ETV Bharat / state

লকডাউনে বাড়িতেই নমাজ় পড়ুন, বার্তা মসজিদের - পূর্ব বর্ধমান

কোরোনার জেরে এবার শব-এ-বরাতে বাড়িতেই নমাজ় পড়তে বলা হল মসজিদগুলির তরফে ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 9, 2020, 10:34 PM IST

বর্ধমান, 9 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে বাড়ি থেকেই নমাজ় পড়ার বার্তা দিল বর্ধমানের বি সি রোডের মসজিদ কর্তৃপক্ষ ৷ মসজিদের সামনে পোস্টারে লিখে দেওয়া হয়েছে সেই বার্তা ৷ বর্ধমানের মেহেদিবাগান এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা করে বলা হয়, সবাই নিজের নিজের বাড়ি থেকেই শব-এ-বরাতের নমাজ পড়ুন ৷

শব-এ-বরাত উপলক্ষ্যে মসজিদে গিয়ে ইবাদত ও প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য কবরস্থানে গিয়ে প্রার্থনা করা হয় ৷ লকডাউনের জন্য তা থেকে দূরে থাকতে বলা হয়েছে ৷ মসজিদ কমিটিগুলির পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়, বাড়িতে বসে নিজেরা নমাজ় পড়ুন ৷ এছাড়া, কোরোনা সংক্রমণ রোধে কীভাবে নিজেদের দূরে রাখবে, কী কী পন্থা অবলম্বন করা যেতে পারে তা নিয়ে পরামর্শ দেওয়া হয় ৷

আজ রাতে শব-এ-বরাতের জন্য প্রার্থনা করবে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা ৷ তাই বিভিন্ন সংগঠন, মসজিদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, লকডাউন চলছে ৷ তাই বাড়ি থেকেই নমাজ় পড়ুন ৷

বর্ধমান, 9 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে বাড়ি থেকেই নমাজ় পড়ার বার্তা দিল বর্ধমানের বি সি রোডের মসজিদ কর্তৃপক্ষ ৷ মসজিদের সামনে পোস্টারে লিখে দেওয়া হয়েছে সেই বার্তা ৷ বর্ধমানের মেহেদিবাগান এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা করে বলা হয়, সবাই নিজের নিজের বাড়ি থেকেই শব-এ-বরাতের নমাজ পড়ুন ৷

শব-এ-বরাত উপলক্ষ্যে মসজিদে গিয়ে ইবাদত ও প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য কবরস্থানে গিয়ে প্রার্থনা করা হয় ৷ লকডাউনের জন্য তা থেকে দূরে থাকতে বলা হয়েছে ৷ মসজিদ কমিটিগুলির পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়, বাড়িতে বসে নিজেরা নমাজ় পড়ুন ৷ এছাড়া, কোরোনা সংক্রমণ রোধে কীভাবে নিজেদের দূরে রাখবে, কী কী পন্থা অবলম্বন করা যেতে পারে তা নিয়ে পরামর্শ দেওয়া হয় ৷

আজ রাতে শব-এ-বরাতের জন্য প্রার্থনা করবে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা ৷ তাই বিভিন্ন সংগঠন, মসজিদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, লকডাউন চলছে ৷ তাই বাড়ি থেকেই নমাজ় পড়ুন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.