মেমারি, 30 জুন : বর্ধমান শহর এলাকায় BJP কর্মীদের উপর হামলার পরও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ । এই অভিযোগ আজ মেমারি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্থানীয় BJP নেতৃত্ব।
BJP-র অভিযোগ, বর্ধমান থানার সামনে তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা । কিন্তু এরপরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। শুধুমাত্র বর্ধমান নয় রাজ্যের নানা জেলাতেই BJP কর্মীদের উপর এভাবে একের পর এক হামলা চলছে । কিন্তু পুলিশ-প্রশাসন কার্যত নীরব । উলটে BJP কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। BJP কর্মীদের গাঁজার কেস দেওয়া হচ্ছে । অন্যদিকে, তৃণমূলের কর্মীরা দোষ করলেও তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।
এবিষয়ে মেমারি বিধানসভা এলাকার BJP-র কো কনভেনার অসিত চৌধুরি বলেন, "নানা জায়গায় যেভাবে BJP কর্মীদের উপর হামলা চালাচ্ছে শাসকদলের গুন্ডারা। তার প্রতিবাদেই আজ মেমারি থানা ঘেরাও করা হয়েছে । বর্ধমানের ঘটনায় এখনও পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করেনি পুলিশ। এরপরও যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে এগোবে জেলা BJP ।"
দোষীদের গ্রেপ্তারের দাবিতে মেমারি থানা ঘেরাও BJP-র
BJP-র অভিযোগ, রাজ্যের নানা এলাকায় তাদের নেতা-কর্মীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূলের লোকজন । কিন্তু, কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ-প্রশাসন ।
মেমারি, 30 জুন : বর্ধমান শহর এলাকায় BJP কর্মীদের উপর হামলার পরও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ । এই অভিযোগ আজ মেমারি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্থানীয় BJP নেতৃত্ব।
BJP-র অভিযোগ, বর্ধমান থানার সামনে তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা । কিন্তু এরপরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। শুধুমাত্র বর্ধমান নয় রাজ্যের নানা জেলাতেই BJP কর্মীদের উপর এভাবে একের পর এক হামলা চলছে । কিন্তু পুলিশ-প্রশাসন কার্যত নীরব । উলটে BJP কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। BJP কর্মীদের গাঁজার কেস দেওয়া হচ্ছে । অন্যদিকে, তৃণমূলের কর্মীরা দোষ করলেও তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।
এবিষয়ে মেমারি বিধানসভা এলাকার BJP-র কো কনভেনার অসিত চৌধুরি বলেন, "নানা জায়গায় যেভাবে BJP কর্মীদের উপর হামলা চালাচ্ছে শাসকদলের গুন্ডারা। তার প্রতিবাদেই আজ মেমারি থানা ঘেরাও করা হয়েছে । বর্ধমানের ঘটনায় এখনও পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করেনি পুলিশ। এরপরও যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে এগোবে জেলা BJP ।"