসের জনসভা হয় । সেই সভা শেষের মুখে বেশকিছু তৃণমূল কর্মী সমর্থক মাইকের সামনে খোকন দাস দূর হটো স্লোগান দেয় । যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই তৃণমূলের অন্যান্য কর্মীরা সেখানে ছুটে গিয়ে মাইক বন্ধ করে দেয় ।

বেশ কিছুদিন ধরেই বর্ধমানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বারবার প্রকাশ্যে এসেছে । দুয়ারে সরকারের পরিষেবা দিতে গিয়ে দলের কর্মীদের হাতাহাতি করতে দেখা গিয়েছে । পরিস্থিতি সামাল দিতে ছুটে গিয়েছিল বর্ধমান থানার পুলিশ । নামানো হয়েছিল র‍্যাফ । এরপরেও গোষ্ঠী কোন্দল কমেনি । বরং বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে তৃণমূল নেতা খোকন দাস এবং তৃণমূল নেতা মহম্মদ সেলিমের মধ্যে বাকযুদ্ধ দেখা গিয়েছে ।

বঙ্গধ্বনি যাত্রায় দলীয় নেতার বিরুদ্ধে স্লোগান

আরও পড়ুন : বর্ধমানে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল , দলীয় নেতার বিরুদ্ধে সরব অপর নেতা

যদিও আজকের ঘটনায় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ধরনের স্লোগান কেউ দেয়নি । তৃণমূল কংগ্রেস দলের মধ্যে মান অভিমান থাকলেও দলে গোষ্ঠী কোন্দল নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.