ETV Bharat / state

জামালপুরে রাস্তা নেই, ভোট বয়কট

বর্ধমানের জামালপুর গ্রামে রাস্তা তৈরী না হওয়ায় ভোট বয়কট করল গ্রামবাসীরা ।

ভোট বয়কট গ্রামবাসীদের
author img

By

Published : Apr 29, 2019, 4:07 PM IST

জামালপুর, 29 এপ্রিল : রাস্তা তৈরি না হওয়ায় ভোট বয়কট গ্রামবাসীদের । ঘটনাটি বর্ধমানের জামালপুর গ্রামের ।

রাজনৈতিক দলগুলির ভোট প্রচারের সময় ভোটাররা দাবি করেছিল রাস্তা তৈরি করে দেওয়ার । কিন্তু কেউই উদ্যোগ নেয়নি । তাই আজ একজোট হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা ।

গ্রামবাসীরা জানান, জামালপুরের সালমুলা থেকে সাজনপুর পর্যন্ত 62 কিলোমিটার রাস্তা অনুমোদন করা হয়েছিল । কিন্তু ভোট চলে এলেও এখনও পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি ।

এবিষয়ে প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য পাওয়া যায়নি ।

জামালপুর, 29 এপ্রিল : রাস্তা তৈরি না হওয়ায় ভোট বয়কট গ্রামবাসীদের । ঘটনাটি বর্ধমানের জামালপুর গ্রামের ।

রাজনৈতিক দলগুলির ভোট প্রচারের সময় ভোটাররা দাবি করেছিল রাস্তা তৈরি করে দেওয়ার । কিন্তু কেউই উদ্যোগ নেয়নি । তাই আজ একজোট হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা ।

গ্রামবাসীরা জানান, জামালপুরের সালমুলা থেকে সাজনপুর পর্যন্ত 62 কিলোমিটার রাস্তা অনুমোদন করা হয়েছিল । কিন্তু ভোট চলে এলেও এখনও পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি ।

এবিষয়ে প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য পাওয়া যায়নি ।

Intro:রাস্তা না হওয়ায় ভোট বয়কট গ্রামবাসীদের

সন্তোষ দাস, জামালপুর

ভোটারদের দাবি ছিল গ্রামের রাস্তা তৈরি করে দিতে হবে ভোটের প্রচারের সময় রাজনৈতিক দল আছে নেতাদের কাছে তারা রাস্তা তৈরির আবেদন করেছিল কিন্তু কোনো রাজনৈতিক দলই সে রকম কোনো উদ্যোগ নেয়নি আজ ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরাBody:গ্রামবাসীদের অভিযোগ জামালপুরের সাল মুলা থেকে সাজনপুর পর্যন্ত 62 কিলোমিটার রাস্তা অনুমোদন করা হয়েছিল রাজনীতি করার জন্য কিন্তু অনেকদিন আগে রাস্তার কাজ শুরু হওয়ার কথা থাকলেও ভোট চলে এলো রাস্তা হয়নিConclusion:বলে এ দিন গ্রামবাসীরা একজোট হয়ে ভোট বয়কটের ডাক দেন এদিন তারা কেউ ভোট দিতে যেতে ভোট দিতে যাননি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.