ETV Bharat / state

পুলিশকে বাবা তুলে আক্রমণ দিলীপের - Dilip ghosh

আবারও রাজ্য পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । কেতুগ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও হুঁশিয়ারি দেন তিনি ।

Dilip ghosh
Dilip ghosh
author img

By

Published : Dec 22, 2020, 6:29 PM IST

কেতুগ্রাম, 22 ডিসেম্বর : ফের একবার রাজ্য পুলিশকে কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের । এদিন কেতুগ্রামের জনসভা থেকে পুলিশকে বাবা তুলে আক্রমণ করেন তিনি । বলেন , “ এখানে জনসভার জন্য কোনও মাঠ পাইনি আমরা তাই বাধ্য হয়ে ছোট জায়গায় সভা করতে হচ্ছে । অনেকেই তাই ঠিকমতো দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না । যত লোক মাঠে আছে মাঠের বাইরে অনেক বেশি লোক আছে । তারা দেখতে পাচ্ছে না । পুলিশ নাকি বলেছে ওই মাঠে পা দেওয়া যাবে না । পুলিশকে আমি বলতে চাই ওর বাপের মাঠ নাকি এটা । এত জোর কিসের ? “

এদিন তৃণমূলকে আক্রমণ করে তিনি আরও বলেন, “বিজেপি কোথায় যাবে, দাঁড়াবে কোন পায় হাঁটবে তোমরা ঠিক করে দেবে ? এত তেল হয়ে গেছে ।”

এদিনের জনসভা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন । তাঁর বিরুদ্ধে সুর চড়িয়ে দিলীপ ঘোষ বলেন, “ এই পুলিশ অফিসাররা ভাবছে যা ইচ্ছা করি দিদি আমাদের বাঁচিয়ে দেবে । দিদিকে কে বাঁচাবে তার ঠিক নাই। দিদিকে ভগবানও বাঁচাতে পারবে না । মে মাসে দিদিকে নিয়ে গঙ্গায় বিসর্জন দেবে । যারা খুঁটির জোরে লড়ার চেষ্টা করছেন তাদের বলছি লড়াই বন্ধ করুন । মানুষকে কষ্ট দিলে কিন্তু আপনার কপালে কষ্ট জমা হচ্ছে । বাকি জীবনে শান্তিতে থাকতে পারবেন না আমরা নাম লিখে রাখছি সে নেতা হোক অফিসার যেই হোক না কেন ।"

কেতুগ্রাম, 22 ডিসেম্বর : ফের একবার রাজ্য পুলিশকে কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের । এদিন কেতুগ্রামের জনসভা থেকে পুলিশকে বাবা তুলে আক্রমণ করেন তিনি । বলেন , “ এখানে জনসভার জন্য কোনও মাঠ পাইনি আমরা তাই বাধ্য হয়ে ছোট জায়গায় সভা করতে হচ্ছে । অনেকেই তাই ঠিকমতো দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না । যত লোক মাঠে আছে মাঠের বাইরে অনেক বেশি লোক আছে । তারা দেখতে পাচ্ছে না । পুলিশ নাকি বলেছে ওই মাঠে পা দেওয়া যাবে না । পুলিশকে আমি বলতে চাই ওর বাপের মাঠ নাকি এটা । এত জোর কিসের ? “

এদিন তৃণমূলকে আক্রমণ করে তিনি আরও বলেন, “বিজেপি কোথায় যাবে, দাঁড়াবে কোন পায় হাঁটবে তোমরা ঠিক করে দেবে ? এত তেল হয়ে গেছে ।”

এদিনের জনসভা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন । তাঁর বিরুদ্ধে সুর চড়িয়ে দিলীপ ঘোষ বলেন, “ এই পুলিশ অফিসাররা ভাবছে যা ইচ্ছা করি দিদি আমাদের বাঁচিয়ে দেবে । দিদিকে কে বাঁচাবে তার ঠিক নাই। দিদিকে ভগবানও বাঁচাতে পারবে না । মে মাসে দিদিকে নিয়ে গঙ্গায় বিসর্জন দেবে । যারা খুঁটির জোরে লড়ার চেষ্টা করছেন তাদের বলছি লড়াই বন্ধ করুন । মানুষকে কষ্ট দিলে কিন্তু আপনার কপালে কষ্ট জমা হচ্ছে । বাকি জীবনে শান্তিতে থাকতে পারবেন না আমরা নাম লিখে রাখছি সে নেতা হোক অফিসার যেই হোক না কেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.