জামালপুর, 29 এপ্রিল : রাস্তা তৈরি না হওয়ায় ভোট বয়কট গ্রামবাসীদের । ঘটনাটি বর্ধমানের জামালপুর গ্রামের ।
রাজনৈতিক দলগুলির ভোট প্রচারের সময় ভোটাররা দাবি করেছিল রাস্তা তৈরি করে দেওয়ার । কিন্তু কেউই উদ্যোগ নেয়নি । তাই আজ একজোট হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা ।
গ্রামবাসীরা জানান, জামালপুরের সালমুলা থেকে সাজনপুর পর্যন্ত 62 কিলোমিটার রাস্তা অনুমোদন করা হয়েছিল । কিন্তু ভোট চলে এলেও এখনও পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি ।
এবিষয়ে প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য পাওয়া যায়নি ।