ETV Bharat / state

বাঁশের খাঁচার উপর ঢালাই ! সন্দেহের বশে নিকাশি নালা ভাঙার অভিযোগ - আউশগ্রাম দু'নম্বর ব্লক

আউশগ্রাম দু'নম্বর ব্লকের দেবশালা গ্রামে সন্দেহের বশে ভেঙে ফেলা হল নিকাশি নালার কালভার্ট । দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সি আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

drainage is broken under suspicion
আউশগ্রাম দু'নম্বর ব্লক
author img

By

Published : Jan 15, 2021, 11:06 PM IST

আউশগ্রাম, 15 জানুয়ারি : নিকাশি নালার নির্মাণের সময় লোহার রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে । এই সন্দেহে রাতের অন্ধকারে নালার ঢালাই ভেঙে ফেলা হল । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম দু'নম্বর ব্লকের দেবশালা গ্রামে । বিষয়টি নিয়ে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান ।

স্থানীয় সূত্রে খবর, আউশগ্রাম 2 ব্লকের দেবশালা পঞ্চায়েতের দেবশালা গ্রামে নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হয়েছে । দেবশালা গোয়ালপাড়া এলাকায় এই নিকাশি নালার নির্মাণের কাজ চলছিল । সেই নিকাশি নালার উপর তৈরি করা হয়েছিল একটি কালভার্ট । একাংশের সন্দেহ, বাঁশের খাঁচার উপর ঢালাই করে ওই কালভার্টটি তৈরি করা হয়েছে ।

আজ সকালে দেখা যায় ঢালাইয়ের অংশটি কে বা কারা ভেঙে ফেলেছে । দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সি বলেন,"রডের পরিবর্তে বাঁশের খাঁচা দিয়ে ঢালাই করা হচ্ছে । এই সন্দেহে ঢালাইটি কে বা কারা ভেঙে দিয়ে গেছে । বিষয়টি পুলিশকে জানানো হয়েছে ।"

আরও পড়ুন : বর্ধমানে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই 8 পঞ্চায়েত সদস্যের

আউশগ্রাম দু'নম্বর ব্লকের বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায় বলেন,"বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । যারা ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

আউশগ্রাম, 15 জানুয়ারি : নিকাশি নালার নির্মাণের সময় লোহার রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে । এই সন্দেহে রাতের অন্ধকারে নালার ঢালাই ভেঙে ফেলা হল । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম দু'নম্বর ব্লকের দেবশালা গ্রামে । বিষয়টি নিয়ে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান ।

স্থানীয় সূত্রে খবর, আউশগ্রাম 2 ব্লকের দেবশালা পঞ্চায়েতের দেবশালা গ্রামে নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হয়েছে । দেবশালা গোয়ালপাড়া এলাকায় এই নিকাশি নালার নির্মাণের কাজ চলছিল । সেই নিকাশি নালার উপর তৈরি করা হয়েছিল একটি কালভার্ট । একাংশের সন্দেহ, বাঁশের খাঁচার উপর ঢালাই করে ওই কালভার্টটি তৈরি করা হয়েছে ।

আজ সকালে দেখা যায় ঢালাইয়ের অংশটি কে বা কারা ভেঙে ফেলেছে । দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সি বলেন,"রডের পরিবর্তে বাঁশের খাঁচা দিয়ে ঢালাই করা হচ্ছে । এই সন্দেহে ঢালাইটি কে বা কারা ভেঙে দিয়ে গেছে । বিষয়টি পুলিশকে জানানো হয়েছে ।"

আরও পড়ুন : বর্ধমানে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই 8 পঞ্চায়েত সদস্যের

আউশগ্রাম দু'নম্বর ব্লকের বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায় বলেন,"বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । যারা ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.