ETV Bharat / state

শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে লোকাল ট্রেনের দাবি বর্ধমান জেলা প্রশাসনের

ভিন রাজ্য থেকে বর্ধমান স্টেশনে আসা ট্রেনগুলিতে বেশিরভাগই ভিন জেলার শ্রমিক ৷ সংখ্যাটা প্রায় 1800 ৷ তাই তাদের বাড়ি পৌঁছে দিতে পরিবহণ দপ্তরের মাধ্যমে রেল কর্তৃপক্ষের কাছে বৃহস্পতিবার দুটি লোকাল ট্রেনের দাবি জানাল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ৷

author img

By

Published : May 29, 2020, 12:39 PM IST

District administration demanded two local trains

বর্ধমান , 28 মে : ভিন রাজ্য থেকে আসা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দুটি লোকাল ট্রেনের দাবি জানাল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । বর্ধমান স্টেশনে একসঙ্গে প্রায় দেড় হাজারের বেশি শ্রমিক নামছে । সেক্ষেত্রে তাদের গাড়ি করে ভিন জেলায় পৌঁছে দিতে গিয়েই সমস্যায় পড়তে হচ্ছে জেলা প্রশাসনকে । তাই পরিবহন দপ্তরের মাধ্যমে রেল কর্তৃপক্ষের কাছে বৃহস্পতিবার দুটি লোকাল ট্রেনের দাবি জানানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে ।

জেলাশাসক বিজয় ভারতী সাংবাদিকদের জানান, “একসঙ্গে যদি 1800 জন পরিযায়ী শ্রমিক বর্ধমান স্টেশনে নেমে যায়, তাহলে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে অন্তত দু‘টি ট্রেনের প্রয়োজন । এই মুহূর্তে কোনও সুপার সাইক্লোন নেই, কোনও প্রাকৃতিক বিপর্যয় নেই ৷ অথচ কেন লোকাল ট্রেন চালানো হচ্ছে না বুঝে উঠতে পারছি না । বাইরে থেকে যেসব ট্রেনগুলি আসছে, সেখানকার যাত্রীদের বেশিরভাগ অন্য জেলার বাসিন্দা । ফলে তারা হাওড়া বা অন্য কোনও জেলায় যেতে পারছে না । তাই তারা বর্ধমান স্টেশনে নেমে পড়ছে । এই রাজ্যের যে কোনও জেলার পরিযায়ী শ্রমিকেরা বর্ধমান স্টেশনে নামলে জেলা প্রশাসনের কোনওরকম অসুবিধা নেই । আমরা তাদের প্রয়োজনীয় খাবার দিয়ে, তাদের শারীরিক পরীক্ষা করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব । ”

মালদা , হুগলি , মুর্শিদাবাদ , নদিয়া-সহ বিভিন্ন জেলার পরিযায়ী শ্রমিকেরা বর্ধমান স্টেশনে নেমে পড়ছেন । এতে জেলা প্রশাসনের সঙ্গে রেল কর্তৃপক্ষের একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে । এই ভুল বোঝাবুঝির বিষয়টি ইতিমধ্যেই রেলকে জানানো হয়েছে বলে জানা গেছে । তাই যে সব শ্রমিকেরা বর্ধমান স্টেশনে নামবেন তাদের পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি খাওয়ার ব্যবস্থা করা হবে এবং লোকাল ট্রেনে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে । সেই কারণে দুটো ট্রেন চাওয়া হয়েছে । একটা ট্রেন হাওড়া রুটের ও অন্যটি রামপুরহাট যাওয়ার জন্য । বিষয়টি পরিবহণ দপ্তরকে জানানো হয়েছে বলে জানান জেলাশাসক ।

বর্ধমান , 28 মে : ভিন রাজ্য থেকে আসা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দুটি লোকাল ট্রেনের দাবি জানাল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । বর্ধমান স্টেশনে একসঙ্গে প্রায় দেড় হাজারের বেশি শ্রমিক নামছে । সেক্ষেত্রে তাদের গাড়ি করে ভিন জেলায় পৌঁছে দিতে গিয়েই সমস্যায় পড়তে হচ্ছে জেলা প্রশাসনকে । তাই পরিবহন দপ্তরের মাধ্যমে রেল কর্তৃপক্ষের কাছে বৃহস্পতিবার দুটি লোকাল ট্রেনের দাবি জানানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে ।

জেলাশাসক বিজয় ভারতী সাংবাদিকদের জানান, “একসঙ্গে যদি 1800 জন পরিযায়ী শ্রমিক বর্ধমান স্টেশনে নেমে যায়, তাহলে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে অন্তত দু‘টি ট্রেনের প্রয়োজন । এই মুহূর্তে কোনও সুপার সাইক্লোন নেই, কোনও প্রাকৃতিক বিপর্যয় নেই ৷ অথচ কেন লোকাল ট্রেন চালানো হচ্ছে না বুঝে উঠতে পারছি না । বাইরে থেকে যেসব ট্রেনগুলি আসছে, সেখানকার যাত্রীদের বেশিরভাগ অন্য জেলার বাসিন্দা । ফলে তারা হাওড়া বা অন্য কোনও জেলায় যেতে পারছে না । তাই তারা বর্ধমান স্টেশনে নেমে পড়ছে । এই রাজ্যের যে কোনও জেলার পরিযায়ী শ্রমিকেরা বর্ধমান স্টেশনে নামলে জেলা প্রশাসনের কোনওরকম অসুবিধা নেই । আমরা তাদের প্রয়োজনীয় খাবার দিয়ে, তাদের শারীরিক পরীক্ষা করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব । ”

মালদা , হুগলি , মুর্শিদাবাদ , নদিয়া-সহ বিভিন্ন জেলার পরিযায়ী শ্রমিকেরা বর্ধমান স্টেশনে নেমে পড়ছেন । এতে জেলা প্রশাসনের সঙ্গে রেল কর্তৃপক্ষের একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে । এই ভুল বোঝাবুঝির বিষয়টি ইতিমধ্যেই রেলকে জানানো হয়েছে বলে জানা গেছে । তাই যে সব শ্রমিকেরা বর্ধমান স্টেশনে নামবেন তাদের পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি খাওয়ার ব্যবস্থা করা হবে এবং লোকাল ট্রেনে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে । সেই কারণে দুটো ট্রেন চাওয়া হয়েছে । একটা ট্রেন হাওড়া রুটের ও অন্যটি রামপুরহাট যাওয়ার জন্য । বিষয়টি পরিবহণ দপ্তরকে জানানো হয়েছে বলে জানান জেলাশাসক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.